ETV Bharat / bharat

UNESCO Durga Puja : দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী

author img

By

Published : Dec 15, 2021, 9:46 PM IST

দুর্গাপুজো ইউনেসকো স্বীকৃতি পাওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi is happy for UNESCO heritage status to durga puja ) ৷

UNESCO Durga Puja
দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 15 ডিসেম্বর : বুধবারই দুর্গাপুজোকে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি পাওয়া খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi is happy for UNESCO heritage status to durga puja ) ৷ এদিন বিষয়টি নিয়ে ইংরাজি ও বাংলায় পরপর দুটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷

  • প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়! দুর্গাপূজা আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপূজার অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিৎ। https://t.co/DdRBcTGGs9

    — Narendra Modi (@narendramodi) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি টুইটে বাংলায় তিনি লেখেন, "প্রত্যেক ভারতবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় ! দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে ৷ আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত ৷ "

আরও পড়ুন : জগৎসভায় শ্রেষ্ঠ, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র

দুর্গাপুজোর এই আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দুর্গাপুজো ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে । এটা জেনে খুব ভাল লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত ।"

  • The auspicious Durga Puja reflects India’s splendid cultural heritage and spirit of unity.

    It is great to learn that this iconic festival has been inscribed on UNESCO’s #IntangibleHeritage list.

    Every Indian is immensely proud. https://t.co/d0QM7g3wHo

    — Amit Shah (@AmitShah) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ টুইটে তিনি লিখেছেন, "সকল বাঙালি-সহ প্রত‍্যেক ভারতীয়র জন্য গর্বের ও আনন্দের দিন । আমাদের দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত..."

  • সকল বাঙালি সহ প্রত‍্যেক ভারতীয়র জন্য গর্বের ও আনন্দের দিন।
    আমাদের দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত... https://t.co/VViypVrMsJ

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 15 ডিসেম্বর : বুধবারই দুর্গাপুজোকে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি পাওয়া খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi is happy for UNESCO heritage status to durga puja ) ৷ এদিন বিষয়টি নিয়ে ইংরাজি ও বাংলায় পরপর দুটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷

  • প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়! দুর্গাপূজা আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপূজার অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিৎ। https://t.co/DdRBcTGGs9

    — Narendra Modi (@narendramodi) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি টুইটে বাংলায় তিনি লেখেন, "প্রত্যেক ভারতবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় ! দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে ৷ আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত ৷ "

আরও পড়ুন : জগৎসভায় শ্রেষ্ঠ, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র

দুর্গাপুজোর এই আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দুর্গাপুজো ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে । এটা জেনে খুব ভাল লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত ।"

  • The auspicious Durga Puja reflects India’s splendid cultural heritage and spirit of unity.

    It is great to learn that this iconic festival has been inscribed on UNESCO’s #IntangibleHeritage list.

    Every Indian is immensely proud. https://t.co/d0QM7g3wHo

    — Amit Shah (@AmitShah) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ টুইটে তিনি লিখেছেন, "সকল বাঙালি-সহ প্রত‍্যেক ভারতীয়র জন্য গর্বের ও আনন্দের দিন । আমাদের দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত..."

  • সকল বাঙালি সহ প্রত‍্যেক ভারতীয়র জন্য গর্বের ও আনন্দের দিন।
    আমাদের দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত... https://t.co/VViypVrMsJ

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.