ETV Bharat / bharat

PM Modi on Opposition Leader : "দু'বার প্রধানমন্ত্রী হয়েছেন, আর কী চাই ?" মোদিকে প্রশ্ন বিরোধী নেতার

2014 এবং 2019, দু'বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷ এরপর আর কী চাই তাঁর ? তাই এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে আসুন তিনি ৷ মোদিকে এমন পরামর্শ দিয়েছিলেন বিরোধী নেতা ৷ আর একমাস আগেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন শরদ পাওয়ার ৷ তাহলে (PM Modi on Opposition Leader) ?

Modi meets Opposition Leader Speculation
মোদিকে পরামর্শ বিরোধী দলেরমোদিকে পরামর্শ বিরোধী দলের নেতার নেতার
author img

By

Published : May 13, 2022, 11:50 AM IST

নয়াদিল্লি, 12 মে : দু'বার প্রধানমন্ত্রী হওয়া যথেষ্ট, আরেকবারের চেষ্টাটা ছেড়ে দেওয়াই ভালো ৷ নরেন্দ্র মোদিকে এমন পরামর্শ দিয়েছিলেন বিরোধী দলের এক নেতা ৷ তবে প্রধানমন্ত্রীর নিজের গতি কমানোর কোনও ইচ্ছে নেই, জানালেন তিনি ৷ গুজরাতের বাহরুচে 'উৎকর্ষ সমারোহ'তে ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার সময় একথা জানান প্রাক্তন গুজরাত মুখ্যমন্ত্রী (PM Narendra Modi recalls an opposition leader stated that becoming PM twice was enough) ৷

প্রধানমন্ত্রী বলেন, "একদিন এক প্রবীণ নেতা আমার সঙ্গে দেখা করেন ৷ তিনি নিয়মিত রাজনৈতিক ভাবে আমাদের বিরোধিতা করে থাকেন ৷ কিন্তু আমি তাঁকে শ্রদ্ধা করি ৷ তিনি কয়েকটি ইস্যু নিয়ে খুশি ছিলেন না, তাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ তিনি আমায় বললেন, 'দেশ আপনাকে দু'বার প্রধানমন্ত্রী বানিয়েছে ৷ আরও কী চান আপনি ?' তাঁর মতে একজন দু'বার প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি সব পেয়ে গিয়েছেন ৷" এরপর মোদি জানান, তাঁর স্বপ্ন জনকল্যাণকর প্রকল্পগুলি 100 শতাংশ কার্যকর করা ৷

আরও পড়ুন : Modi Pitches for WHO Reforms : কোভিড ঠেকাতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার প্রয়োজন: মোদি

মোদি যে অন্য মাটি দিয়ে তৈরি, সেটা তাঁরা জানেন না ৷ গুজরাত তাঁকে তৈরি করেছে, জানান নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "যা হওয়ার হয়ে গিয়েছে ৷ এবার আমার বিশ্রাম নেওয়া উচিত ৷ এরকম হালকা চালে নেওয়ায় আমি বিশ্বাস করি না ৷ আমার স্বপ্ন সম্পৃক্ত হওয়া ৷" তবে এক মাস আগেই এনসিপি প্রধান শরদ পাওয়ার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেছিলেন ৷ সেবার তিনি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন ৷

প্রধানমন্ত্রী মোদি 2001-14 পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এদিন তিনি মনে করিয়ে দেন বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এ মাসে 8 বছর পূর্ণ করছে ৷ গুজরাতবাসীর উদ্দেশ্যে মোদি বলেন, "আপনারা আমাকে গুজরাত থেকে দিল্লি পাঠিয়েছেন দেশের সেবা করতে ৷ এবার আট বছর হবে ৷ এই আট বছর ধরে শুধু সেবা, গরিবদের কল্যাণ, সুশাসনে উৎসর্গ করা হয়েছে ৷"

নয়াদিল্লি, 12 মে : দু'বার প্রধানমন্ত্রী হওয়া যথেষ্ট, আরেকবারের চেষ্টাটা ছেড়ে দেওয়াই ভালো ৷ নরেন্দ্র মোদিকে এমন পরামর্শ দিয়েছিলেন বিরোধী দলের এক নেতা ৷ তবে প্রধানমন্ত্রীর নিজের গতি কমানোর কোনও ইচ্ছে নেই, জানালেন তিনি ৷ গুজরাতের বাহরুচে 'উৎকর্ষ সমারোহ'তে ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার সময় একথা জানান প্রাক্তন গুজরাত মুখ্যমন্ত্রী (PM Narendra Modi recalls an opposition leader stated that becoming PM twice was enough) ৷

প্রধানমন্ত্রী বলেন, "একদিন এক প্রবীণ নেতা আমার সঙ্গে দেখা করেন ৷ তিনি নিয়মিত রাজনৈতিক ভাবে আমাদের বিরোধিতা করে থাকেন ৷ কিন্তু আমি তাঁকে শ্রদ্ধা করি ৷ তিনি কয়েকটি ইস্যু নিয়ে খুশি ছিলেন না, তাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ তিনি আমায় বললেন, 'দেশ আপনাকে দু'বার প্রধানমন্ত্রী বানিয়েছে ৷ আরও কী চান আপনি ?' তাঁর মতে একজন দু'বার প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি সব পেয়ে গিয়েছেন ৷" এরপর মোদি জানান, তাঁর স্বপ্ন জনকল্যাণকর প্রকল্পগুলি 100 শতাংশ কার্যকর করা ৷

আরও পড়ুন : Modi Pitches for WHO Reforms : কোভিড ঠেকাতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার প্রয়োজন: মোদি

মোদি যে অন্য মাটি দিয়ে তৈরি, সেটা তাঁরা জানেন না ৷ গুজরাত তাঁকে তৈরি করেছে, জানান নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "যা হওয়ার হয়ে গিয়েছে ৷ এবার আমার বিশ্রাম নেওয়া উচিত ৷ এরকম হালকা চালে নেওয়ায় আমি বিশ্বাস করি না ৷ আমার স্বপ্ন সম্পৃক্ত হওয়া ৷" তবে এক মাস আগেই এনসিপি প্রধান শরদ পাওয়ার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেছিলেন ৷ সেবার তিনি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন ৷

প্রধানমন্ত্রী মোদি 2001-14 পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এদিন তিনি মনে করিয়ে দেন বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এ মাসে 8 বছর পূর্ণ করছে ৷ গুজরাতবাসীর উদ্দেশ্যে মোদি বলেন, "আপনারা আমাকে গুজরাত থেকে দিল্লি পাঠিয়েছেন দেশের সেবা করতে ৷ এবার আট বছর হবে ৷ এই আট বছর ধরে শুধু সেবা, গরিবদের কল্যাণ, সুশাসনে উৎসর্গ করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.