ETV Bharat / bharat

PM Narendra Modi: মাইক ব্যবহারের সময় পেরিয়ে যাওয়ায় ভাষণ দিলেন না মোদি - ভাষণ দিলেন না মোদি

শুক্রবার রাতে রাজস্থানের সিরোহীতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৷ রাত 10টার পর তিনি সেখানে পৌঁছান ৷ ততক্ষণে মাইক ব্যবহারের সময় পেরিয়ে গিয়েছে ৷ সেই কারণে ভাষণ না দিয়েই সভাস্থল ছাড়েন প্রধানমন্ত্রী (Modi Skips Address to obey Loudspeaker Norms) ৷

pm-narendra-modi-reaches-rajasthan-rally-venue-late-skips-address-to-obey-loudspeaker-norms
PM Narendra Modi: মাইক ব্যবহারের সময় পেরিয়ে যাওয়ায় ভাষণ দিলেন না মোদি
author img

By

Published : Oct 1, 2022, 10:02 AM IST

সিরোহী (রাজস্থান), 1 অক্টোবর : রাত 10টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ ৷ সেই কারণে সভাস্থলে পৌঁছেও ভাষণ দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহীতে ৷

সেখানকার আবু রোড এলাকায় ওই সভার আয়োজন করেছিল বিজেপি (BJP) ৷ মূল বক্তা ছিলেন নরেন্দ্র মোদি ৷ সেই কারণে বিজেপির কর্মী-সমর্থকরা দলে দলে সভাস্থলে ভিড় করেছিলেন ৷ বছরখানেক পরই রাজস্থানে বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Elections) ৷ তাই সেই দিকে নজর রেখে মোদি কী বলেন, সেটাই শুনতে চেয়েছিল গেরুয়া শিবির ৷

কিন্তু সভাস্থলে মোদি যখন পৌঁছান, তখন রাত 10টা পেরিয়ে গিয়েছে ৷ ততক্ষণে মাইক ব্যবহারের সময়সীমা পেরিয়ে গিয়েছে ৷ তাই ভাষণ দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন মোদি ৷ মাইকের ব্যবহার না করেই উপস্থিত জনতাকে বলেন, ‘‘আমার আসতে দেরি হয়ে গেল ৷ রাত 10টা এখন৷ আমার আত্মা বলছে যে আমি যেন নিয়ম-কানুন মেনে চলি ৷ তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ৷’’

  • यह है भारत का लोकतंत्र...
    क्योंकि रात 10 बजे बाद लाउड स्पीकर चलाना नियम विरुद्ध है, इसलिए प्रधानमंत्री @narendramodi जी ने भी बिना माइक ही सभा को संबोधित कर देश को यह संदेश दिया है कि भारत में कानून सबके लिए बराबर है।
    शायद इसीलिए मोदी जी की दुनिया कायल है।@BJP4Rajasthan @BJPLive pic.twitter.com/46baklC5Of

    — Vasundhara Raje (@VasundharaBJP) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর তিনি জানান, এদিন তিনি ভাষণ দিতে না পারলেও আগামিদিনে অবশ্যই আসবেন ৷ তখন সুদ সমেত এদিনে ক্ষতি পূরণ করে দিয়ে যাবেন রাজস্থানবাসীর জন্য ৷ প্রধানমন্ত্রীর এই আচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপির নেতারা ৷ সোশ্যাল মিডিয়াতেও মোদির ভাষণের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই অনেকে এই পদক্ষেপের প্রশংসা করেছেন ৷

প্রসঙ্গত, এদিন রাজস্থানের দক্ষিণ অংশে ওই সভা ছিল ৷ আশপাশের প্রায় 40টি বিধানসভা কেন্দ্রের গেরুয়া কর্মী-সমর্থকদের হাজির করেছিলেন বিজেপির স্থানীয় নেতারা ৷ তাছাড়া সিরোহী গুজরাত সীমানায় অবস্থিত ৷ মাস দুয়েক পরই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections) ৷ তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুব শিগগিরই মোদি সেখানে আবার সভা করতে যাবেন সিরোহীতে ৷

এর আগে এদিন গুজরাতে একটি সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তার পর ওই রাজ্যের বনসকাঁথা জেলায় অবস্থিত অম্বাজি মন্দিরে যান ৷ সেখানে পুজো দেন৷ তার পর ওই সিরোহীর সভাস্থলে পৌঁছানে তিনি ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে কনভয় দাঁড় করালেন মোদি

সিরোহী (রাজস্থান), 1 অক্টোবর : রাত 10টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ ৷ সেই কারণে সভাস্থলে পৌঁছেও ভাষণ দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহীতে ৷

সেখানকার আবু রোড এলাকায় ওই সভার আয়োজন করেছিল বিজেপি (BJP) ৷ মূল বক্তা ছিলেন নরেন্দ্র মোদি ৷ সেই কারণে বিজেপির কর্মী-সমর্থকরা দলে দলে সভাস্থলে ভিড় করেছিলেন ৷ বছরখানেক পরই রাজস্থানে বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Elections) ৷ তাই সেই দিকে নজর রেখে মোদি কী বলেন, সেটাই শুনতে চেয়েছিল গেরুয়া শিবির ৷

কিন্তু সভাস্থলে মোদি যখন পৌঁছান, তখন রাত 10টা পেরিয়ে গিয়েছে ৷ ততক্ষণে মাইক ব্যবহারের সময়সীমা পেরিয়ে গিয়েছে ৷ তাই ভাষণ দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন মোদি ৷ মাইকের ব্যবহার না করেই উপস্থিত জনতাকে বলেন, ‘‘আমার আসতে দেরি হয়ে গেল ৷ রাত 10টা এখন৷ আমার আত্মা বলছে যে আমি যেন নিয়ম-কানুন মেনে চলি ৷ তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ৷’’

  • यह है भारत का लोकतंत्र...
    क्योंकि रात 10 बजे बाद लाउड स्पीकर चलाना नियम विरुद्ध है, इसलिए प्रधानमंत्री @narendramodi जी ने भी बिना माइक ही सभा को संबोधित कर देश को यह संदेश दिया है कि भारत में कानून सबके लिए बराबर है।
    शायद इसीलिए मोदी जी की दुनिया कायल है।@BJP4Rajasthan @BJPLive pic.twitter.com/46baklC5Of

    — Vasundhara Raje (@VasundharaBJP) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর তিনি জানান, এদিন তিনি ভাষণ দিতে না পারলেও আগামিদিনে অবশ্যই আসবেন ৷ তখন সুদ সমেত এদিনে ক্ষতি পূরণ করে দিয়ে যাবেন রাজস্থানবাসীর জন্য ৷ প্রধানমন্ত্রীর এই আচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপির নেতারা ৷ সোশ্যাল মিডিয়াতেও মোদির ভাষণের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই অনেকে এই পদক্ষেপের প্রশংসা করেছেন ৷

প্রসঙ্গত, এদিন রাজস্থানের দক্ষিণ অংশে ওই সভা ছিল ৷ আশপাশের প্রায় 40টি বিধানসভা কেন্দ্রের গেরুয়া কর্মী-সমর্থকদের হাজির করেছিলেন বিজেপির স্থানীয় নেতারা ৷ তাছাড়া সিরোহী গুজরাত সীমানায় অবস্থিত ৷ মাস দুয়েক পরই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections) ৷ তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুব শিগগিরই মোদি সেখানে আবার সভা করতে যাবেন সিরোহীতে ৷

এর আগে এদিন গুজরাতে একটি সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তার পর ওই রাজ্যের বনসকাঁথা জেলায় অবস্থিত অম্বাজি মন্দিরে যান ৷ সেখানে পুজো দেন৷ তার পর ওই সিরোহীর সভাস্থলে পৌঁছানে তিনি ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে কনভয় দাঁড় করালেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.