ETV Bharat / bharat

5G Telecom Services: 5জি টেলিকম পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি - 5g launch cities in india

5জি টেলিকম পরিষেবার (5G Telecom Services) সূচনা হল শনিবার৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন প্রগতি ময়দানে ষষ্ঠ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসেরও (6th India Mobile Congress) উদ্বোধন করেন ৷

pm-narendra-modi-launches-5g-telecom-services-from-delhi
5G Telecom Services: 5জি টেলিকম পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : Oct 1, 2022, 10:33 AM IST

Updated : Oct 1, 2022, 12:29 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর : প্রযুক্তির জগতে নতুন যুগের সূচনা হল শনিবার ৷ ভারতে শুরু হল 5জি টেলিকম পরিষেবা (5G Telecom Services) ৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এদিন দিল্লির প্রগতি ময়দানে এক অনুষ্ঠানে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে উপস্থিত ছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ অম্বানি (Reliance Chairman Mukesh Ambani) ৷

4জি পরিষেবার থেকে স্বাভাবিক ভাবেই 5জি পরিষেবা আরও উন্নত মানের হবে ৷ এদিন দেশের তিনটি বড় টেলিকম সংস্থা প্রধানমন্ত্রীকে 5জি প্রযুক্তির বিষয়ে জানান ৷

জানা গিয়েছে, এই প্রযুক্তি শক্তি, স্পেকট্রাম ও নেটওয়ার্কের কার্যকারিতা বৃদ্ধি করবে ৷ ভিডিয়োর গুণগত মান যেমন বাড়বে, পাশাপাশি ভিডিয়ো লোডিং স্পিডও বৃদ্ধি করবে 5জি টেলিকম পরিষেবা ৷

এই প্রযুক্তির সাহায্যে সহজে যেকোনও বিপর্যয়ে নজরদারি করা যাবে ৷ কৃষিক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ তাছাড়া গভীর খনি বা এই ধরনের বিপজ্জনক শিল্পে মানুষের ব্যবহার কমাবে এই 5জি প্রযুক্তি ৷

একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন প্রগতি ময়দানে ষষ্ঠ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসেরও (6th India Mobile Congress) উদ্বোধন করেন ৷ তার পর প্রগতি ময়দানে প্রদর্শনী ঘুরে দেখেন ৷

আরও পড়ুন : মাইক ব্যবহারের সময় পেরিয়ে যাওয়ায় ভাষণ দিলেন না মোদি

নয়াদিল্লি, 1 অক্টোবর : প্রযুক্তির জগতে নতুন যুগের সূচনা হল শনিবার ৷ ভারতে শুরু হল 5জি টেলিকম পরিষেবা (5G Telecom Services) ৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এদিন দিল্লির প্রগতি ময়দানে এক অনুষ্ঠানে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে উপস্থিত ছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ অম্বানি (Reliance Chairman Mukesh Ambani) ৷

4জি পরিষেবার থেকে স্বাভাবিক ভাবেই 5জি পরিষেবা আরও উন্নত মানের হবে ৷ এদিন দেশের তিনটি বড় টেলিকম সংস্থা প্রধানমন্ত্রীকে 5জি প্রযুক্তির বিষয়ে জানান ৷

জানা গিয়েছে, এই প্রযুক্তি শক্তি, স্পেকট্রাম ও নেটওয়ার্কের কার্যকারিতা বৃদ্ধি করবে ৷ ভিডিয়োর গুণগত মান যেমন বাড়বে, পাশাপাশি ভিডিয়ো লোডিং স্পিডও বৃদ্ধি করবে 5জি টেলিকম পরিষেবা ৷

এই প্রযুক্তির সাহায্যে সহজে যেকোনও বিপর্যয়ে নজরদারি করা যাবে ৷ কৃষিক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ তাছাড়া গভীর খনি বা এই ধরনের বিপজ্জনক শিল্পে মানুষের ব্যবহার কমাবে এই 5জি প্রযুক্তি ৷

একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন প্রগতি ময়দানে ষষ্ঠ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসেরও (6th India Mobile Congress) উদ্বোধন করেন ৷ তার পর প্রগতি ময়দানে প্রদর্শনী ঘুরে দেখেন ৷

আরও পড়ুন : মাইক ব্যবহারের সময় পেরিয়ে যাওয়ায় ভাষণ দিলেন না মোদি

Last Updated : Oct 1, 2022, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.