ETV Bharat / bharat

PM Modi on Quit India: গান্ধিজীর ‘কুইট ইন্ডিয়া’ স্লোগান তুলে বিরোধী জোটকে আক্রমণ প্রধানমন্ত্রীর - বিরোধীদের ইন্ডিয়া জোট

PM Narendra Modi on Opposition INDIA: বৃহস্পতিবার রাজস্থানের সিকারার সভা থেকে বিরোধীদের ইন্ডিয়া জোটকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই জোটের বিরুদ্ধে তিনি মহাত্মা গান্ধির কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো স্লোগান তোলার কথা বলেছেন বিজেপি নেতা-কর্মীদের ৷

PM Modi on Quit India
PM Modi on Quit India
author img

By

Published : Jul 27, 2023, 6:47 PM IST

সিকার (রাজস্থান), 27 জুলাই: বিরোধীদের ইন্ডিয়া জোটের মোকাবিলায় এবার মহাত্মা গান্ধির শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়া গান্ধিজির ‘কুইট ইন্ডিয়া’ স্লোগান হাতিয়ার করে রাহুল-সোনিয়া-মমতাদের নিশানা করলেন তিনি ৷ প্রশ্ন তুললেন, বিরোধী জোটের নামকরণ নিয়েও ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘যেভাবে মহাত্মা গান্ধি বলেছিলেন কুইট ইন্ডিয়া (ভারত ছাড়ো), আজ স্লোগান হওয়া উচিত দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তোষণের রাজনীতি ভারত ছাড়ো ৷ কুইট ইন্ডিয়াই দেশকে রক্ষা করবে এবং আমাদের দেশকে উন্নত হতে সাহায্য করবে ৷’’

দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ মোদির: বৃহস্পতিবার রাজস্থানের সিকারে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি বিরোধীদের নিশানা করেন ৷ নরেন্দ্র মোদির দাবি, ইউপিএ আমলের দুর্নীতিগুলি ইন্ডিয়া নামের আড়ালে লুকিয়ে রাখতে চাইছে কংগ্রেস ৷ তারা কি ভারতের জন্য ভাবে ? তাহলে কেন বিদেশিদের ভারতের বিষয়ে নাক গলাতে বলছে ?

আরও পড়ুন: তৃতীয়বার আমাদেরই সরকার, সদর্পে ঘোষণা মোদির

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে একেবারে ইন্দিরা গান্ধির জমানায় চলে যান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘একসময় তারা বলেছিল ইন্দিরাই ইন্ডিয়া, ইন্ডিয়াই ইন্দিরা ৷’’ পাশাপাশি কংগ্রেসকে মনে করিয়ে দেন যে মানুষই বারবার কংগ্রেসকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ৷

মোদির দাবি, কংগ্রেস উদ্দেশ্যহীন হয়ে পড়েছে ৷ তাই তাদের সহযোগীরা বদলে গিয়েছে ৷ এটা প্রতারণা সংস্থায় পরিণত হয়েছে ৷ তাই নাম বদলে ফেলা হচ্ছে পুরনো দুর্নীতি ঢাকার জন্য ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশাত্মবোধ দেখানোর জন্য ইন্ডিয়া নাম ব্যবহার করা হচ্ছে না ৷ দেশকে লুঠ করার উদ্দেশ্যে এই নাম ব্যবহার করা হচ্ছে ৷’’

বিরোধীদের ইন্ডিয়া জোট: প্রসঙ্গত, 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি জোট বদ্ধ হয়েছে ৷ 2004 সাল থেকে বিরোধী জোটের নাম ছিল ইউপিএ ৷ এবার সেই জোটের নাম বদলে দেওয়া হয়েছে ইন্ডিয়া ৷ তার পর থেকে দেশের নামেই স্লোগান দিচ্ছে বিরোধীরা ৷ সংসদেও বিজেপির ‘মোদি, মোদি’ স্লোগানের পালটা হিসেবে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ চিৎকার করছেন বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন: জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তুলনা নরেন্দ্র মোদির

ইন্ডিয়া জোট নিয়ে মোদির বক্তব্য: এই পরিস্থিতিতে মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ বিশেষ করে এই জোটের নাম নিয়ে এই প্রথম প্রকাশ্যে তাঁকে কথা বলতে দেখা গেল ৷ এর আগে তিনি বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের জোটকে সঙ্গে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন-সহ একাধিক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তুলনা করেছিলেন ৷ এবার মহাত্মা গান্ধির স্লোগান ধার করে গান্ধি পরিবার-সহ বিরোধীদের নিশানা করলেন ৷

সিকার (রাজস্থান), 27 জুলাই: বিরোধীদের ইন্ডিয়া জোটের মোকাবিলায় এবার মহাত্মা গান্ধির শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়া গান্ধিজির ‘কুইট ইন্ডিয়া’ স্লোগান হাতিয়ার করে রাহুল-সোনিয়া-মমতাদের নিশানা করলেন তিনি ৷ প্রশ্ন তুললেন, বিরোধী জোটের নামকরণ নিয়েও ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘যেভাবে মহাত্মা গান্ধি বলেছিলেন কুইট ইন্ডিয়া (ভারত ছাড়ো), আজ স্লোগান হওয়া উচিত দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তোষণের রাজনীতি ভারত ছাড়ো ৷ কুইট ইন্ডিয়াই দেশকে রক্ষা করবে এবং আমাদের দেশকে উন্নত হতে সাহায্য করবে ৷’’

দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ মোদির: বৃহস্পতিবার রাজস্থানের সিকারে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি বিরোধীদের নিশানা করেন ৷ নরেন্দ্র মোদির দাবি, ইউপিএ আমলের দুর্নীতিগুলি ইন্ডিয়া নামের আড়ালে লুকিয়ে রাখতে চাইছে কংগ্রেস ৷ তারা কি ভারতের জন্য ভাবে ? তাহলে কেন বিদেশিদের ভারতের বিষয়ে নাক গলাতে বলছে ?

আরও পড়ুন: তৃতীয়বার আমাদেরই সরকার, সদর্পে ঘোষণা মোদির

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে একেবারে ইন্দিরা গান্ধির জমানায় চলে যান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘একসময় তারা বলেছিল ইন্দিরাই ইন্ডিয়া, ইন্ডিয়াই ইন্দিরা ৷’’ পাশাপাশি কংগ্রেসকে মনে করিয়ে দেন যে মানুষই বারবার কংগ্রেসকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ৷

মোদির দাবি, কংগ্রেস উদ্দেশ্যহীন হয়ে পড়েছে ৷ তাই তাদের সহযোগীরা বদলে গিয়েছে ৷ এটা প্রতারণা সংস্থায় পরিণত হয়েছে ৷ তাই নাম বদলে ফেলা হচ্ছে পুরনো দুর্নীতি ঢাকার জন্য ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশাত্মবোধ দেখানোর জন্য ইন্ডিয়া নাম ব্যবহার করা হচ্ছে না ৷ দেশকে লুঠ করার উদ্দেশ্যে এই নাম ব্যবহার করা হচ্ছে ৷’’

বিরোধীদের ইন্ডিয়া জোট: প্রসঙ্গত, 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি জোট বদ্ধ হয়েছে ৷ 2004 সাল থেকে বিরোধী জোটের নাম ছিল ইউপিএ ৷ এবার সেই জোটের নাম বদলে দেওয়া হয়েছে ইন্ডিয়া ৷ তার পর থেকে দেশের নামেই স্লোগান দিচ্ছে বিরোধীরা ৷ সংসদেও বিজেপির ‘মোদি, মোদি’ স্লোগানের পালটা হিসেবে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ চিৎকার করছেন বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন: জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তুলনা নরেন্দ্র মোদির

ইন্ডিয়া জোট নিয়ে মোদির বক্তব্য: এই পরিস্থিতিতে মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ বিশেষ করে এই জোটের নাম নিয়ে এই প্রথম প্রকাশ্যে তাঁকে কথা বলতে দেখা গেল ৷ এর আগে তিনি বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের জোটকে সঙ্গে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন-সহ একাধিক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তুলনা করেছিলেন ৷ এবার মহাত্মা গান্ধির স্লোগান ধার করে গান্ধি পরিবার-সহ বিরোধীদের নিশানা করলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.