ETV Bharat / bharat

PM Modi in SCO Summit : এসসিও সম্মেলনে মৌলবাদ-কট্টরপন্থার বিরুদ্ধে এক হওয়ার ডাক মোদির - Narendra Modi

সাংহাই কর্পোরেশন অরগানাইজেশন বা এসসিও 2001 সালে তৈরি হয় ৷ তখন ভারত এর স্থায়ী সদস্য ছিল না ৷ 2017 সালে ভারত ও পাকিস্তানকে এই সংগঠনের স্থায়ী সদস্য করা হয় ৷

pm-narendra-modi-calls-for-sco-template-to-fight-radicalization-and-extremism
PM Modi in SCO Summit : এসসিও সম্মেলনে মৌলবাদ-কট্টরপন্থার বিরুদ্ধে এক হওয়ার ডাক মোদির
author img

By

Published : Sep 17, 2021, 7:12 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সম্প্রতি আফগানিস্তানে (Afghanistan) যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই শুক্রবার সাংহাই কর্পোরেশন অরগানাইজেশন (Shanghai Cooperation Organization) বা এসসিও-র (SCO) সম্মেলনে এই কথা প্রধানমন্ত্রী বলেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, এই অঞ্চলে শান্তি বজায় রাখতে, নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বিশ্বাস অটুট রাখতে এটা খুব জরুরি ৷

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তানে পাক হস্তক্ষেপ বন্ধ হোক, সরব ভারতে থাকা আফগান শরণার্থীরা

এই সংগঠন 2001 সালে তৈরি হয় ৷ তখন ভারত এর স্থায়ী সদস্য ছিল না ৷ 2017 সালে ভারত ও পাকিস্তানকে এই সংগঠনের স্থায়ী সদস্য করা হয় ৷ সেই সংগঠনের সম্মেলন শুক্রবার শুরু হল ৷ করোনা পরিস্থিতির জন্য এবার ভার্চুয়াল সম্মেলন হল ৷ সেখানে বক্তৃতা দিতে গিয়ে গিয়ে নরেন্দ্র মোদি স্থলপথে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সরাসরি যোগাযোগের উপর জোর দেন ৷ পাশাপাশি এই অঞ্চলে যোগাযোগ সংক্রান্ত কোনও প্রকল্প তৈরি করার সময় স্বচ্ছতা রাখার উপরও জোর দেন তিনি ৷ একই সঙ্গে মনে করিয়ে দেন এই ধরনের প্রকল্পগুলির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে কোনও দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয় ৷

আরও পড়ুন : Shorts Controversy : শর্টস পরে পরীক্ষাকেন্দ্রে, পর্দায় ছাত্রীর পা ঢেকে পরীক্ষা দেওয়ালেন পরীক্ষক

এসসিওকে ন্যাটোর এশীয় সংস্করণ হিসেবে ধরা হয় ৷ এবার ওই সংগঠনের 20তম সম্মেলন হচ্ছে ৷ শুক্রবার সেখানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘20তম বার্ষিকীতে এসসিও-র ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করার এটা আদর্শ সময় ৷ আমি বিশ্বাস করি এই অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শান্তি, নিরাপত্তা ও বিশ্বাসের অভাব ৷ আর এর মূল কারণ হল বাড়তে থাকা মৌলবাদ ৷’’

এই সূত্রে তিনি আফগানিস্তান নিয়েও মুখ খুলেছেন ৷ জানিয়েছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এই চ্যালেঞ্জকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে ৷ আর এসসিওর এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত ৷

আরও পড়ুন : MS Dhoni : আরও বড় দায়িত্ব, এনসিসি-র পুনর্গঠনের জন্য গড়া কমিটিতে মাহি

তিনি বলেন, ‘‘আমরা ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখতে পাই যে মধ্য এশিয়া আধুনিক ও প্রগতিশীল সংস্কৃতি ও নীতিবোধের দুর্গ ছিল ৷ সুফিবাদ এখান থেকেই তৈরি হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে ছড়িয়ে পড়েছে ৷ এখনও সাংস্কৃতিক ঐতিহ্যে তার প্রভাব দেখতে পাই ৷ সেই মধ্য এশিয়ার ঐতিহাসিক ঐতিহ্যের জন্যই এসসিও-কে মৌলবাদ ও কট্টরপন্থার বিরুদ্ধে ঐকমত্য তৈরি করতে হবে ৷’’

এছাড়া এই অঞ্চলের উন্নতির রোডম্যাপ নিয়েও অনেক পরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Afghanistan : কাবুলে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর অপহরণে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সম্প্রতি আফগানিস্তানে (Afghanistan) যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই শুক্রবার সাংহাই কর্পোরেশন অরগানাইজেশন (Shanghai Cooperation Organization) বা এসসিও-র (SCO) সম্মেলনে এই কথা প্রধানমন্ত্রী বলেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, এই অঞ্চলে শান্তি বজায় রাখতে, নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বিশ্বাস অটুট রাখতে এটা খুব জরুরি ৷

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তানে পাক হস্তক্ষেপ বন্ধ হোক, সরব ভারতে থাকা আফগান শরণার্থীরা

এই সংগঠন 2001 সালে তৈরি হয় ৷ তখন ভারত এর স্থায়ী সদস্য ছিল না ৷ 2017 সালে ভারত ও পাকিস্তানকে এই সংগঠনের স্থায়ী সদস্য করা হয় ৷ সেই সংগঠনের সম্মেলন শুক্রবার শুরু হল ৷ করোনা পরিস্থিতির জন্য এবার ভার্চুয়াল সম্মেলন হল ৷ সেখানে বক্তৃতা দিতে গিয়ে গিয়ে নরেন্দ্র মোদি স্থলপথে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সরাসরি যোগাযোগের উপর জোর দেন ৷ পাশাপাশি এই অঞ্চলে যোগাযোগ সংক্রান্ত কোনও প্রকল্প তৈরি করার সময় স্বচ্ছতা রাখার উপরও জোর দেন তিনি ৷ একই সঙ্গে মনে করিয়ে দেন এই ধরনের প্রকল্পগুলির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে কোনও দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয় ৷

আরও পড়ুন : Shorts Controversy : শর্টস পরে পরীক্ষাকেন্দ্রে, পর্দায় ছাত্রীর পা ঢেকে পরীক্ষা দেওয়ালেন পরীক্ষক

এসসিওকে ন্যাটোর এশীয় সংস্করণ হিসেবে ধরা হয় ৷ এবার ওই সংগঠনের 20তম সম্মেলন হচ্ছে ৷ শুক্রবার সেখানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘20তম বার্ষিকীতে এসসিও-র ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করার এটা আদর্শ সময় ৷ আমি বিশ্বাস করি এই অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শান্তি, নিরাপত্তা ও বিশ্বাসের অভাব ৷ আর এর মূল কারণ হল বাড়তে থাকা মৌলবাদ ৷’’

এই সূত্রে তিনি আফগানিস্তান নিয়েও মুখ খুলেছেন ৷ জানিয়েছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এই চ্যালেঞ্জকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে ৷ আর এসসিওর এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত ৷

আরও পড়ুন : MS Dhoni : আরও বড় দায়িত্ব, এনসিসি-র পুনর্গঠনের জন্য গড়া কমিটিতে মাহি

তিনি বলেন, ‘‘আমরা ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখতে পাই যে মধ্য এশিয়া আধুনিক ও প্রগতিশীল সংস্কৃতি ও নীতিবোধের দুর্গ ছিল ৷ সুফিবাদ এখান থেকেই তৈরি হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে ছড়িয়ে পড়েছে ৷ এখনও সাংস্কৃতিক ঐতিহ্যে তার প্রভাব দেখতে পাই ৷ সেই মধ্য এশিয়ার ঐতিহাসিক ঐতিহ্যের জন্যই এসসিও-কে মৌলবাদ ও কট্টরপন্থার বিরুদ্ধে ঐকমত্য তৈরি করতে হবে ৷’’

এছাড়া এই অঞ্চলের উন্নতির রোডম্যাপ নিয়েও অনেক পরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Afghanistan : কাবুলে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর অপহরণে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.