ETV Bharat / bharat

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর মা - টুইটার

করোনা টিকার প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রীর মা ৷ হীরাবেন মোদিকে টিকা দেওয়া হয় বৃহস্পতিবার ৷ এদিন নরেন্দ্র মোদি নিজেই টুইট করে জানান সেকথা ৷

PM Modi's mother receives first dose of COVID-19 vaccine
করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর মা
author img

By

Published : Mar 11, 2021, 3:28 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ : বৃহস্পতিবার করোনা টিকার প্রথম ডোজ় পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী নিজেই টুইট করে সেকথা জানান ৷ তিনি লেখেন, ‘‘আপনাদের সকলকে আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ আমার মাকে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ সকলের কাছে আমার একটাই আবেদন, আপনাদের চারপাশে যেসব মানুষ টিকা পাওয়ার উপযোগী, তাঁদের টিকা নিতে উৎসাহিত ও সাহায্য করুন ৷’’

1 মার্চ দিল্লির এইমসে করোনা টিকার প্রথম ডোজ় নেন প্রধানমন্ত্রী ৷ সেদিনও টুইট করেই সেকথা জানিয়েছিলেন তিনি ৷ প্রসঙ্গত, চলতি বছরের 16 জানুয়ারি দেশজুড়ে কোভিড টিকাকরণের প্রথম ধাপ শুরু হয় ৷ এরপর দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয় 2 ফেব্রুয়ারি ৷ দু’টি ক্ষেত্রেই টিকা দেওয়া হয় প্রথম সারির করোনা যোদ্ধাদের ৷

  • Happy to share that my mother has taken the first dose of the COVID-19 vaccine today. I urge everyone to help and motivate people around you who are eligible to take the vaccine.

    — Narendra Modi (@narendramodi) March 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

এরপর তৃতীয় পর্যায়ে করোনার টিকাকরণ শুরু হয় 1 মার্চ ৷ এই দফায় ষাটোর্ধ্ব প্রবীণ এবং 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের টিকাকরণের আওতায় আনা হয় ৷ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই তিনটি পর্যায়ে এখনও পর্যন্ত 2 কোটি 52 লাখ 89 হাজার 693টি করোনা টিকার ডোজ় ব্যবহার করা হয়েছে ৷

নয়াদিল্লি, 11 মার্চ : বৃহস্পতিবার করোনা টিকার প্রথম ডোজ় পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী নিজেই টুইট করে সেকথা জানান ৷ তিনি লেখেন, ‘‘আপনাদের সকলকে আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ আমার মাকে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ সকলের কাছে আমার একটাই আবেদন, আপনাদের চারপাশে যেসব মানুষ টিকা পাওয়ার উপযোগী, তাঁদের টিকা নিতে উৎসাহিত ও সাহায্য করুন ৷’’

1 মার্চ দিল্লির এইমসে করোনা টিকার প্রথম ডোজ় নেন প্রধানমন্ত্রী ৷ সেদিনও টুইট করেই সেকথা জানিয়েছিলেন তিনি ৷ প্রসঙ্গত, চলতি বছরের 16 জানুয়ারি দেশজুড়ে কোভিড টিকাকরণের প্রথম ধাপ শুরু হয় ৷ এরপর দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয় 2 ফেব্রুয়ারি ৷ দু’টি ক্ষেত্রেই টিকা দেওয়া হয় প্রথম সারির করোনা যোদ্ধাদের ৷

  • Happy to share that my mother has taken the first dose of the COVID-19 vaccine today. I urge everyone to help and motivate people around you who are eligible to take the vaccine.

    — Narendra Modi (@narendramodi) March 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

এরপর তৃতীয় পর্যায়ে করোনার টিকাকরণ শুরু হয় 1 মার্চ ৷ এই দফায় ষাটোর্ধ্ব প্রবীণ এবং 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের টিকাকরণের আওতায় আনা হয় ৷ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই তিনটি পর্যায়ে এখনও পর্যন্ত 2 কোটি 52 লাখ 89 হাজার 693টি করোনা টিকার ডোজ় ব্যবহার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.