নয়াদিল্লি, 18 অগস্ট: ভবিষ্যতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ক্ষেত্রে জরুরী অবস্থার জন্য এখন থেকেই প্রতিরোধ, প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকতে হবে বিশ্বকে ৷ শুক্রবার গান্ধীনগরে জি-20 স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, "আমরা অতিমারি চলাকালীন দেখেছি, বিশ্বের একটি অংশে স্বাস্থ্য সমস্যা খুব অল্প সময়ের মধ্যে কীভাবে বিশ্বের অন্যান্য অংশকে প্রভাবিত করতে পারে ৷"
এদিন প্রধানমন্ত্রী মোদি জানান যে, ভারত একটি অন্তর্ভুক্তিমূলক এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে ৷ সেই সঙ্গে, দেশ স্বাস্থ্য পরিকাঠামো প্রসারিত যেমন করছে, চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার প্রচার করছে এবং এই লক্ষ্যে সকলকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করছে বলেও জি-20 বৈঠকে দাবি করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "আন্তর্জাতিক যোগ দিবসের বৈশ্বিক উদযাপন আদতে সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য সর্বজনীন আকাঙ্ক্ষার প্রমাণ।" 2023-কে আন্তর্জাতিক মিলেট বা শ্রীঅন্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে বলেও আরও একবার জানান প্রধানমন্ত্রী ৷ যার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, মিলেটের মধ্যে পুষ্টিগুণ এবং স্বাস্থ্য সুবিধাও রয়েছে ৷ প্রধানমন্ত্রীর দাবি, সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা মানুষের স্থিতিস্থাপকতা বাড়াতে পারে ৷
তিনি বলেন, "এই বছরের শুরুতে গুজরাতের জামনগরে ঐতিহ্যগত ওষুধের জন্য 'হু' গ্লোবাল সেন্টার প্রতিষ্ঠা সেই দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" প্রধানমন্ত্রী আরও সংযোজন যে, জি-20 স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি ঐতিহ্যগত ওষুধের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত ঐতিহ্যগত ওষুধের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রচেষ্টাকে আরও জোরদার করবে। বৃহস্পতিবার 'হু'-এর বৈশ্বিক সম্মেলনে প্রধান টেডরোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য এবং অন্যান্য অনেক অসুস্থতার চিকিৎসার জন্য প্রায় সব দেশই ঐতিহ্যগত ওষুধের সন্ধান করছে। টেডরোস বলেন, "ভারতে আয়ুর্বেদের মাধ্যমে ঐতিহ্যগত ওষুধের সমৃদ্ধ ইতিহাস রয়েছে ৷ যোগব্যায়াম যা ব্যথা উপশম করতে যথেষ্ট কার্যকর হিসাবেও দেখানো হয়েছে ৷" টেডরোস জানান, ভারত মানব স্বাস্থ্যের জন্য যথেষ্ট অবদান রেখেছে ৷ এবং সামগ্রিক সুস্থতার জন্য আয়ুর্বেদে প্রচুর সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
17 থেকে 19 অগস্ট পর্যন্ত জি-20 বৈঠকটি স্বাস্থ্য ক্ষেত্রে তিনটি প্রধান অগ্রাধিকারের উপর ভিত্তি করে চলছে ৷ যার মধ্যে জরুরি স্বাস্থ্য প্রতিরোধ, প্রস্তুতি এবং প্রতিক্রিয়া এন্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ এবং "এক স্বাস্থ্য" কাঠামোর উপর মূলত দৃষ্টি দেওয়া হয়েছে ৷ নিরাপদ, কার্যকরী, মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা প্রতিরোধ ব্যবস্থা (ভ্যাকসিন, থেরাপিউটিকস এবং ডায়াগনস্টিকস) অ্যাক্সেস এবং প্রাপ্যতার উপর লক্ষ্য-সহ ফার্মাসিউটিক্যাল সেক্টরে সহযোগিতা জোরদার করা এবং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ এবং স্বাস্থ্যসেবা পরিষেবা সরবরাহের উন্নতিতে সহায়তা করার জন্য ডিজিটাল স্বাস্থ্য উদ্ভাবন এবং সমাধান।