নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) বিরাট মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi unveils Netaji statue)৷ পূর্ব ঘোষণা মতোই আজ ঠিক সন্ধে সাতটা নাগাদ মূর্তির উন্মোচন করেন তিনি (Netaji statue near India Gate)৷
ইন্ডিয়া গেটের শামিয়ানার নিচে দাঁড়িয়ে গ্রানাইট পাথরের 28 ফুটের নেতাজির মূর্তি ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, 280 মেট্রিক টনের একটি গ্রানাইটের মোনোলিথিক ব্লক দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি ৷ 26,000 ঘণ্টার নিরলস পরিশ্রমের পর 65 মেট্রিক টন ওজনের এই মূর্তি গড়ে ওঠে ৷ প্রথাগত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির মিশেলে সম্পূর্ণ হাতে তৈরি ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে নেতাজির এই মূর্তিতে ৷ অরুণ যোগীরাজের নেতৃত্বে একদল শিল্পী এই ভাস্কর্য উপহার দিয়েছে দেশবাসীকে ৷
আরও পড়ুন: আমি কি চাকর-বাকর ? দিল্লির অনুষ্ঠানের আগেই বাংলায় নেতাজিকে উদযাপন 'অসম্মানিত' মমতার
বিবৃতিতে বলা হয়েছে, "28 ফুট লম্বা নেতাজির মূর্তিটি দেশের অন্যতম সর্বোচ্চ, মনোলিথিক হাতে তৈরি ভাস্কর্য ৷ 2022 সালের 21 জানুয়ারি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, গ্রানাইটের তৈরি নেতাদির বিরাট মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে, দেশ যে নেতাজির কাছে ঋণী এটি হবে তার প্রতীক ৷" তেলেঙ্গানার খাম্মাম থেকে 140 চাকার 100 ফিট লম্বা ট্রাকে করে দিল্লিতে নিয়ে আসা হয় এই মূর্তি ৷ এই মূর্তির উন্মোচনের সময় বাজছিল, "কদম কদম বাড়ায়ে যা ৷"
এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়েই আজ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন, "আমাকে একটা চিঠি দিয়েছেন আন্ডার সেক্রেটারি ৷ সেই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আজ সন্ধে 7টায় নেতাজির মূর্তির উন্মোচন করবেন ৷ 6টায় আপনি উপস্থিত থাকবেন ৷ যেন আমি চাকর-বাকর ৷ বন্ডেড লেবার ৷ কালচারাল মিনিস্টারও লিখতে পারলেন না ৷ এ ভাবে একজন আন্ডার সেক্রেটারি আমায় লিখতে পারেন না ৷ সে জন্য এখানে আসার সময় রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম ৷ দিল্লির প্রোগ্রাম বাংলায় উদযাপন করে এলাম ৷"