ETV Bharat / bharat

অরুণ জেটলির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর

অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,"তাঁর প্রজ্ঞা, ধীশক্তি, আইনি দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব তুলনাহীন ৷"

জন্মদিনে শ্রদ্ধা
অরুণ জেটলি
author img

By

Published : Dec 29, 2020, 6:48 AM IST

দিল্লি,28 ডিসেম্বর: আজ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির জন্মবার্ষিকী ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তিনি নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ৷ নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,"তাঁর প্রজ্ঞা, ধীশক্তি, আইনি দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব তুলনাহীন৷"

1991 সাল থেকেই তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য ৷ 2014 থেকে 2019 সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী ৷ 28 বছরের রাজনৈতিক জীবনের প্রশংসা করে টুইট করেছেন তাঁর সতীর্থরা ৷ অমিত শাহ টুইটারে লিখেছেন, "সাংসদ হিসেবে অরুণ জেটলি ছিলেন অতুলনীয় ৷ তাঁর জ্ঞান এবং অন্তর্দৃষ্টির মাত্রা ছিল অপরিসীম ৷ '

  • Remembering my friend, Arun Jaitley Ji on his birth anniversary. His warm personality, intellect, legal acumen and wit are missed by all those he closely interacted with. He worked tirelessly for India’s progress.

    — Narendra Modi (@narendramodi) December 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के नए भारत के सपने को साकार करने में अपना महत्वपूर्ण योगदान देने वाले देश के पूर्व वित्त मंत्री एवं भाजपा के वरिष्ठ नेता श्री अरुण जेटली जी की जयंती पर शत् शत् नमन।
    एक ओजस्वी वक्ता एवं सक्षम रणनीतिकार के रूप में वे चिरस्मरणीय बने रहेंगे।

    — Jagat Prakash Nadda (@JPNadda) December 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেপি নাড্ডা লিখেছেন, "রাজনৈতিক ক্ষেত্রে স্পষ্ট বক্তা হিসেবে তিনি পরিচিত ছিলেন ৷" রাজনাথ সিং টুইটারে লিখেছেন, "রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় ৷"

গত বছর অগাস্টে দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি ৷ বয়স হয়েছিল 66 ৷

দিল্লি,28 ডিসেম্বর: আজ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির জন্মবার্ষিকী ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তিনি নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ৷ নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,"তাঁর প্রজ্ঞা, ধীশক্তি, আইনি দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব তুলনাহীন৷"

1991 সাল থেকেই তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য ৷ 2014 থেকে 2019 সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী ৷ 28 বছরের রাজনৈতিক জীবনের প্রশংসা করে টুইট করেছেন তাঁর সতীর্থরা ৷ অমিত শাহ টুইটারে লিখেছেন, "সাংসদ হিসেবে অরুণ জেটলি ছিলেন অতুলনীয় ৷ তাঁর জ্ঞান এবং অন্তর্দৃষ্টির মাত্রা ছিল অপরিসীম ৷ '

  • Remembering my friend, Arun Jaitley Ji on his birth anniversary. His warm personality, intellect, legal acumen and wit are missed by all those he closely interacted with. He worked tirelessly for India’s progress.

    — Narendra Modi (@narendramodi) December 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के नए भारत के सपने को साकार करने में अपना महत्वपूर्ण योगदान देने वाले देश के पूर्व वित्त मंत्री एवं भाजपा के वरिष्ठ नेता श्री अरुण जेटली जी की जयंती पर शत् शत् नमन।
    एक ओजस्वी वक्ता एवं सक्षम रणनीतिकार के रूप में वे चिरस्मरणीय बने रहेंगे।

    — Jagat Prakash Nadda (@JPNadda) December 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেপি নাড্ডা লিখেছেন, "রাজনৈতিক ক্ষেত্রে স্পষ্ট বক্তা হিসেবে তিনি পরিচিত ছিলেন ৷" রাজনাথ সিং টুইটারে লিখেছেন, "রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় ৷"

গত বছর অগাস্টে দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি ৷ বয়স হয়েছিল 66 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.