ETV Bharat / bharat

PM Modi in Ayodhya: অযোধ্যায় রাম লালাকে পুজো দিলেন প্রধানমন্ত্রী - অযোধ্যায় দীপোৎসব

অযোধ্যায় (PM Modi offers prayers to Ram Lalla) পৌঁছেই রাম লালাকে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Ayodhya)৷ তাঁর উপস্থিতিতে অযোধ্যায় সূচনা হবে দীপোৎসবের (Deepotsav celebrations)৷

PM Modi offers prayers to Ram Lalla in Ayodhya
অযোধ্যায় রাম লালাকে পুজো দিলেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Oct 23, 2022, 6:39 PM IST

অযোধ্যা, 23 অক্টোবর: রাম জন্মভূমিতে গিয়ে রাম লালার পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Ayodhya)৷ দীপোৎসব উদযাপনের জন্য অযোধ্যায় পৌঁছেই প্রথমে অস্থায়ী রাম মন্দিরে গিয়ে রাম লালার দর্শন করেন (PM Modi offers prayers to Ram Lalla) তিনি ৷ 2020 সালের 5 অগস্ট রাম মন্দির নির্মাণের জন্য "ভূমিপূজন" করার পরে এটি নমোর প্রথম অযোধ্যা সফর ।

রবিবার মাটির প্রদীপ জ্বালিয়ে রাম লালার সামনে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রধানমন্ত্রীর কপালে পুজোর সিঁদুর লাগিয়ে দেন ।

এর আগে, অযোধ্যা পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, মোদি সরযূ নদীর তীরে রাম কি পৌরিতে একটি মিউজিক্যাল লেজার শো-সহ একটি 3-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো প্রত্যক্ষ করবেন । সন্ধ্যা 6.30 টার দিকে, প্রধানমন্ত্রী সরযূর তীরে একটি "আরতি"ও প্রত্যক্ষ করবেন ৷ এর পরেই দীপোৎসব উদযাপনের (Deepotsav celebrations) সূচনা হবে ৷ একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন: দীপোৎসবে আজ প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায়, জ্বলবে 15 লক্ষ মাটির প্রদীপ

অযোধ্যার বিভাগীয় কমিশনার নভদীপ রিনওয়া বলেন যে, দীপোৎসব উদযাপনের অংশ হিসাবে 22,000-এরও বেশি স্বেচ্ছাসেবক সরযূ নদীর তীরের কাছে রাম কি পাইডিতে 15 লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালাবেন । শহরের গুরুত্বপূর্ণ মোড়েও প্রদীপ জ্বালানো হবে ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ বারের দীপোৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ৷ এই শোভাযাত্রায় মোট 16টি ট্যাবলো থাকছে ৷ তার মধ্যে 11টি ট্যাবলো তৈরি করেছে উত্তরপ্রদেশের তথ্যপ্রযুক্তি বিভাগ ৷ বাকি পাঁচটির দায়িত্বে আছে পর্যটন দফতর ৷ এই ট্যাবলোগুলিতে রামায়ণের নানা ঘটনা তুলে ধরা হবে ৷ পাশাপাশি 2047 সালে অযোধ্য়ার উন্নতি কোথায় পৌঁছবে, তারও একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে খবর ৷ রাম জন্মভূমি মডেল, কাশী করিডর, ভিশন 2047, রামায়ণে বর্ণিত রামের জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে এই ট্য়াবলোগুলির মাধ্যমে ৷

অযোধ্যা, 23 অক্টোবর: রাম জন্মভূমিতে গিয়ে রাম লালার পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Ayodhya)৷ দীপোৎসব উদযাপনের জন্য অযোধ্যায় পৌঁছেই প্রথমে অস্থায়ী রাম মন্দিরে গিয়ে রাম লালার দর্শন করেন (PM Modi offers prayers to Ram Lalla) তিনি ৷ 2020 সালের 5 অগস্ট রাম মন্দির নির্মাণের জন্য "ভূমিপূজন" করার পরে এটি নমোর প্রথম অযোধ্যা সফর ।

রবিবার মাটির প্রদীপ জ্বালিয়ে রাম লালার সামনে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রধানমন্ত্রীর কপালে পুজোর সিঁদুর লাগিয়ে দেন ।

এর আগে, অযোধ্যা পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, মোদি সরযূ নদীর তীরে রাম কি পৌরিতে একটি মিউজিক্যাল লেজার শো-সহ একটি 3-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো প্রত্যক্ষ করবেন । সন্ধ্যা 6.30 টার দিকে, প্রধানমন্ত্রী সরযূর তীরে একটি "আরতি"ও প্রত্যক্ষ করবেন ৷ এর পরেই দীপোৎসব উদযাপনের (Deepotsav celebrations) সূচনা হবে ৷ একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন: দীপোৎসবে আজ প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায়, জ্বলবে 15 লক্ষ মাটির প্রদীপ

অযোধ্যার বিভাগীয় কমিশনার নভদীপ রিনওয়া বলেন যে, দীপোৎসব উদযাপনের অংশ হিসাবে 22,000-এরও বেশি স্বেচ্ছাসেবক সরযূ নদীর তীরের কাছে রাম কি পাইডিতে 15 লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালাবেন । শহরের গুরুত্বপূর্ণ মোড়েও প্রদীপ জ্বালানো হবে ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ বারের দীপোৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ৷ এই শোভাযাত্রায় মোট 16টি ট্যাবলো থাকছে ৷ তার মধ্যে 11টি ট্যাবলো তৈরি করেছে উত্তরপ্রদেশের তথ্যপ্রযুক্তি বিভাগ ৷ বাকি পাঁচটির দায়িত্বে আছে পর্যটন দফতর ৷ এই ট্যাবলোগুলিতে রামায়ণের নানা ঘটনা তুলে ধরা হবে ৷ পাশাপাশি 2047 সালে অযোধ্য়ার উন্নতি কোথায় পৌঁছবে, তারও একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে খবর ৷ রাম জন্মভূমি মডেল, কাশী করিডর, ভিশন 2047, রামায়ণে বর্ণিত রামের জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে এই ট্য়াবলোগুলির মাধ্যমে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.