দিল্লি, 28 নভেম্বর : কোরোনা টিকার গবেষণা, তৈরি ও উন্নয়ন নিয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন । শুক্রবার ফোনে কথা হয় দুই দেশের রাষ্ট্রনায়কের । কোরোনা পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দু'জনের মধ্য়ে ।
এছাড়া ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা ও উন্নয়নে একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরিস-মোদি । পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রী সম্মত হন যে বাণিজ্য ও বিনিয়োগ, বৈজ্ঞানিক গবেষণা, পেশাদার ও ছাত্রদের গতিশীলতা, প্রতিরক্ষা এবং সুরক্ষার ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে ।
কথোপকথনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত লড়াইয়ে ভারত ও ব্রিটেনের একসঙ্গে চলার উপর বিশেষ জোর দিয়েছেন তাঁরা । পাশাপাশি আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এবং ডিজ়াস্টার রিসাইলেন্ট ইনফ্রাস্টাকচারের মতো প্ল্যাটফর্মে জোট বাঁধার জন্য একে অপরের প্রশংসা করেন ।