দিল্লি, 30 নভেম্বর : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 4 ডিসেম্বর (শুক্রবার) সকালে সেই বৈঠকের নেতৃত্ব দেবেন তিনিই ৷ এনিয়ে দ্বিতীয়বার কোরোনা নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ৷ দেশে মোট 94 লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী উপস্থিত থাকবেন ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সব দলের সংসদীয় নেতাদের এই বৈঠকের জন্য় ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কোরোনার প্রতিষেধক বণ্টন নিয়ে আলোচনা করেন ৷ তারপরই কোরোনার ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার দেশের তিনটি শহরে যান প্রধানমন্ত্রী ।
বর্তমানে বিশ্বে কোরোনা সংক্রমণে অ্যামেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ তবে, মৃত্য়ুর নিরিখে বিশ্বে সবচেয়ে কম সংখ্য়া রয়েছে ভারতের ৷ বর্তমানে প্রায় 88 লাখের বেশি কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৷ মৃত্য়ু হয়েছে 1.3 লাখ রোগীর ৷