নয়াদিল্লি, 19 এপ্রিল : কোভিড পরিস্থিতি সামলাতে অক্লান্ত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী ৷ প্রতিদিন 18 থেকে 19 ঘণ্টা করে কাজ করছেন তিনি ৷ তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার 24 ঘণ্টা কাজ করছে ৷ আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ৷
পীযূষ গয়ালের আজ একটি টেলিফোনিক সাক্ষাৎকার নেয় সংবাদসংস্থা এএনআই ৷ করোনা পরিস্থিতি মোকাবিলা করতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সহ একাধিক বিষয়ে ওই সাক্ষাৎকার নেওয়া হয় ৷ তাতেই প্রধামন্ত্রীর কাজের খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
আরও পড়ুন- ভয়ংকর হচ্ছে করোনা, আজ ফের বৈঠকে মোদি
ওই সাক্ষাৎকারে পীযূষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার সেরে আসার পর থেকেই রোজ 18 থেকে 19 ঘণ্টা করে কাজ করছেন প্রধানমন্ত্রী ৷ মূলত কোভিড পরিস্থিতিতে মোকাবিলার জন্য় রাজ্য়গুলিকে বিভিন্নভাবে সাহায্য় করার জন্য়ই প্রধানমন্ত্রী এতক্ষণ ধরে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে কোনও রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য় করেছেন তিনি ৷
কয়েকদিন আগেই করোনা পরিস্থিতি ও টিকা দেওয়া নিয়ে মন্তব্য় করেছিলেন সনিয়া গান্ধি ও কয়েকজন এনসিপি নেতা ৷ এবিষয়ে তিনি বলেন, ‘‘পুরো বিষয়টিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে ৷ এই সময়ে যা সম্পূর্ণ অনুচিত ৷’’
পীযূষ গয়াল আরও বলেন, "এই পরিস্থিতিকে নিয়ে রাজনৈতিক রং লাগানো একদম উচিত নয় ৷ কোনওরকম বৈষম্য় না করে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে ৷ যখন কোনও রাজনৈতিক নেতারা এবিষয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেন তখন আমার খুব খারাপ লাগে ৷’’