নয়াদিল্লি, 2 এপ্রিল : আজ ফের পেট্রল আর ডিজ়েলের দাম বাড়ল ৷ এ নিয়ে 12 দিনে 10 বারে মোট 7.20 পয়সা/লিটার দাম বৃদ্ধি পেল ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ 22 মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে ৷
2 এপ্রিল, 2022 মেট্রো শহরগুলিতে জ্বালানির মূল্য
দিল্লিতে পেট্রলের দাম : 102.61 টাকা/লিটার (আগে ছিল 101.81 টাকা)
দিল্লিতে ডিজ়েলের দাম : 93.07 টাকা/লিটার (আগে ছিল 93.87 টাকা)
মুম্বইতে পেট্রলের দাম : 108.21 টাকা/লিটার
মুম্বইতে ডিজ়েলের দাম : 108.21 টাকা/লিটার
আরও পড়ুন : Petrol-Diesel Price Hike : আজ প্রায় 1 টাকার কাছাকাছি দাম বাড়ল জ্বালানির, জেনে নিন কোন শহরে কী দাম
-
In Chennai, the petrol & diesel prices per litre at Rs 108.21 and Rs 108.21 (increased by 76 paise) and in Kolkata, the price of petrol is Rs 112.19 (increased by 84 paise) and diesel is Rs 97.02 (increased by 80 paise).
— ANI (@ANI) April 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In Chennai, the petrol & diesel prices per litre at Rs 108.21 and Rs 108.21 (increased by 76 paise) and in Kolkata, the price of petrol is Rs 112.19 (increased by 84 paise) and diesel is Rs 97.02 (increased by 80 paise).
— ANI (@ANI) April 2, 2022In Chennai, the petrol & diesel prices per litre at Rs 108.21 and Rs 108.21 (increased by 76 paise) and in Kolkata, the price of petrol is Rs 112.19 (increased by 84 paise) and diesel is Rs 97.02 (increased by 80 paise).
— ANI (@ANI) April 2, 2022
কলকাতায় পেট্রল : 112.19/লিটার (84 পয়সা বেড়েছে)
ডিজ়েলের দাম : 97.02/লিটার (80 পয়সা বেড়েছে)
চেন্নাইতে পেট্রলের দাম : 108.21 টাকা/লিটার
চেন্নাইতে ডিজ়েলের দাম : 108.21/লিটার
শুক্রবার দেশে বিমানের জ্বালানির মূল্য 2 শতাংশ করে বাড়িয়েছে সরকার ৷ 2022-এ এই নিয়ে 7 বার দাম বাড়ল ৷ এভিয়েশন ট্রাইবুনাল ফুয়েল (Aviation turbine fuel, ATF) 2 হাজার 258 টাকা 58 পয়সা/কিলোলিটার অর্থাৎ 2 শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে ৷ দিল্লিতে এটিএফ-এর দাম দাঁড়িয়েছে 1 লক্ষ 12 হাজার 924 টাকা 83 পয়সা/কিলোলিটার ৷