নয়া দিল্লি, 26 জানুয়ারি: বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য়রাই কৃষক আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন৷ মঙ্গলবার দিল্লির পথে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পরই একথা বলেন ভারতীয় কিষাণ সংগঠনের মুখপাত্র রাকেশ টিকায়েত৷ পাশাপাশি, আন্দোলনকারীদের শৃঙ্খলা মেনে চলারও আবেদন করেন তিনি৷
সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে টিকায়েত বলেন, ‘‘যাঁরা অশান্তি ছড়াচ্ছেন, তাঁদের কাউকেই শনাক্ত করা যায়নি বলে আমরা জানি৷ বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকজন ওখানে এসেছেন৷ তাঁরাই কৃষকদের আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন৷’’
টিকায়েতের দাবি, যাঁরা হিংসা ছড়িয়েছেন, তাঁরা কেউই কৃষক নন৷ টুইটে সংগঠনের সদস্য়দের প্রতি তাঁর বার্তা, তাঁরা সকলেই যেন নির্দিষ্ট রুটেই ট্রাক্টর মিছিল করেন৷
আরও পড়ুন : লাইভ : মৃত কৃষকের দেহ আগলে অবস্থান বিক্ষোভ আইটিও ক্রসিংয়ে
এই প্রসঙ্গে টিকায়েত বলেন, ‘‘কৃষকদের শৃঙ্খলা মেনে নির্দিষ্ট রুটেই ট্রাক্টর মিছিল করা উচিত৷ যদি কেউ পথ ভুলে দিল্লির ভিতর ঢুকে পড়েন, তবে তাঁদের প্রতিবাদস্থলেই ফিরে আসতে হবে৷’’