ETV Bharat / bharat

রাজনীতির লোকেরা কৃষক আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন: টিকায়েত

কৃষক নেতা রাকেশ টিকায়েতের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য়রা কৃষক আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন৷ মঙ্গলবার দিল্লিতে যাঁরা হিংসা ছড়িয়েছেন, তাঁরা কেউই কৃষক নন৷ কৃষকদের সকলকেই শৃঙ্খলা মানার আবেদন করেছেন টিকায়েত৷

https://aninews.in/news/national/general-news/people-from-political-parties-trying-to-malign-farmers-agitation-rakesh-tikait20210126160402/
রাজনীতির লোকেরা কৃষক আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন: টিকায়েত
author img

By

Published : Jan 26, 2021, 7:27 PM IST

নয়া দিল্লি, 26 জানুয়ারি: বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য়রাই কৃষক আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন৷ মঙ্গলবার দিল্লির পথে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পরই একথা বলেন ভারতীয় কিষাণ সংগঠনের মুখপাত্র রাকেশ টিকায়েত৷ পাশাপাশি, আন্দোলনকারীদের শৃঙ্খলা মেনে চলারও আবেদন করেন তিনি৷

সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে টিকায়েত বলেন, ‘‘যাঁরা অশান্তি ছড়াচ্ছেন, তাঁদের কাউকেই শনাক্ত করা যায়নি বলে আমরা জানি৷ বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকজন ওখানে এসেছেন৷ তাঁরাই কৃষকদের আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন৷’’

টিকায়েতের দাবি, যাঁরা হিংসা ছড়িয়েছেন, তাঁরা কেউই কৃষক নন৷ টুইটে সংগঠনের সদস্য়দের প্রতি তাঁর বার্তা, তাঁরা সকলেই যেন নির্দিষ্ট রুটেই ট্রাক্টর মিছিল করেন৷

আরও পড়ুন : লাইভ : মৃত কৃষকের দেহ আগলে অবস্থান বিক্ষোভ আইটিও ক্রসিংয়ে

এই প্রসঙ্গে টিকায়েত বলেন, ‘‘কৃষকদের শৃঙ্খলা মেনে নির্দিষ্ট রুটেই ট্রাক্টর মিছিল করা উচিত৷ যদি কেউ পথ ভুলে দিল্লির ভিতর ঢুকে পড়েন, তবে তাঁদের প্রতিবাদস্থলেই ফিরে আসতে হবে৷’’

নয়া দিল্লি, 26 জানুয়ারি: বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য়রাই কৃষক আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন৷ মঙ্গলবার দিল্লির পথে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পরই একথা বলেন ভারতীয় কিষাণ সংগঠনের মুখপাত্র রাকেশ টিকায়েত৷ পাশাপাশি, আন্দোলনকারীদের শৃঙ্খলা মেনে চলারও আবেদন করেন তিনি৷

সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে টিকায়েত বলেন, ‘‘যাঁরা অশান্তি ছড়াচ্ছেন, তাঁদের কাউকেই শনাক্ত করা যায়নি বলে আমরা জানি৷ বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকজন ওখানে এসেছেন৷ তাঁরাই কৃষকদের আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছেন৷’’

টিকায়েতের দাবি, যাঁরা হিংসা ছড়িয়েছেন, তাঁরা কেউই কৃষক নন৷ টুইটে সংগঠনের সদস্য়দের প্রতি তাঁর বার্তা, তাঁরা সকলেই যেন নির্দিষ্ট রুটেই ট্রাক্টর মিছিল করেন৷

আরও পড়ুন : লাইভ : মৃত কৃষকের দেহ আগলে অবস্থান বিক্ষোভ আইটিও ক্রসিংয়ে

এই প্রসঙ্গে টিকায়েত বলেন, ‘‘কৃষকদের শৃঙ্খলা মেনে নির্দিষ্ট রুটেই ট্রাক্টর মিছিল করা উচিত৷ যদি কেউ পথ ভুলে দিল্লির ভিতর ঢুকে পড়েন, তবে তাঁদের প্রতিবাদস্থলেই ফিরে আসতে হবে৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.