ETV Bharat / bharat

Partition Horrors Remembrance Day শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির

author img

By

Published : Aug 14, 2022, 12:30 PM IST

Updated : Aug 14, 2022, 3:32 PM IST

শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays homage)৷ 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' (Partition Horrors Remembrance Day) উপলক্ষে তিনি ছাড়াও টুইট করেছেন জেপি নাড্ডা, রাজনাথ সিং ৷

Partition Horrors Remembrance Day: PM Modi pays homage to all those who lost their lives
শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির

নয়াদিল্লি, 14 অগস্ট: আজ 14 অগস্ট ৷ এই দিনটি দেশে পালিত হয় 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' (Partition Horrors Remembrance Day) হিসেবে ৷ অর্থাৎ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস ৷ এই বিশেষ দিনে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays homage)৷ দেশভাগের সময় যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান তিনি ৷

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আজ পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে-তে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা দেশভাগের সময় জীবন বলিদান দিয়েছেন ৷ আমাদের ইতিহাসের সেই করুণ সময়ে যাঁরা কষ্ট পেয়েছিলেন, তাঁদের সহনশীলতা এবং সহানুভূতিকে সাধুবাদ জানাই ৷"

  • Today, on #PartitionHorrorsRemembranceDay, I pay homage to all those who lost their lives during Partition , and applaud the resilience as well as grit of all those who suffered during that tragic period of our history.

    — Narendra Modi (@narendramodi) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2021 সালে প্রধানমন্ত্রী (PM Modi) ঘোষণা করেছিলেন যে, প্রতি বছর 14 অগস্ট দিনটি 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' অথবা 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' হিসেবে পালিত হবে ৷ তিনি বলেছিলেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয় ৷ যাঁরা লড়াই চালিয়েছেন, ত্যাগ করেছেন, এমনকী জীবন বলিদান দিয়েছেন, তাঁদের এই দিনে স্মরণ করা হবে ৷

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (J P Nadda) পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন ৷ লিখেছেন, "স্বার্থপরতা ও ব্যক্তিগত স্বার্থের রাজনীতির কারণে কীভাবে দেশভাগ হয়েছিল ও যন্ত্রণা পেতে হয়েছিল, তা আমাদের কখনও ভোলা উচিত না ৷"

  • Today on #PartitionHorrorsRemembranceDay I solemnly remember those who paid an unbearable price during Partition. We must never forget how politics of selfishness & personal interests led to Partition & pain.

    — Jagat Prakash Nadda (@JPNadda) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দিনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও (Rajnath Singh)৷

  • ‘विभाजन विभीषिका स्मृति दिवस’ पर मैं उन सभी लोगों को स्मरण करते हुए अपनी श्रद्धांजलि अर्पित करता हूँ जिन्हें देश के विभाजन के समय अपनी ज़िंदगी गँवानी पड़ी।

    जिन्होंने विभाजन की पीड़ा न भूल पाने के बावजूद एक नई शुरुआत की उन्हें भी नमन है।यह देश विभाजन की विभीषिका कभी नहीं भूलेगा।

    — Rajnath Singh (@rajnathsingh) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' পালনে আজ উত্তরপ্রদেশে মিছিল করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ লখনউতে জিপিও পার্কে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি ৷

নয়াদিল্লি, 14 অগস্ট: আজ 14 অগস্ট ৷ এই দিনটি দেশে পালিত হয় 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' (Partition Horrors Remembrance Day) হিসেবে ৷ অর্থাৎ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস ৷ এই বিশেষ দিনে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays homage)৷ দেশভাগের সময় যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান তিনি ৷

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আজ পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে-তে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা দেশভাগের সময় জীবন বলিদান দিয়েছেন ৷ আমাদের ইতিহাসের সেই করুণ সময়ে যাঁরা কষ্ট পেয়েছিলেন, তাঁদের সহনশীলতা এবং সহানুভূতিকে সাধুবাদ জানাই ৷"

  • Today, on #PartitionHorrorsRemembranceDay, I pay homage to all those who lost their lives during Partition , and applaud the resilience as well as grit of all those who suffered during that tragic period of our history.

    — Narendra Modi (@narendramodi) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2021 সালে প্রধানমন্ত্রী (PM Modi) ঘোষণা করেছিলেন যে, প্রতি বছর 14 অগস্ট দিনটি 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' অথবা 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' হিসেবে পালিত হবে ৷ তিনি বলেছিলেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয় ৷ যাঁরা লড়াই চালিয়েছেন, ত্যাগ করেছেন, এমনকী জীবন বলিদান দিয়েছেন, তাঁদের এই দিনে স্মরণ করা হবে ৷

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (J P Nadda) পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন ৷ লিখেছেন, "স্বার্থপরতা ও ব্যক্তিগত স্বার্থের রাজনীতির কারণে কীভাবে দেশভাগ হয়েছিল ও যন্ত্রণা পেতে হয়েছিল, তা আমাদের কখনও ভোলা উচিত না ৷"

  • Today on #PartitionHorrorsRemembranceDay I solemnly remember those who paid an unbearable price during Partition. We must never forget how politics of selfishness & personal interests led to Partition & pain.

    — Jagat Prakash Nadda (@JPNadda) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দিনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও (Rajnath Singh)৷

  • ‘विभाजन विभीषिका स्मृति दिवस’ पर मैं उन सभी लोगों को स्मरण करते हुए अपनी श्रद्धांजलि अर्पित करता हूँ जिन्हें देश के विभाजन के समय अपनी ज़िंदगी गँवानी पड़ी।

    जिन्होंने विभाजन की पीड़ा न भूल पाने के बावजूद एक नई शुरुआत की उन्हें भी नमन है।यह देश विभाजन की विभीषिका कभी नहीं भूलेगा।

    — Rajnath Singh (@rajnathsingh) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' পালনে আজ উত্তরপ্রদেশে মিছিল করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ লখনউতে জিপিও পার্কে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি ৷

Last Updated : Aug 14, 2022, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.