ETV Bharat / bharat

পুঞ্চ ও কাঠুয়ায় গোলাগুলি বর্ষণ পাকিস্তানের - কাঠুয়া

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়ায় গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান ৷ জাবাব দেয় BSF ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 7, 2020, 1:07 PM IST

পুঞ্চ, 7 নভেম্বর : আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়ায় লাইন অফ কন্ট্রোল (LOC) ও আন্তর্জাতিক সীমান্ত (IB) বরাবর গোলাবর্ষণ করে তারা ৷

সরকারি সূত্রে খবর, আজ রাত আড়াইটে নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে LOC বরাবর মর্টার শেল ছোড়ে তারা ৷ পাশাপাশি হিরানগর সেক্টরে IB বরাবর গুলি চালায় ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ ভোর চারটে নাগাদ দু'পক্ষের মধ্যে গোলাবর্ষণ বন্ধ হয়ে যায় ৷

অন্যদিকে, গতকাল 10টা নাগাদ পাকিস্তানি সেনা কারোল-কৃষ্ণ, সাতপাল, গুড়নাম সীমান্ত ফাঁড়িতে গুলি চালানো শুরু করে ৷ জবাব দেয় BSF ৷

BSF এর তরফে জানানো হয়েছে , দু'পক্ষের মধ্যে ভোর 5টা অবধি সেই লড়াই জারি ছিল ৷ তবে এই সংঘর্ষে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে ৷

আরও পড়ুন :বারামুলায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তান সেনার

এর আগে, বারামুলা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছুড়তে থাকে পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । তখন শোপিয়ানের সুগান জাইনাপরা গ্রামে 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায় । সেখানে অভিযান চালায় সেনা । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা । জবাব দেন জওয়ানরাও ।

পুঞ্চ, 7 নভেম্বর : আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়ায় লাইন অফ কন্ট্রোল (LOC) ও আন্তর্জাতিক সীমান্ত (IB) বরাবর গোলাবর্ষণ করে তারা ৷

সরকারি সূত্রে খবর, আজ রাত আড়াইটে নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে LOC বরাবর মর্টার শেল ছোড়ে তারা ৷ পাশাপাশি হিরানগর সেক্টরে IB বরাবর গুলি চালায় ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ ভোর চারটে নাগাদ দু'পক্ষের মধ্যে গোলাবর্ষণ বন্ধ হয়ে যায় ৷

অন্যদিকে, গতকাল 10টা নাগাদ পাকিস্তানি সেনা কারোল-কৃষ্ণ, সাতপাল, গুড়নাম সীমান্ত ফাঁড়িতে গুলি চালানো শুরু করে ৷ জবাব দেয় BSF ৷

BSF এর তরফে জানানো হয়েছে , দু'পক্ষের মধ্যে ভোর 5টা অবধি সেই লড়াই জারি ছিল ৷ তবে এই সংঘর্ষে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে ৷

আরও পড়ুন :বারামুলায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তান সেনার

এর আগে, বারামুলা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছুড়তে থাকে পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । তখন শোপিয়ানের সুগান জাইনাপরা গ্রামে 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায় । সেখানে অভিযান চালায় সেনা । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা । জবাব দেন জওয়ানরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.