ETV Bharat / bharat

Pak PM Shehbaz Sharif : প্রথম ভাষণেই কাশ্মীর প্রসঙ্গ, মোদিকে উপত্যকা নিয়ে বার্তা শেহবাজ় শরিফের - কাশ্মীরে 370 ধারা বিলোপ

নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি প্রথম শুভেচ্ছা জানান শেহবাজ় শরিফকে ৷ কিন্তু পাক মসনদে বসে দু'দেশের সম্পর্ক নিয়ে কী বললেন নওয়াজ়-ভাই (Pak PM Shehbaz Sharif) ?

PM Shehbaz Sharif against Article 370 Abrogation in Kashmir
ভারত বনাম পাকিস্তান নতুন পর্ব
author img

By

Published : Apr 12, 2022, 8:10 AM IST

নয়াদিল্লি, 12 এপ্রিল : পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েই ভারত ও কাশ্মীর প্রসঙ্গে উত্থাপন করলেন শেহবাজ় শরিফ ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর শেহবাজ় তাঁর প্রথম বক্তৃতায় কাশ্মীরে 370 ধারা বিলোপের প্রসঙ্গ তুললেন ৷ বললেন, তাঁর সরকার ভারতের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখতে চায় ৷ একইসঙ্গে তিনি এটাও বলেন, কাশ্মীর সমস্যার সমাধান না হলে দুটি দেশের মধ্যে দীর্ঘকালীন শান্তি বজায় রাখা সম্ভব নয় ৷

সোমবার পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবারই অনাস্থা ভোটে হেরে গিয়েছে ইমরান খানের পিটিআই সরকার ৷ সোমবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পিটিআই শাহ মাহমুদ কুরেশির নাম মনোনীত করলেও পরে দলের সদস্যরা অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান ৷ তাই 11 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নওয়াজ় শরিফের ভাই ৷ আর তাঁকে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার কথা মনে করিয়ে টুইট করতে দেরি করেননি প্রতিবেশী দেশের মোদি সরকার ৷

ভারতের প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ ই মিঞাঁ মুহম্মদ শেহবাজ় শরিফ ৷ তাঁকে শুভেচ্ছা জানাই ৷" এর সঙ্গে তিনি দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে লেখেন, "ভারত শান্তি চায়, স্থিতিশীল অবস্থা চায় ৷ যেখানে জঙ্গি কার্যকলাপ থাকবে না ৷ এতে আমরা উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলির দিকে লক্ষ্য রাখতে পারব ৷ আমাদের দেশবাসীর ভাল থাকা এবং উন্নতি নিশ্চিত করতে পারব ৷"

আরও পড়ুন : New Pak PM : পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, অভিনন্দন মোদির

ভারত নিয়ে কী বললেন নতুন প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ ?

প্রধানমন্ত্রী হওয়ার পর শেহবাজ় তাঁর প্রথম বক্তৃতায় কাশ্মীরে 370 ধারা বিলোপের প্রসঙ্গ তুলে আক্ষেপ করলেন, "কাশ্মীর সমস্যার সমাধান না হলে দু'টি দেশের সম্পর্ক শক্তিশালী হবে না ৷" তিনি অভিযোগ করেন উপত্যকার মানুষেরা রক্তাক্ত এবং পাকিস্তান তাদের নৈতিক ও কূটনৈতিক সমর্থন জানাবে ৷ মোদির কাছে তাঁর আর্জি, দু'দেশে বসবাসকরী মানুষের কথা বুঝুন ভারতের প্রধানমন্ত্রী (Pak PM Sharif raised abrogation of Article 370 in Kashmir) ৷ দু'দিকেই দারিদ্র্যতা, বেকারত্ব, স্বাস্থ্য নিয়ে নানাবিধি ইস্যু এবং আরও অনেক কিছু রয়েছে ৷ তাহলে "আমরা আমাদের ক্ষতি এবং পরবর্তী প্রজন্মের ক্ষতি কেন করছি ?" কাশ্মীরিদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া উচিত, মোদি সরকারকে জানিয়েছেন শেহবাজ় ৷ পাকিস্তান সরকার কাশ্মীরে বসবাসকারী মানুষের জন্যই আওয়াজ ওঠাবে, প্রধানমন্ত্রিত্বের প্রথমেই সাফ জবাব শরিফের ৷

নয়াদিল্লি, 12 এপ্রিল : পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েই ভারত ও কাশ্মীর প্রসঙ্গে উত্থাপন করলেন শেহবাজ় শরিফ ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর শেহবাজ় তাঁর প্রথম বক্তৃতায় কাশ্মীরে 370 ধারা বিলোপের প্রসঙ্গ তুললেন ৷ বললেন, তাঁর সরকার ভারতের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখতে চায় ৷ একইসঙ্গে তিনি এটাও বলেন, কাশ্মীর সমস্যার সমাধান না হলে দুটি দেশের মধ্যে দীর্ঘকালীন শান্তি বজায় রাখা সম্ভব নয় ৷

সোমবার পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবারই অনাস্থা ভোটে হেরে গিয়েছে ইমরান খানের পিটিআই সরকার ৷ সোমবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পিটিআই শাহ মাহমুদ কুরেশির নাম মনোনীত করলেও পরে দলের সদস্যরা অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান ৷ তাই 11 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নওয়াজ় শরিফের ভাই ৷ আর তাঁকে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার কথা মনে করিয়ে টুইট করতে দেরি করেননি প্রতিবেশী দেশের মোদি সরকার ৷

ভারতের প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ ই মিঞাঁ মুহম্মদ শেহবাজ় শরিফ ৷ তাঁকে শুভেচ্ছা জানাই ৷" এর সঙ্গে তিনি দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে লেখেন, "ভারত শান্তি চায়, স্থিতিশীল অবস্থা চায় ৷ যেখানে জঙ্গি কার্যকলাপ থাকবে না ৷ এতে আমরা উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলির দিকে লক্ষ্য রাখতে পারব ৷ আমাদের দেশবাসীর ভাল থাকা এবং উন্নতি নিশ্চিত করতে পারব ৷"

আরও পড়ুন : New Pak PM : পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, অভিনন্দন মোদির

ভারত নিয়ে কী বললেন নতুন প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ ?

প্রধানমন্ত্রী হওয়ার পর শেহবাজ় তাঁর প্রথম বক্তৃতায় কাশ্মীরে 370 ধারা বিলোপের প্রসঙ্গ তুলে আক্ষেপ করলেন, "কাশ্মীর সমস্যার সমাধান না হলে দু'টি দেশের সম্পর্ক শক্তিশালী হবে না ৷" তিনি অভিযোগ করেন উপত্যকার মানুষেরা রক্তাক্ত এবং পাকিস্তান তাদের নৈতিক ও কূটনৈতিক সমর্থন জানাবে ৷ মোদির কাছে তাঁর আর্জি, দু'দেশে বসবাসকরী মানুষের কথা বুঝুন ভারতের প্রধানমন্ত্রী (Pak PM Sharif raised abrogation of Article 370 in Kashmir) ৷ দু'দিকেই দারিদ্র্যতা, বেকারত্ব, স্বাস্থ্য নিয়ে নানাবিধি ইস্যু এবং আরও অনেক কিছু রয়েছে ৷ তাহলে "আমরা আমাদের ক্ষতি এবং পরবর্তী প্রজন্মের ক্ষতি কেন করছি ?" কাশ্মীরিদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া উচিত, মোদি সরকারকে জানিয়েছেন শেহবাজ় ৷ পাকিস্তান সরকার কাশ্মীরে বসবাসকারী মানুষের জন্যই আওয়াজ ওঠাবে, প্রধানমন্ত্রিত্বের প্রথমেই সাফ জবাব শরিফের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.