ETV Bharat / bharat

করোনা টেস্টের ভয়ে শিলচর বিমানবন্দর থেকে পালালেন 300 যাত্রী

অসম সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দেশের যে কোনও প্রান্ত থেকে অসমে এলেই করোনা টেস্ট বাধ্য়তামূলক ৷ এবং বিমানবন্দরে 500 টাকার বিনিময়ে সেই টেস্ট করা হচ্ছিল ৷ কিন্তু আজ সেই টেস্টিং কাউন্টারের সামনে থেকে পালিয়ে যান 300 জন যাত্রী ৷

covid
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 22, 2021, 6:56 PM IST

শিলচর, 22 এপ্রিল : করোনা টেস্টের ভয়ে পালিয়ে গেলেন 300 জন যাত্রী ৷ ঘটনাটি অসমের শিলচর বিমানবন্দরে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন ৷

অসম সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দেশের যে কোনও প্রান্ত থেকে অসমে এলেই করোনা টেস্ট বাধ্য়তামূলক ৷ এবং বিমানবন্দরে 500 টাকার বিনিময়ে সেই টেস্ট করা হচ্ছিল ৷ কিন্তু আজ সেই টেস্টিং কাউন্টারের সামনে থেকে পালিয়ে যায় 300 জন যাত্রী ৷

শিলচরের কাছাড় জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার সুমিত সাত্তাওয়ান জানিয়েছেন, 690 জন যাত্রী আজ বিমান থেকে নামেন ৷ এবং তাঁদের টেস্টিং সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ এরপর কয়েকজন যাত্রী 500 টাকার বিনিময়ে টেস্ট করা নিয়ে অশান্তি শুরু করেন ৷ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ তারপর সেখান থেকে প্রায় 300 জন যাত্রী টেস্ট না করিয়েই পালিয়ে যান ৷

আরও পড়ুন- 5 মে থেকে রাজ্যে বিনামূল্যে টিকাকরণ, ঘোষণা মমতার

এই খবর সংগ্রহ করা পর্যন্ত 189 জন যাত্রীর করোনা টেস্ট করা হয়েছিল এবং তার মধ্য়ে 6 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে ৷

সুমিত সাত্তাওয়ান আরও জানিয়েছেন, যাঁরা পালিয়ে গিয়েছেন তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় ব্য়বস্থা নেওয়া হবে ৷ বিমানে আসা সমস্ত যাত্রীর যাবতীয় তথ্য় তাঁদের কাছে রয়েছে ৷ সুতরাং তাঁদের অনায়াসে ধরা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি ৷

কোভিড নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে অসম সরকার ৷ বাইরে থেকে আসা সমস্ত যাত্রীদের টেস্ট করা ছাড়াও সবাইকে 7 দিনের হোম কোয়ারিন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

শিলচর, 22 এপ্রিল : করোনা টেস্টের ভয়ে পালিয়ে গেলেন 300 জন যাত্রী ৷ ঘটনাটি অসমের শিলচর বিমানবন্দরে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন ৷

অসম সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দেশের যে কোনও প্রান্ত থেকে অসমে এলেই করোনা টেস্ট বাধ্য়তামূলক ৷ এবং বিমানবন্দরে 500 টাকার বিনিময়ে সেই টেস্ট করা হচ্ছিল ৷ কিন্তু আজ সেই টেস্টিং কাউন্টারের সামনে থেকে পালিয়ে যায় 300 জন যাত্রী ৷

শিলচরের কাছাড় জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার সুমিত সাত্তাওয়ান জানিয়েছেন, 690 জন যাত্রী আজ বিমান থেকে নামেন ৷ এবং তাঁদের টেস্টিং সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ এরপর কয়েকজন যাত্রী 500 টাকার বিনিময়ে টেস্ট করা নিয়ে অশান্তি শুরু করেন ৷ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ তারপর সেখান থেকে প্রায় 300 জন যাত্রী টেস্ট না করিয়েই পালিয়ে যান ৷

আরও পড়ুন- 5 মে থেকে রাজ্যে বিনামূল্যে টিকাকরণ, ঘোষণা মমতার

এই খবর সংগ্রহ করা পর্যন্ত 189 জন যাত্রীর করোনা টেস্ট করা হয়েছিল এবং তার মধ্য়ে 6 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে ৷

সুমিত সাত্তাওয়ান আরও জানিয়েছেন, যাঁরা পালিয়ে গিয়েছেন তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় ব্য়বস্থা নেওয়া হবে ৷ বিমানে আসা সমস্ত যাত্রীর যাবতীয় তথ্য় তাঁদের কাছে রয়েছে ৷ সুতরাং তাঁদের অনায়াসে ধরা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি ৷

কোভিড নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে অসম সরকার ৷ বাইরে থেকে আসা সমস্ত যাত্রীদের টেস্ট করা ছাড়াও সবাইকে 7 দিনের হোম কোয়ারিন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.