ETV Bharat / bharat

PM on New Parliament Building: নয়া সংসদ ভবন আমাদের হৃদয়কে গর্ব-আশা-প্রতিশ্রুতিতে ভরিয়ে দিয়েছে: মোদি - মোদির টুইট

নতুন সংসদ ভবন আমাদের হৃদয়কে গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে ভরিয়ে দিয়েছে ৷ রবিবার নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর এমনই অনুভূতির কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi on New Parliament Building
PM Modi on New Parliament Building
author img

By

Published : May 28, 2023, 11:00 AM IST

Updated : May 28, 2023, 12:01 PM IST

নয়াদিল্লি, 28 মে: নয়া সংসদ ভবন জাতিকে অগ্রগতির নয়া উচ্চতায় পৌঁছে দিক ৷ এটাই প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করার পর এই নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ৷

টুইট করে নতুন সংসদ ভবন উদ্বোধনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "ভারতের সংসদের নতুন ভবন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় ও মন গর্ব, আশা এবং প্রতিশ্রুতিতে ভরে গিয়েছে । এই আইকনিক বিল্ডিংটি স্বপ্নগুলিকে আলোকিত করে এবং সেগুলিকে বাস্তবে লালন করে ক্ষমতায়নের আধার হয়ে উঠুক । এটি আমাদের মহান জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাক ।"

  • As the new building of India’s Parliament is inaugurated, our hearts and minds are filled with pride, hope and promise. May this iconic building be a cradle of empowerment, igniting dreams and nurturing them into reality. May it propel our great nation to new heights of progress. pic.twitter.com/zzGuRoHrUS

    — Narendra Modi (@narendramodi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন নতুন সংসদ ভবন উদ্বোধনের ছবি টুইট করে হিন্দিতেও একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লেখেন, "আজ আমাদের সব দেশবাসীর জন্য একটি অবিস্মরণীয় দিন । সংসদের নতুন ভবন আমাদের সবাইকে গর্ব আশায় ভরিয়ে তুলতে চলেছে । আমার পূর্ণ বিশ্বাস, এই ঐশ্বরিক ও বিশাল ভবন জনগণের ক্ষমতায়নের পাশাপাশি জাতির সমৃদ্ধি ও শক্তিকে নতুন গতি ও শক্তি দেবে ।"

নানা বিতর্কের মধ্যেই রবিবার সকালে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের ৷ পুজো সেরে সেঙ্গল নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভবনের উদ্বোধন করে এটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী । দুপুরে হবে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান ৷

  • आज का दिन हम सभी देशवासियों के लिए अविस्मरणीय है। संसद का नया भवन हम सभी को गर्व और उम्मीदों से भर देने वाला है। मुझे पूर्ण विश्वास है कि यह दिव्य और भव्य इमारत जन-जन के सशक्तिकरण के साथ ही, राष्ट्र की समृद्धि और सामर्थ्य को नई गति और शक्ति प्रदान करेगी। pic.twitter.com/aOReN4JiF4

    — Narendra Modi (@narendramodi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর তামিলনাড়ুর আধিনাম সন্ন্যাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল তুলে দেন ৷ এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে দু'টি পর্যায়ে ৷ প্রায় 20টি বিরোধী দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ৷ তবে ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি-সহ 25টি দল এই অনুষ্ঠানে থাকার কথা জানিয়েছিল ৷

আজ সকাল সওয়া সাতটায় নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ৷ ধুতি-পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে নয়া সংসদ ভবনের 1 নং গেট দিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তাঁর সঙ্গে ছিলেন না রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কোনও মন্ত্রী, নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ তাঁকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

আরও পড়ুন: নিজেদের কণ্ঠস্বরে নয়া সংসদ ভবনের অপূর্ব বর্ণনা শাহরুখ-অক্ষয়-অনুপমের, আপ্লুত মোদি

নয়াদিল্লি, 28 মে: নয়া সংসদ ভবন জাতিকে অগ্রগতির নয়া উচ্চতায় পৌঁছে দিক ৷ এটাই প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করার পর এই নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ৷

টুইট করে নতুন সংসদ ভবন উদ্বোধনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "ভারতের সংসদের নতুন ভবন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় ও মন গর্ব, আশা এবং প্রতিশ্রুতিতে ভরে গিয়েছে । এই আইকনিক বিল্ডিংটি স্বপ্নগুলিকে আলোকিত করে এবং সেগুলিকে বাস্তবে লালন করে ক্ষমতায়নের আধার হয়ে উঠুক । এটি আমাদের মহান জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাক ।"

  • As the new building of India’s Parliament is inaugurated, our hearts and minds are filled with pride, hope and promise. May this iconic building be a cradle of empowerment, igniting dreams and nurturing them into reality. May it propel our great nation to new heights of progress. pic.twitter.com/zzGuRoHrUS

    — Narendra Modi (@narendramodi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন নতুন সংসদ ভবন উদ্বোধনের ছবি টুইট করে হিন্দিতেও একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লেখেন, "আজ আমাদের সব দেশবাসীর জন্য একটি অবিস্মরণীয় দিন । সংসদের নতুন ভবন আমাদের সবাইকে গর্ব আশায় ভরিয়ে তুলতে চলেছে । আমার পূর্ণ বিশ্বাস, এই ঐশ্বরিক ও বিশাল ভবন জনগণের ক্ষমতায়নের পাশাপাশি জাতির সমৃদ্ধি ও শক্তিকে নতুন গতি ও শক্তি দেবে ।"

নানা বিতর্কের মধ্যেই রবিবার সকালে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের ৷ পুজো সেরে সেঙ্গল নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভবনের উদ্বোধন করে এটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী । দুপুরে হবে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান ৷

  • आज का दिन हम सभी देशवासियों के लिए अविस्मरणीय है। संसद का नया भवन हम सभी को गर्व और उम्मीदों से भर देने वाला है। मुझे पूर्ण विश्वास है कि यह दिव्य और भव्य इमारत जन-जन के सशक्तिकरण के साथ ही, राष्ट्र की समृद्धि और सामर्थ्य को नई गति और शक्ति प्रदान करेगी। pic.twitter.com/aOReN4JiF4

    — Narendra Modi (@narendramodi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর তামিলনাড়ুর আধিনাম সন্ন্যাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল তুলে দেন ৷ এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে দু'টি পর্যায়ে ৷ প্রায় 20টি বিরোধী দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ৷ তবে ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি-সহ 25টি দল এই অনুষ্ঠানে থাকার কথা জানিয়েছিল ৷

আজ সকাল সওয়া সাতটায় নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ৷ ধুতি-পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে নয়া সংসদ ভবনের 1 নং গেট দিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তাঁর সঙ্গে ছিলেন না রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কোনও মন্ত্রী, নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ তাঁকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

আরও পড়ুন: নিজেদের কণ্ঠস্বরে নয়া সংসদ ভবনের অপূর্ব বর্ণনা শাহরুখ-অক্ষয়-অনুপমের, আপ্লুত মোদি

Last Updated : May 28, 2023, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.