ETV Bharat / bharat

Biden writes letters to Modi and Murmu স্বাধীনতা দিবসে মোদি ও মুর্মুকে চিঠি বাইডেনের - জো বাইডেন

76তম স্বাধীনতা দিবসে (76th Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden writes letters to Modi and Murmu)৷

On 76th Independence Day, Biden writes letters to PM Modi, President Murmu
স্বাধীনতা দিবসে মোদি-মুর্মুকে চিঠি বাইডেনের
author img

By

Published : Aug 16, 2022, 10:41 AM IST

ওয়াশিংটন, 16 অগস্ট: ভারতের স্বাধীনতা দিবসে (76th Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আলাদা আলাদা করে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden writes letters to Modi and Murmu)৷ আমেরিকার প্রশাসনের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷

মার্কিন স্টেট ফর ম্যানেজমেন্টের ডেপুটি সেক্রেটারি ব্রায়ান পি ম্যাকেয়ন নিজে গিয়ে আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধুর হাতে বাইডেনের চিঠি দুটি তুলে দিয়েছেন ৷ সোমবার আমেরিকার ইন্ডিয়া হাউসে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ম্যাকেয়ন (Biden writes letters to PM Modi President Murmu)৷

আরও পড়ুন: পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতার সূর্যোদয় দেখা কলকাতার এই দোকানগুলি যেন ঐতিহাসিক দলিল

মার্কিন আধিকারিক জানিয়েছেন, "রাষ্ট্রপতি (বাইডেন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি মুর্মুর জন্য যে চিঠি দুটি পাঠিয়েছিলেন, আমি সেখানে গিয়ে রাষ্ট্রদূতের হাতে তা দিয়েছি ৷" মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কয়েকটি পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি ৷

ম্যাকেয়ন আরও বলেছেন, 1947 সাল থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ৷ রাষ্ট্রপতি ট্রুম্যান প্রধানমন্ত্রী নেহরুকে বলেছিলেন যে, এই নতুন মহান দেশের জনগণ সবসময় আমেরিকাকে তাদের বন্ধু হিসেবে পাবে ৷ ভবিষ্যতে ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলেও আশাপ্রকাশ করেন ম্যাকেয়ন ৷

ওয়াশিংটন, 16 অগস্ট: ভারতের স্বাধীনতা দিবসে (76th Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আলাদা আলাদা করে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden writes letters to Modi and Murmu)৷ আমেরিকার প্রশাসনের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷

মার্কিন স্টেট ফর ম্যানেজমেন্টের ডেপুটি সেক্রেটারি ব্রায়ান পি ম্যাকেয়ন নিজে গিয়ে আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধুর হাতে বাইডেনের চিঠি দুটি তুলে দিয়েছেন ৷ সোমবার আমেরিকার ইন্ডিয়া হাউসে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ম্যাকেয়ন (Biden writes letters to PM Modi President Murmu)৷

আরও পড়ুন: পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতার সূর্যোদয় দেখা কলকাতার এই দোকানগুলি যেন ঐতিহাসিক দলিল

মার্কিন আধিকারিক জানিয়েছেন, "রাষ্ট্রপতি (বাইডেন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি মুর্মুর জন্য যে চিঠি দুটি পাঠিয়েছিলেন, আমি সেখানে গিয়ে রাষ্ট্রদূতের হাতে তা দিয়েছি ৷" মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কয়েকটি পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি ৷

ম্যাকেয়ন আরও বলেছেন, 1947 সাল থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ৷ রাষ্ট্রপতি ট্রুম্যান প্রধানমন্ত্রী নেহরুকে বলেছিলেন যে, এই নতুন মহান দেশের জনগণ সবসময় আমেরিকাকে তাদের বন্ধু হিসেবে পাবে ৷ ভবিষ্যতে ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলেও আশাপ্রকাশ করেন ম্যাকেয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.