ETV Bharat / bharat

রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে সময় নয় এখন, আলাপন-বিতর্কে টুইট কেজরিওয়ালের - অরবিন্দ কেজরিওয়াল

এদিন কেজরিওয়াল টুইট করে বলেন, "এটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয় ৷ একজোটে করোনা অতিমারির সঙ্গে লড়াই করার সময় এটা ৷" সেই সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলি করা নিয়ে একটি খবরের উল্লেখও করেন তিনি ৷

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : May 31, 2021, 1:45 PM IST

নয়া দিল্লি, 31 মে : এটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয় ৷ একজোটে করোনা অতিমারির সঙ্গে লড়াই করার সময় এটা ৷ সোমবার এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলির নির্দেশ ঘিরে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কেজরিওয়াল এমন মন্তব্য করেন ৷

এদিন কেজরি টুইট করে বলেন, "এটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয় ৷ একজোটে করোনা অতিমারির সঙ্গে লড়াই করার সময় এটা ৷" সেই সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলি করা নিয়ে একটি খবরের উল্লেখও করেন তিনি ৷

টুইটে তিনি আরও বলেন, এখন রাজ্য সরকারকে ভ্যাকসিন এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করার সময় ৷ রাজনীতি করার জন্য সারা জীবন পড়ে আছে ৷

  • ये समय राज्य सरकारों से लड़ने का नहीं है, सबके साथ मिलकर करोना से लड़ने का है। ये समय राज्य सरकारों की मदद करने का है, उन्हें वैक्सीन उपलब्ध करवाने का है, सभी राज्य सरकारों को साथ लेकर एक होकर टीम इंडिया बनकर काम करने का है। लड़ाई झगड़े और राजनीति करने को पूरी ज़िंदगी पड़ी है pic.twitter.com/qwUVjcLA3i

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার রাতে হঠাৎ করেই কেন্দ্রের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলির নোটিশ পাঠানো হয় ৷ যাতে এও উল্লেখ্য ছিল মুখ্য সচিবকে যেন অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷

আরও পড়ুন : গেলেন না দিল্লি, নবান্নে মুখ্যসচিব

আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 1987-র ব্যাচের আইএএস অফিসার ৷ 31মে 2021 এ 60 বছর বয়সে তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৷ তবে, কোভিড মোকাবিলা কাজ পরিচালনা করার জন্য কেন্দ্র তাঁর কর্মজীবনের মেয়াদ তিনমাস বাড়ানোর আবেদন মঞ্জুর করেছে ৷

নয়া দিল্লি, 31 মে : এটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয় ৷ একজোটে করোনা অতিমারির সঙ্গে লড়াই করার সময় এটা ৷ সোমবার এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলির নির্দেশ ঘিরে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কেজরিওয়াল এমন মন্তব্য করেন ৷

এদিন কেজরি টুইট করে বলেন, "এটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয় ৷ একজোটে করোনা অতিমারির সঙ্গে লড়াই করার সময় এটা ৷" সেই সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলি করা নিয়ে একটি খবরের উল্লেখও করেন তিনি ৷

টুইটে তিনি আরও বলেন, এখন রাজ্য সরকারকে ভ্যাকসিন এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করার সময় ৷ রাজনীতি করার জন্য সারা জীবন পড়ে আছে ৷

  • ये समय राज्य सरकारों से लड़ने का नहीं है, सबके साथ मिलकर करोना से लड़ने का है। ये समय राज्य सरकारों की मदद करने का है, उन्हें वैक्सीन उपलब्ध करवाने का है, सभी राज्य सरकारों को साथ लेकर एक होकर टीम इंडिया बनकर काम करने का है। लड़ाई झगड़े और राजनीति करने को पूरी ज़िंदगी पड़ी है pic.twitter.com/qwUVjcLA3i

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার রাতে হঠাৎ করেই কেন্দ্রের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলির নোটিশ পাঠানো হয় ৷ যাতে এও উল্লেখ্য ছিল মুখ্য সচিবকে যেন অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷

আরও পড়ুন : গেলেন না দিল্লি, নবান্নে মুখ্যসচিব

আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 1987-র ব্যাচের আইএএস অফিসার ৷ 31মে 2021 এ 60 বছর বয়সে তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৷ তবে, কোভিড মোকাবিলা কাজ পরিচালনা করার জন্য কেন্দ্র তাঁর কর্মজীবনের মেয়াদ তিনমাস বাড়ানোর আবেদন মঞ্জুর করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.