ইন্দোর, 20 এপ্রিল : করোনা পরিস্থিতি বাড়ার জন্য় চলতি মাসের 30 তারিখ পর্যন্ত কোনও বিয়ের অনুমতি দেওয়া হবে না ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে ইন্দোর জেলা প্রশাসন ৷
সেখানকার জেলাশাসক মণীশ সিং জানিয়েছেন, ইন্দোরে কোনও বিয়ের অনুমতি দেওয়া হবে না ৷ কারণ তাতে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায় ৷ সেকারণে ইন্দোরের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে তাঁরা যদি এখন বিয়ের পরিকল্পনা করে থাকেন তাহলে তা কিছুদিনের জন্য় স্থগিত রাখার জন্য ৷ এবং তাঁদের বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে ৷" এতে করোনা সংক্রমণের হার অনেকটা কম হবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন- আজ থেকে নাইট কার্ফু তেলাঙ্গানায়
তিনি আরও বলেন তাঁর কাছে রেমডিসেভির ইনজেকশনের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ পুরো বিষয়টি প্রশাসন নজরে রেখেছে বলে জানিয়েছেন তিনি ৷
এবিষয়ে তিনি বলেন , "কালোবাজারির অভিযোগে ইতিমধ্য়ে 2 জনকে আটক করা হয়েছে ৷ এর পাশাপাশি ঘটনার তদন্ত হচ্ছে ৷ যাঁরা যুক্ত থাকবেন তাঁদের প্রত্য়েককেই ধরা হবে ৷ "
এদিকে মধ্য়প্রদেশেও করোনা পরিস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় বেড, মেডিক্য়ল অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ৷ সেই সমস্য়া মেটাতে ইতিমধ্য়ে সেখানকার প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷