ETV Bharat / bharat

দেশজুড়ে ধর্মান্তকরণ বিরোধী আইন আনার পরিকল্পনা নেই: কেন্দ্র - ধর্মান্তকরণ বিরোধী আইন আনার পরিকল্পনা নেই

গতকাল সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অন্য ধর্মে বিয়ে বা ধর্মান্তকরণ বিরোধী কোনও আইন চালু করতে চায় না তারা ৷ এটি সম্পূর্ণ রাজ্যের বিষয় বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি ।

No Nationwide Anti-Conversion Law Planned
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 3, 2021, 7:42 AM IST

Updated : Feb 3, 2021, 10:10 AM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি : দেশজুড়ে ধর্মান্তকরণ বিরোধী আইন ও ভিন্ন ধর্মে বিয়ে করার ক্ষেত্রে আঁটোসাঁটো আইন আনতে পারে কেন্দ্র, এমনটাই জল্পনা ছিল । বিশেষ করে বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এমন আইন চালু হওয়ায় জল্পনা বাড়ছিল । যদিও এখনই এরকম কোনও আইন চালু করার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিল কেন্দ্র । গতকাল সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও আইন তারা চালু করতে চায় না ।

গতকাল সংসদে পাঁচ কংগ্রেস সাংসদ প্রশ্ন করেছিলেন, সরকার কি বিশ্বাস করে যে, ভিন্ন ধর্মে বিয়ের ক্ষেত্রে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে ? তা রোধ করার জন্য কেন্দ্র কোনও আইন আনছে কি ? সেই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি বলেন, ভারতের সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী, আইনশৃঙ্খলা ও পুলিশ রাজ্যের বিষয় । সুতরাং, ধর্মীয় রূপান্তর সম্পর্কিত অপরাধ, তদন্ত এবং মামলা দায়ের করা মূলত রাজ্য সরকারের বিষয় । এছাড়া, এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে আইন সংক্রান্ত সংস্থাগুলি ।

এর আগে বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এই ধরনের আইন এনেছে । এমনকী, হরিয়ানা, অসম, কর্নাটক এইধরনের আইন আনতে পারে বলে শোনা যাচ্ছে । উত্তরপ্রদেশে একটি হিন্দু মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য 18 বছরের এক মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছিল । এক মাসের বেশি সময় তাকে জেলে রাখা হয়েছিল । এরপর থেকেই কেন্দ্রের তরফে ধর্মান্তকরণ বিরোধী আইন আনা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল ।

আরও পড়ুন, দলত্যাগীদের নিশানায় কে ? নেত্রী না ভাইপো...

এই আইনে বিয়ের আগে ধর্ম পরিবর্তন করতে গেলে বিচারপতির থেকে অনুমতি নেওয়ার বিষয়টি যোগ করা হয়েছে । যার পর সরব হয় মানবাধিকার কর্মীরাও । গত মাসে সুপ্রিম কোর্টও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের এই সংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে রাজি হয়েছে । তবে কেন্দ্রের তরফে যে এই আনা হচ্ছে না, গতকাল সংসদে তা স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি ।

দিল্লি, 3 ফেব্রুয়ারি : দেশজুড়ে ধর্মান্তকরণ বিরোধী আইন ও ভিন্ন ধর্মে বিয়ে করার ক্ষেত্রে আঁটোসাঁটো আইন আনতে পারে কেন্দ্র, এমনটাই জল্পনা ছিল । বিশেষ করে বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এমন আইন চালু হওয়ায় জল্পনা বাড়ছিল । যদিও এখনই এরকম কোনও আইন চালু করার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিল কেন্দ্র । গতকাল সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও আইন তারা চালু করতে চায় না ।

গতকাল সংসদে পাঁচ কংগ্রেস সাংসদ প্রশ্ন করেছিলেন, সরকার কি বিশ্বাস করে যে, ভিন্ন ধর্মে বিয়ের ক্ষেত্রে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে ? তা রোধ করার জন্য কেন্দ্র কোনও আইন আনছে কি ? সেই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি বলেন, ভারতের সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী, আইনশৃঙ্খলা ও পুলিশ রাজ্যের বিষয় । সুতরাং, ধর্মীয় রূপান্তর সম্পর্কিত অপরাধ, তদন্ত এবং মামলা দায়ের করা মূলত রাজ্য সরকারের বিষয় । এছাড়া, এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে আইন সংক্রান্ত সংস্থাগুলি ।

এর আগে বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এই ধরনের আইন এনেছে । এমনকী, হরিয়ানা, অসম, কর্নাটক এইধরনের আইন আনতে পারে বলে শোনা যাচ্ছে । উত্তরপ্রদেশে একটি হিন্দু মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য 18 বছরের এক মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছিল । এক মাসের বেশি সময় তাকে জেলে রাখা হয়েছিল । এরপর থেকেই কেন্দ্রের তরফে ধর্মান্তকরণ বিরোধী আইন আনা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল ।

আরও পড়ুন, দলত্যাগীদের নিশানায় কে ? নেত্রী না ভাইপো...

এই আইনে বিয়ের আগে ধর্ম পরিবর্তন করতে গেলে বিচারপতির থেকে অনুমতি নেওয়ার বিষয়টি যোগ করা হয়েছে । যার পর সরব হয় মানবাধিকার কর্মীরাও । গত মাসে সুপ্রিম কোর্টও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের এই সংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে রাজি হয়েছে । তবে কেন্দ্রের তরফে যে এই আনা হচ্ছে না, গতকাল সংসদে তা স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি ।

Last Updated : Feb 3, 2021, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.