ETV Bharat / bharat

Union Budget 2023: আজ গাঢ় লাল শাড়ি-লাল 'বহি খাতা' হাতে নির্মলা, রঙের নেপথ্যে কোন বার্তা ? - temple border saree on 2023 budget

2019 সালে প্রথমবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রতি বছর এই বিশেষ দিনে তিনি নজরকাড়া শাড়ি পরে আসেন ৷ আজ গাঢ় লাল রঙের টেম্পল বর্ডার শাড়িতে বাজেট পেশ করছেন (Nirmala Sitharaman in red temple border saree) ৷

Budget 2023
নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 1, 2023, 12:14 PM IST

Updated : Feb 1, 2023, 2:28 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন ৷ বুধবার, 1 ফেব্রুয়ারি লাল শাড়িতে হাতে লাল 'বহি খাতা' নিয়ে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ লাল শাড়িতে কালো-সোনালি পাড় আর তাতে টেম্পল বর্ডার ৷ এমনিতেই নজরকাড়া শাড়ির জন্য তিনি বিশেষ পরিচিত ৷ শুধু তাই নয় নজরকাড়া মন্তব্য করতেও তাঁর জুড়ি মেলা ভার । দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, "আমি মধ্যবিত্ত শ্রেণির ।" এই মন্তব্য করলেও প্রতি বছর বাজেট পেশের দিনে অন্য ছবি ধরা পড়ে তাঁর শাড়ির ঝলকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi Style) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতি বছর নতুন ও অভিনব পোশাকে দেশবাসীকে চমক দিয়ে থাকেন ৷ পাঞ্জাবী থেকে শুরু করে পাগড়ি সবেতেই চমক দেন প্রধানমন্ত্রী ।

টেম্পল শাড়ি সাধারণত সুতির, সিল্ক অথবা সুতি-সিল্কের মিশ্রণে তৈরি হয় ৷ বিশেষ কোনও অনুষ্ঠানে এমন শাড়ির দেখা মেলে ৷ এবছর নির্মলা গাঢ় লাল রঙের শাড়ি পরেছেন, যা ভালোবাসা, প্রত্যয়, শক্তি এবং সাহসের প্রতীক ৷ হিন্দু সংস্কৃতিতে লাল রঙকে দেবী দুর্গার রঙ বলেও মনে করা হয় ৷ নারী শক্তির পরিচায়ক ৷

2022 সালের বাজেটের (2022 Union Budget) দিনে সীতারমন মরচের রঙ এবং মেরুন রঙের হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন ৷ মরচে পরা শাড়িতে খয়েরি আর লালের মিশেল ছিল ৷ খয়ের রংকে সহনশীলতা, নির্ভরতা, নিরাপত্তা এবং সুরক্ষার প্রতীক হিসেবে ধরা হয়৷ অন্যদিকে, লাল ভালোবাসা, শক্তি, উষ্ণতাকে তুলে ধরে৷ নির্মলা সেদিন ওড়িশার সোনপুরে তৈরি বোমকাই শাড়ি পরেছিলেন ৷

2021 সালে (2021 Union Budget) নির্মলা সীতারমন লাল আর অফ-হোয়াইট সিল্ক পোচামপল্লি শাড়ি বেছে নিয়েছিলেন ৷ শাড়িটি সবুজ বর্ডার এবং আঁচলে ইকট প্রিন্ট ৷ তেলেঙ্গানার ভূদান পোচমপল্লিতে চিরাচরিত পোচমপল্লি ইকট শাড়ি প্রস্তুত হয়৷ এটি 'ভারতের সিল্ক' (Silk of India) নামে বিখ্যাত ৷ এবার গাঢ় লাল শাড়িতে ধরা দিলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী ।

আরও পড়ুন: আজ তাঁর পঞ্চম বাজেট, নর্থ ব্লকে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন ৷ বুধবার, 1 ফেব্রুয়ারি লাল শাড়িতে হাতে লাল 'বহি খাতা' নিয়ে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ লাল শাড়িতে কালো-সোনালি পাড় আর তাতে টেম্পল বর্ডার ৷ এমনিতেই নজরকাড়া শাড়ির জন্য তিনি বিশেষ পরিচিত ৷ শুধু তাই নয় নজরকাড়া মন্তব্য করতেও তাঁর জুড়ি মেলা ভার । দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, "আমি মধ্যবিত্ত শ্রেণির ।" এই মন্তব্য করলেও প্রতি বছর বাজেট পেশের দিনে অন্য ছবি ধরা পড়ে তাঁর শাড়ির ঝলকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi Style) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতি বছর নতুন ও অভিনব পোশাকে দেশবাসীকে চমক দিয়ে থাকেন ৷ পাঞ্জাবী থেকে শুরু করে পাগড়ি সবেতেই চমক দেন প্রধানমন্ত্রী ।

টেম্পল শাড়ি সাধারণত সুতির, সিল্ক অথবা সুতি-সিল্কের মিশ্রণে তৈরি হয় ৷ বিশেষ কোনও অনুষ্ঠানে এমন শাড়ির দেখা মেলে ৷ এবছর নির্মলা গাঢ় লাল রঙের শাড়ি পরেছেন, যা ভালোবাসা, প্রত্যয়, শক্তি এবং সাহসের প্রতীক ৷ হিন্দু সংস্কৃতিতে লাল রঙকে দেবী দুর্গার রঙ বলেও মনে করা হয় ৷ নারী শক্তির পরিচায়ক ৷

2022 সালের বাজেটের (2022 Union Budget) দিনে সীতারমন মরচের রঙ এবং মেরুন রঙের হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন ৷ মরচে পরা শাড়িতে খয়েরি আর লালের মিশেল ছিল ৷ খয়ের রংকে সহনশীলতা, নির্ভরতা, নিরাপত্তা এবং সুরক্ষার প্রতীক হিসেবে ধরা হয়৷ অন্যদিকে, লাল ভালোবাসা, শক্তি, উষ্ণতাকে তুলে ধরে৷ নির্মলা সেদিন ওড়িশার সোনপুরে তৈরি বোমকাই শাড়ি পরেছিলেন ৷

2021 সালে (2021 Union Budget) নির্মলা সীতারমন লাল আর অফ-হোয়াইট সিল্ক পোচামপল্লি শাড়ি বেছে নিয়েছিলেন ৷ শাড়িটি সবুজ বর্ডার এবং আঁচলে ইকট প্রিন্ট ৷ তেলেঙ্গানার ভূদান পোচমপল্লিতে চিরাচরিত পোচমপল্লি ইকট শাড়ি প্রস্তুত হয়৷ এটি 'ভারতের সিল্ক' (Silk of India) নামে বিখ্যাত ৷ এবার গাঢ় লাল শাড়িতে ধরা দিলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী ।

আরও পড়ুন: আজ তাঁর পঞ্চম বাজেট, নর্থ ব্লকে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা

Last Updated : Feb 1, 2023, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.