ETV Bharat / bharat

Amravati to Akola Highway : 108 ঘণ্টায় 75 কিমি হাইওয়ে নির্মাণ করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড' রেকর্ডসে নাম তুলতে চায় এনএইচএআই - জাতীয় সড়ক কর্তৃপক্ষ

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মাত্র 108 ঘণ্টার মধ্যে 75 কিমি দীর্ঘ অমরাবতী-আকোলা হাইওয়ে নির্মাণের ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ (NHAI aims to enter Guinness World Records by building 75 km highway in 108 hours) ৷

indian highway building world records
অমরাবতী আকোলা হাইওয়ে
author img

By

Published : Jun 4, 2022, 5:00 PM IST

অমরাবতী, 4 জুন : জাতীয় সড়ক নির্মাণে নজির তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে উদ্যোগী ন্যাশনাল হাইওয়েস অথরিটি (এনএইচএআই) ৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মাত্র 108 ঘণ্টার মধ্যে 75 কিমি দীর্ঘ অমরাবতী-আকোলা হাইওয়ে নির্মাণের ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ (NHAI aims to enter Guinness World Records by building 75 km highway in 108 hours) ৷

শুক্রবার সকাল 7টায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ৷ 7 জুন সন্ধ্যার মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা ৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, 108 ঘণ্টার মধ্যে যদি 75 কিমি দীর্ঘ এই হাইওয়ে পথ নির্মাণ হয়, তবে তা একটা বিশ্ব রেকর্ড হবে ৷ ইতিমধ্যেই এই ঘটনার সাক্ষী থাকতে অমরাবতী পৌঁছে গিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ৷

বর্তমানে এই বিশ্ব রেকর্ডের অধিকারী কাতারের রাজধানী দোহা ৷ 242 ঘণ্টায় 25 কিমি রাস্তা নির্মাণ করে এই রেকর্ড গড়েছিল দোহা ৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে অমরাবতী থেকে চিখালি পর্যন্ত 53 নম্বর জাতীয় সড়কের কাজ 4টি ধাপে শেষ করার ৷ এই জাতীয় সড়কের আমরাবতী থেকে আকোলা পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে, সেটিই সংস্কারের কাজ চলছে বর্তমানে ৷

আরও পড়ুন : শিবকে বিয়ে করার গোঁ ! কৈলাস পাহাড়ের কাছে 'তপস্যা' লখনউয়ের মহিলার

জাতীয় সড়ক কর্তৃপক্ষের রিজিওনাল ম্যানেজার রাজু আগরওয়াল জানিয়েছেন, গিনেস বুক কর্তৃপক্ষের তরফে ভারতীয় আধিকারিকরা ইতিমধ্যেই অমরাবতী পৌঁছে গিয়েছেন ৷ 7 জুন লন্ডন থেকেও তাদের প্রতিনিধি আসবেন ৷ এই সড়ক নির্মাণের কাজে 800 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ ৷ ব্যবহার করা হচ্ছে নিউম্যাটিক টায়ার্স, মোবাইল ফিডার-সহ আধুনিক প্রযুক্তি ৷

অমরাবতী, 4 জুন : জাতীয় সড়ক নির্মাণে নজির তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে উদ্যোগী ন্যাশনাল হাইওয়েস অথরিটি (এনএইচএআই) ৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মাত্র 108 ঘণ্টার মধ্যে 75 কিমি দীর্ঘ অমরাবতী-আকোলা হাইওয়ে নির্মাণের ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ (NHAI aims to enter Guinness World Records by building 75 km highway in 108 hours) ৷

শুক্রবার সকাল 7টায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ৷ 7 জুন সন্ধ্যার মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা ৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, 108 ঘণ্টার মধ্যে যদি 75 কিমি দীর্ঘ এই হাইওয়ে পথ নির্মাণ হয়, তবে তা একটা বিশ্ব রেকর্ড হবে ৷ ইতিমধ্যেই এই ঘটনার সাক্ষী থাকতে অমরাবতী পৌঁছে গিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ৷

বর্তমানে এই বিশ্ব রেকর্ডের অধিকারী কাতারের রাজধানী দোহা ৷ 242 ঘণ্টায় 25 কিমি রাস্তা নির্মাণ করে এই রেকর্ড গড়েছিল দোহা ৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে অমরাবতী থেকে চিখালি পর্যন্ত 53 নম্বর জাতীয় সড়কের কাজ 4টি ধাপে শেষ করার ৷ এই জাতীয় সড়কের আমরাবতী থেকে আকোলা পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে, সেটিই সংস্কারের কাজ চলছে বর্তমানে ৷

আরও পড়ুন : শিবকে বিয়ে করার গোঁ ! কৈলাস পাহাড়ের কাছে 'তপস্যা' লখনউয়ের মহিলার

জাতীয় সড়ক কর্তৃপক্ষের রিজিওনাল ম্যানেজার রাজু আগরওয়াল জানিয়েছেন, গিনেস বুক কর্তৃপক্ষের তরফে ভারতীয় আধিকারিকরা ইতিমধ্যেই অমরাবতী পৌঁছে গিয়েছেন ৷ 7 জুন লন্ডন থেকেও তাদের প্রতিনিধি আসবেন ৷ এই সড়ক নির্মাণের কাজে 800 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ ৷ ব্যবহার করা হচ্ছে নিউম্যাটিক টায়ার্স, মোবাইল ফিডার-সহ আধুনিক প্রযুক্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.