ETV Bharat / bharat

Top News: দুপুর 3টে

author img

By

Published : Dec 25, 2022, 3:05 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

Top News
টপ নিউজ

1.Coronavirus in China: করোনায় কাবু চিন, বন্ধ দৈনিক রিপোর্ট প্রকাশ

করোনা সংক্রান্ত তথ্য (Coronavirus in China) ফের একবার ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, রবিবার (25 ডিসেম্বর, 2022) থেকে করোনার দৈনিক তথ্য (Daily Covid Update) আর প্রকাশ করবে না চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (National Health Commission) বা এনএইচসি (NHC) ৷

2.Kolkata Metro Service: সোমবার ছুটির দমদম-কবি সুভাষ লাইনে কমছে মেট্রোর সংখ্যা

সোমবার নর্থ-সাউথে অন্যদিনের তুলনায় মেট্রো কম চলবে (Kolkata Metro Service) ৷ এদিন মোট সারা দিনে মিলবে 234টি পরিষেবা ৷ অন্য সময় সোমবার যে জায়গায় পাওয়া যায় 288টি পরিষেবা ৷

3.Tunisha Sharma Suicide Case: ধারাবাহিকের সেটে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা ! গ্রেফতার তাঁর সহ-অভিনেতা

ধারাবাহিকের সেটে অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যায় (Tunisha Sharma Suicide Case) প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর সহ-অভিনেতা শিজান খানকে (Sheezan Khan arrested)৷

4.Naxalites Attack DRG Jawan: বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ ডিআরজি জওয়ান

ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ হলেন ডিআরজি জওয়ান (Naxalites Attack DRG Jawan)৷ ছুটি নিয়ে বাড়িতে ফেরা জওয়ানের উপর হামলা চালায় মাওবাদীরা ৷

5.India China Border: ভারতের মতোই তাঁরাও সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, দাবি চিনা বিদেশমন্ত্রীর

9 ডিসেম্বর তাওয়াং সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ফের তপ্ত হয়েছিল দু'দেশের সীমান্ত ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese Foreign Minister Wang Yi) বললেন, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা (Stability in Border Areas) বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও চিন (India China Border)।

6.Kolkata Air Pollution: নতুন বছরে বায়ুদূষণে দিল্লিকেও ছাপিয়ে যেতে পারে তিলোত্তমা !

কলকাতার বাতাসে দূষণের (Kolkata Air Pollution) মাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ যা আগামী বছরে দিল্লির দূষণের মাত্রাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদদের একটা বড় অংশ (Breathless Kolkata All Set to Beat Delhi Air Pollution Record) ৷

7.Sand Art on Christmas: 1500 কেজি টমেটো দিয়ে সান্তা ক্লজ গড়লেন সুদর্শন

আজ বড়দিন (Christmas) ৷ এই দিনটি উপলক্ষ্যে 1500 কেজি টমেটো (Tomatoes) দিয়ে সান্টাক্লজের ভাস্কর্য (Sculpture Of Santa Claus) তৈরি করলেন জনপ্রিয় বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sand Artist Sudarsan Pattnaik ) ৷ গোপালপুর সৈকতে (Gopalpur Beach) সান্টাক্লজের এই সুবিশাল ভাস্কর্যটি তৈরি করেছেন তিনি ।

8.Sukanta Majumdar: 'রাজ্যের পঞ্চায়েতগুলি তৃণমূলের দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে', আক্রমণ সুকান্তর

শনিবার মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি কান্দ্রা পঞ্চায়েতের প্রাধান ও উপপ্রধান সহ-17 জন সদস্য বিডিও অফিসে ইস্তফা দিয়েছেন(Sukanta Slams TMC Government on various issue) ৷ তা নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে এসএফআইয়ের বিক্ষোভ নিয়েও সরব হন তিনি ৷

9.BAN vs IND 2nd Test: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে 2-0 ফলে সিরিজের দখল নিল ভারত (Test India Win by 3 Wickets Against Bangladesh) ৷ চতুর্থ দিনের সকালে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ সেখান থেকে শ্রেয়স এবং অশ্বিন ভারতকে 3 উইকেটে জয় এনে দেন ৷

10.Good Governance Day: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতির

আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মদিবস ৷ দেশে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আজ দেশজুড়ে 'গুড গভর্নেন্স ডে' পালিত হচ্ছে (Good governance day Tributes to former PM Atal Bihari Vajpayee 98th Birthday) ৷

1.Coronavirus in China: করোনায় কাবু চিন, বন্ধ দৈনিক রিপোর্ট প্রকাশ

করোনা সংক্রান্ত তথ্য (Coronavirus in China) ফের একবার ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, রবিবার (25 ডিসেম্বর, 2022) থেকে করোনার দৈনিক তথ্য (Daily Covid Update) আর প্রকাশ করবে না চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (National Health Commission) বা এনএইচসি (NHC) ৷

2.Kolkata Metro Service: সোমবার ছুটির দমদম-কবি সুভাষ লাইনে কমছে মেট্রোর সংখ্যা

সোমবার নর্থ-সাউথে অন্যদিনের তুলনায় মেট্রো কম চলবে (Kolkata Metro Service) ৷ এদিন মোট সারা দিনে মিলবে 234টি পরিষেবা ৷ অন্য সময় সোমবার যে জায়গায় পাওয়া যায় 288টি পরিষেবা ৷

3.Tunisha Sharma Suicide Case: ধারাবাহিকের সেটে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা ! গ্রেফতার তাঁর সহ-অভিনেতা

ধারাবাহিকের সেটে অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যায় (Tunisha Sharma Suicide Case) প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর সহ-অভিনেতা শিজান খানকে (Sheezan Khan arrested)৷

4.Naxalites Attack DRG Jawan: বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ ডিআরজি জওয়ান

ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ হলেন ডিআরজি জওয়ান (Naxalites Attack DRG Jawan)৷ ছুটি নিয়ে বাড়িতে ফেরা জওয়ানের উপর হামলা চালায় মাওবাদীরা ৷

5.India China Border: ভারতের মতোই তাঁরাও সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, দাবি চিনা বিদেশমন্ত্রীর

9 ডিসেম্বর তাওয়াং সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ফের তপ্ত হয়েছিল দু'দেশের সীমান্ত ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese Foreign Minister Wang Yi) বললেন, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা (Stability in Border Areas) বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও চিন (India China Border)।

6.Kolkata Air Pollution: নতুন বছরে বায়ুদূষণে দিল্লিকেও ছাপিয়ে যেতে পারে তিলোত্তমা !

কলকাতার বাতাসে দূষণের (Kolkata Air Pollution) মাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ যা আগামী বছরে দিল্লির দূষণের মাত্রাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদদের একটা বড় অংশ (Breathless Kolkata All Set to Beat Delhi Air Pollution Record) ৷

7.Sand Art on Christmas: 1500 কেজি টমেটো দিয়ে সান্তা ক্লজ গড়লেন সুদর্শন

আজ বড়দিন (Christmas) ৷ এই দিনটি উপলক্ষ্যে 1500 কেজি টমেটো (Tomatoes) দিয়ে সান্টাক্লজের ভাস্কর্য (Sculpture Of Santa Claus) তৈরি করলেন জনপ্রিয় বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sand Artist Sudarsan Pattnaik ) ৷ গোপালপুর সৈকতে (Gopalpur Beach) সান্টাক্লজের এই সুবিশাল ভাস্কর্যটি তৈরি করেছেন তিনি ।

8.Sukanta Majumdar: 'রাজ্যের পঞ্চায়েতগুলি তৃণমূলের দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে', আক্রমণ সুকান্তর

শনিবার মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি কান্দ্রা পঞ্চায়েতের প্রাধান ও উপপ্রধান সহ-17 জন সদস্য বিডিও অফিসে ইস্তফা দিয়েছেন(Sukanta Slams TMC Government on various issue) ৷ তা নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে এসএফআইয়ের বিক্ষোভ নিয়েও সরব হন তিনি ৷

9.BAN vs IND 2nd Test: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে 2-0 ফলে সিরিজের দখল নিল ভারত (Test India Win by 3 Wickets Against Bangladesh) ৷ চতুর্থ দিনের সকালে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ সেখান থেকে শ্রেয়স এবং অশ্বিন ভারতকে 3 উইকেটে জয় এনে দেন ৷

10.Good Governance Day: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতির

আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মদিবস ৷ দেশে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আজ দেশজুড়ে 'গুড গভর্নেন্স ডে' পালিত হচ্ছে (Good governance day Tributes to former PM Atal Bihari Vajpayee 98th Birthday) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.