ETV Bharat / bharat

Top News: বিকেল 5টা - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

Top News
Top News
author img

By

Published : Dec 17, 2022, 5:09 PM IST

1. Suvendu on Mamata-Amit Meeting: বিএসএফের চৌকি গড়া নিয়ে জমিজট কাটাতে মমতা-অমিত একান্ত বৈঠক, দাবি শুভেন্দুর

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের (Eastern Zonal Council) বৈঠক হয় ৷ ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ বিএসএফ (BSF) সংক্রান্ত জমিজট কাটাতেই একান্ত বৈঠক বলে দাবি শুভেন্দু অধিকারীর ৷

2. Amit Shah on Border Security: সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, বৈঠকে বললেন অমিত শাহ

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের (Eastern Zonal Council) বৈঠক হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, বিএসএফের (BSF) পাশাপাশি সীমান্তরক্ষার দায়িত্ব রাজ্যের ৷

3. Haridevpur Sexual Harassment Case: হরিদেবপুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, ধৃত এক নাবালক ও তার মা

পূর্ব পরিচিতির সুযোগ নিয়ে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে ৷ ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে নাবালকের মায়ের বিরুদ্ধে (Haridevpur Sexual Harassment Case) ৷

4. Abhishek Banerjee: Abhishek Banerjee: পঞ্চায়েতে লড়বেন কে, ঠিক করবে জনতা ! রানাঘাটে বললেন অভিষেক

এবার থেকে মানুষই ঠিক করবে পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) তৃণমূলের টিকিটে কারা লড়বেন ! নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) আয়োজিত জনসভার মঞ্চ থেকে এই বিষয়ে ঠিক কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ?

5. Mamata-Amit Meeting: নবান্নে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকে মমতা

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পরই অমিত শাহ (Amit Shah) ও মমতার (Mamata Banerjee) একান্ত বৈঠক হয় ৷ তবে সেই বৈঠকে কী আলোচনা হল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

6. Father Threw Child from Roof: দু'বছরের শিশুকে ছাদ থেকে ফেলে নিজেও ঝাঁপ দিলেন বাবা! দিল্লির কালকাজিতে চাঞ্চল্য

দিল্লিতে স্ত্রী সঙ্গে অশান্তির পর 2 বছরের শিশুকে ছাদ থেকে ফেলে দিলেন বাবা নিজে (Father Threw 2 Year Old Child from Roof) ৷ এর পর নিজেও ছাদ থেকে ঝাঁপ দেন ৷ শুক্রবার রাতের ঘটনায় দু’জনেই হাসপাতালে ভর্তি ৷

7. Doctors Transfer Notice: একসঙ্গে 19 জন চিকিৎসককে বদলির নির্দেশ স্বাস্থ্যভবনের

বদলি করা হল 19 জন চিকিৎসককে (Doctors Transfer Notice) ৷ যাঁদের মধ্যে রয়েছেন শাসক-বিরোধী চিকিৎসকদের যৌথ মঞ্চের চারজন সদস্য ৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (West Bengal Medical Council Election) অংশ নেওয়ার জন্যই কি এই বদলি ? উঠছে প্রশ্ন ৷

8. Fake passport of Aishwarya: নয়ডায় নাইজেরিয়ান গ্য়াং'য়ের কাছে মিলল ঐশ্বর্যর জাল পাসপোর্ট, গ্রেফতার 3

জনপ্রিয় ওষুধ কোম্পানির নাম ভাঁড়িয়ে প্রতারণা ৷ শুক্রবার এই অভিযোগ একটি নাইজেরিয়ান গ্যাংয়ের তিন সদস্য়কে গ্রেফতার করেছে নয়ডার বিটা-2 থানার পুলিশ এবং সাইবার সেল বিভাগের অফিসাররা ৷ তাদের কাছ থেকে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের জাল পাসপোর্টও উদ্ধার হয়েছে ৷

9. Mukti Yodhas Visited Santiniketan: শান্তিনিকেতন ঘুরে দেখলেন বাংলাদেশের 71’র মুক্তিযোদ্ধারা

বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখলেন বাংলাদেশের 71’র মুক্তিযোদ্ধারা (1971 Mukti Yodhas from Bangladesh Visit Santiniketan) ৷ ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণের আরাম' শান্তিনিকেতনে এসে আপ্লুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীরা ৷ দীর্ঘ সংগ্রামের পর 1971 সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ ৷ সেই মুক্তিযোদ্ধারা তাঁদের পরিজনদের নিয়ে শান্তিনিকেতনে এসেছেন ৷ ঘুরে দেখলেন রবীন্দ্রভবন সংগ্রহশালা ৷ পরিজন-সহ মোট 29 জন ছিলেন তাঁরা ৷

10. Silda Chandrasekhar College: সংস্কৃতি বৈষম্যের অভিযোগ, কলেজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি পড়ুয়াদের

সংস্কৃতি বৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের কলেজ (Silda Chandrasekhar College) গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি সমাজের ছাত্রছাত্রীদের। তাঁদের অভিযোগ, কলেজে নবীনবরণের অনুষ্ঠানে সাঁওতালি সমাজের কোনও অনুষ্ঠান রাখা হয়নি। অর্থাৎ জঙ্গলমহলের সংস্কৃতিকে বঞ্চনা করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁদের । অধ্যক্ষকে কলেজ গেটে এসে তাঁদের অনুষ্ঠান করার আশ্বস্ত না-দেওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে সাঁওতালি সমাজের ছাত্রছাত্রীরা ।

1. Suvendu on Mamata-Amit Meeting: বিএসএফের চৌকি গড়া নিয়ে জমিজট কাটাতে মমতা-অমিত একান্ত বৈঠক, দাবি শুভেন্দুর

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের (Eastern Zonal Council) বৈঠক হয় ৷ ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ বিএসএফ (BSF) সংক্রান্ত জমিজট কাটাতেই একান্ত বৈঠক বলে দাবি শুভেন্দু অধিকারীর ৷

2. Amit Shah on Border Security: সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, বৈঠকে বললেন অমিত শাহ

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের (Eastern Zonal Council) বৈঠক হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, বিএসএফের (BSF) পাশাপাশি সীমান্তরক্ষার দায়িত্ব রাজ্যের ৷

3. Haridevpur Sexual Harassment Case: হরিদেবপুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, ধৃত এক নাবালক ও তার মা

পূর্ব পরিচিতির সুযোগ নিয়ে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে ৷ ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে নাবালকের মায়ের বিরুদ্ধে (Haridevpur Sexual Harassment Case) ৷

4. Abhishek Banerjee: Abhishek Banerjee: পঞ্চায়েতে লড়বেন কে, ঠিক করবে জনতা ! রানাঘাটে বললেন অভিষেক

এবার থেকে মানুষই ঠিক করবে পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) তৃণমূলের টিকিটে কারা লড়বেন ! নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) আয়োজিত জনসভার মঞ্চ থেকে এই বিষয়ে ঠিক কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ?

5. Mamata-Amit Meeting: নবান্নে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকে মমতা

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পরই অমিত শাহ (Amit Shah) ও মমতার (Mamata Banerjee) একান্ত বৈঠক হয় ৷ তবে সেই বৈঠকে কী আলোচনা হল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

6. Father Threw Child from Roof: দু'বছরের শিশুকে ছাদ থেকে ফেলে নিজেও ঝাঁপ দিলেন বাবা! দিল্লির কালকাজিতে চাঞ্চল্য

দিল্লিতে স্ত্রী সঙ্গে অশান্তির পর 2 বছরের শিশুকে ছাদ থেকে ফেলে দিলেন বাবা নিজে (Father Threw 2 Year Old Child from Roof) ৷ এর পর নিজেও ছাদ থেকে ঝাঁপ দেন ৷ শুক্রবার রাতের ঘটনায় দু’জনেই হাসপাতালে ভর্তি ৷

7. Doctors Transfer Notice: একসঙ্গে 19 জন চিকিৎসককে বদলির নির্দেশ স্বাস্থ্যভবনের

বদলি করা হল 19 জন চিকিৎসককে (Doctors Transfer Notice) ৷ যাঁদের মধ্যে রয়েছেন শাসক-বিরোধী চিকিৎসকদের যৌথ মঞ্চের চারজন সদস্য ৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (West Bengal Medical Council Election) অংশ নেওয়ার জন্যই কি এই বদলি ? উঠছে প্রশ্ন ৷

8. Fake passport of Aishwarya: নয়ডায় নাইজেরিয়ান গ্য়াং'য়ের কাছে মিলল ঐশ্বর্যর জাল পাসপোর্ট, গ্রেফতার 3

জনপ্রিয় ওষুধ কোম্পানির নাম ভাঁড়িয়ে প্রতারণা ৷ শুক্রবার এই অভিযোগ একটি নাইজেরিয়ান গ্যাংয়ের তিন সদস্য়কে গ্রেফতার করেছে নয়ডার বিটা-2 থানার পুলিশ এবং সাইবার সেল বিভাগের অফিসাররা ৷ তাদের কাছ থেকে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের জাল পাসপোর্টও উদ্ধার হয়েছে ৷

9. Mukti Yodhas Visited Santiniketan: শান্তিনিকেতন ঘুরে দেখলেন বাংলাদেশের 71’র মুক্তিযোদ্ধারা

বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখলেন বাংলাদেশের 71’র মুক্তিযোদ্ধারা (1971 Mukti Yodhas from Bangladesh Visit Santiniketan) ৷ ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণের আরাম' শান্তিনিকেতনে এসে আপ্লুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীরা ৷ দীর্ঘ সংগ্রামের পর 1971 সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ ৷ সেই মুক্তিযোদ্ধারা তাঁদের পরিজনদের নিয়ে শান্তিনিকেতনে এসেছেন ৷ ঘুরে দেখলেন রবীন্দ্রভবন সংগ্রহশালা ৷ পরিজন-সহ মোট 29 জন ছিলেন তাঁরা ৷

10. Silda Chandrasekhar College: সংস্কৃতি বৈষম্যের অভিযোগ, কলেজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি পড়ুয়াদের

সংস্কৃতি বৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের কলেজ (Silda Chandrasekhar College) গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি সমাজের ছাত্রছাত্রীদের। তাঁদের অভিযোগ, কলেজে নবীনবরণের অনুষ্ঠানে সাঁওতালি সমাজের কোনও অনুষ্ঠান রাখা হয়নি। অর্থাৎ জঙ্গলমহলের সংস্কৃতিকে বঞ্চনা করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁদের । অধ্যক্ষকে কলেজ গেটে এসে তাঁদের অনুষ্ঠান করার আশ্বস্ত না-দেওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে সাঁওতালি সমাজের ছাত্রছাত্রীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.