ETV Bharat / bharat

TOP NEWS: বিকেল 5টা - বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV bharat
top news
author img

By

Published : Nov 18, 2022, 5:02 PM IST

1. Firhad Hakim: পুলিশি মদতেই রাস্তায় যথেচ্ছভাবে হকার বসছে, বিস্ফোরক ফিরহাদ

এবার কলকাতা সমালোচনায় খোদ মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ৷ প্রসঙ্গ হকার ৷ এই নিয়েই শহরের পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim allegation against Kolkata Police) ৷

2. Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

মুম্বইয়ের (Mumbai) এক ব্যবসায়ীর কাছ থেকে জোর টাকা আদায় করেছেন সিআইডির (CID) কয়েকজন আধিকারিক ৷ শুক্রবার এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এই নিয়ে মুম্বইয়ে অভিযোগও দায়ের হয়েছে বলে দাবি নন্দীগ্রামের বিধায়কের ৷

3. RIP Twitter Trends: টুইটার দেহত্যাগ করেছে ! মিম বন্যায় ভাসছে মাইক্রো ব্লগিং সাইট, পালটা পোস্ট মাস্কের

ইলন মাস্কের বার্তার পরেই গণ-ইস্তফা টুইটারে (twitter employees mass resignation) ৷ তবে কী বন্ধ হচ্ছে টুইটার ? মিমের বন্যা টুইটারের ভবিষ্যৎ নিয়ে ৷ পালটা দিলেন মাস্ক (Musk on twitter layoffs) ৷

4. PM on Terrorism: সন্ত্রাসের মদতদাতাদের শায়েস্তা করার ডাক মোদির, তীব্র আক্রমণ চিন-পাকিস্তানকে

সন্ত্রাসের মদতদাতাদের (Countries supporting terrorism) শায়েস্তা করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Terrorism)৷ শুক্রবার তিনি সন্ত্রাস নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন চিন ও পাকিস্তানের বিরুদ্ধে ৷

5. Husband Killed Wife: পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, আটক স্বামী

স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী (Husband Killed Wife) ! পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) ঘটনায় ধৃত মূল অভিযুক্ত ৷

6. Amit Shah: দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় বড় বিপদ আল কায়দা ও আইসিস, মত অমিত শাহের

শুক্রবার নয়াদিল্লিতে শুরু হয়েছে তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন (No Money for Terror Summit) ৷ দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) ৷

7. Shraddha Murder Case: 'শিক্ষিত' শ্রদ্ধা লিভ-ইন সম্পর্কে থাকাতেই খুন ! মন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

শ্রদ্ধা হত্যাকাণ্ড (Shraddha Murder Case) নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক (Controversy) ৷ ঠিক কী বলেছেন কৌশল কিশোর কুমার (Kaushal Kishore Kumar) ?

8. Minakhan Bomb Blast Case: মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মীর ভাই

মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে (Minakhan Bomb Blast Case) এ বার পুলিশের জালে তৃণমূল কর্মীর ভাই (TMC Leader Brother Arrested)। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ ।

9. Bidhannagar Fraud Arrest: ব্যাংকে চাকরির টোপ দিয়ে প্রতারণা, বিধাননগরে গ্রেফতার 16

ভুয়ো কল সেন্টার খুলে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ৷ 10 জন মহিলা-সহ 16 জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ (Bidhannagar Fraud Arrest) ৷ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা (Electronics Complex Police Station) এলাকার ঘটনা ৷

10. Joka-Taratala Metro: পরিদর্শনের পর এল জোকা-তারাতলা মেট্রোর সিআরএস রিপোর্ট

পরিদর্শনের পর জোকা-তারাতলা মেট্রোর কাজ নিয়ে রিপোর্ট দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety) ৷ যেখানে কয়েকটি কমপ্লায়েন্সের কথা উল্লেখ করা হয়েছে (Joka-Taratala Metro Inspection Report) ৷ এবার সেই সমস্যা মিটিয়ে, ফের রিপোর্ট পাঠাতে হবে ৷

1. Firhad Hakim: পুলিশি মদতেই রাস্তায় যথেচ্ছভাবে হকার বসছে, বিস্ফোরক ফিরহাদ

এবার কলকাতা সমালোচনায় খোদ মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ৷ প্রসঙ্গ হকার ৷ এই নিয়েই শহরের পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim allegation against Kolkata Police) ৷

2. Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

মুম্বইয়ের (Mumbai) এক ব্যবসায়ীর কাছ থেকে জোর টাকা আদায় করেছেন সিআইডির (CID) কয়েকজন আধিকারিক ৷ শুক্রবার এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এই নিয়ে মুম্বইয়ে অভিযোগও দায়ের হয়েছে বলে দাবি নন্দীগ্রামের বিধায়কের ৷

3. RIP Twitter Trends: টুইটার দেহত্যাগ করেছে ! মিম বন্যায় ভাসছে মাইক্রো ব্লগিং সাইট, পালটা পোস্ট মাস্কের

ইলন মাস্কের বার্তার পরেই গণ-ইস্তফা টুইটারে (twitter employees mass resignation) ৷ তবে কী বন্ধ হচ্ছে টুইটার ? মিমের বন্যা টুইটারের ভবিষ্যৎ নিয়ে ৷ পালটা দিলেন মাস্ক (Musk on twitter layoffs) ৷

4. PM on Terrorism: সন্ত্রাসের মদতদাতাদের শায়েস্তা করার ডাক মোদির, তীব্র আক্রমণ চিন-পাকিস্তানকে

সন্ত্রাসের মদতদাতাদের (Countries supporting terrorism) শায়েস্তা করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Terrorism)৷ শুক্রবার তিনি সন্ত্রাস নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন চিন ও পাকিস্তানের বিরুদ্ধে ৷

5. Husband Killed Wife: পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, আটক স্বামী

স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী (Husband Killed Wife) ! পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) ঘটনায় ধৃত মূল অভিযুক্ত ৷

6. Amit Shah: দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় বড় বিপদ আল কায়দা ও আইসিস, মত অমিত শাহের

শুক্রবার নয়াদিল্লিতে শুরু হয়েছে তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন (No Money for Terror Summit) ৷ দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) ৷

7. Shraddha Murder Case: 'শিক্ষিত' শ্রদ্ধা লিভ-ইন সম্পর্কে থাকাতেই খুন ! মন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

শ্রদ্ধা হত্যাকাণ্ড (Shraddha Murder Case) নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক (Controversy) ৷ ঠিক কী বলেছেন কৌশল কিশোর কুমার (Kaushal Kishore Kumar) ?

8. Minakhan Bomb Blast Case: মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মীর ভাই

মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে (Minakhan Bomb Blast Case) এ বার পুলিশের জালে তৃণমূল কর্মীর ভাই (TMC Leader Brother Arrested)। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ ।

9. Bidhannagar Fraud Arrest: ব্যাংকে চাকরির টোপ দিয়ে প্রতারণা, বিধাননগরে গ্রেফতার 16

ভুয়ো কল সেন্টার খুলে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ৷ 10 জন মহিলা-সহ 16 জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ (Bidhannagar Fraud Arrest) ৷ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা (Electronics Complex Police Station) এলাকার ঘটনা ৷

10. Joka-Taratala Metro: পরিদর্শনের পর এল জোকা-তারাতলা মেট্রোর সিআরএস রিপোর্ট

পরিদর্শনের পর জোকা-তারাতলা মেট্রোর কাজ নিয়ে রিপোর্ট দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety) ৷ যেখানে কয়েকটি কমপ্লায়েন্সের কথা উল্লেখ করা হয়েছে (Joka-Taratala Metro Inspection Report) ৷ এবার সেই সমস্যা মিটিয়ে, ফের রিপোর্ট পাঠাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.