ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Sep 10, 2021, 5:00 PM IST

1.Mamata Banerjee : ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতার মনোনয়ন জমা

আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপ-নির্বাচন ৷ গণনা 3 অক্টোবর ৷ তৃণমূলের প্রার্থী মমতার বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমের শ্রীজীব বিশ্বাস ও বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

2.Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

বিজেপির তারকা প্রচারের তালিকায় থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ থাকছেন হরদীপ সিং পুরি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদি, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । এমনকি রয়েছেন বাবুল সুপ্রিয়ও ৷

3.Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

চারটি ছোটগল্প নিয়ে অরুণাভ খাসনবিশ তৈরি করছেন নীতিশাস্ত্র ৷ এই ছবিতে দেখা যাবে ইমন চক্রবর্তী (Iman Chakraborty), মিথিলা (Rafiath Rashid Mithila) ও ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee) ৷

4.Mamata Banerjee : দুয়ারে সরকারে অংশ নিয়েছেন 3 কোটি মানুষ, টুইটে উচ্ছ্বসিত মমতা

গত 16 অগস্ট শুরু হয় দুয়ারে সরকার শিবির ৷ চলবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত ৷ এত মানুষকে এই শিবির থেকে সুবিধা দিতে পারায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

5.Manchester 5th Test: বাতিল নয়, স্থগিত হয়েছে টেস্ট ম্যাচ, দাবি সহ-সভাপতি রাজীব শুক্লার

ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট পুরোপুরি বাতিল করা হয়নি বলে দাবি করলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে ম্যাচে আয়োজন নিয়ে ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনা চলবে ৷ যদিও, সিরিজে ভারতকে 2-1 ফলাফলে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে ৷

6.ind vs eng : করোনার জেরে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, সিরিজ় জিতল ভারত

বেলা গড়াতেই শোনা যাচ্ছে, পঞ্চম টেস্ট খেলতে আগ্রহী নন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ সামনেই আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ ফলে এই অবস্থায় নাকি পঞ্চম টেস্ট খেলতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে পঞ্চম টেস্ট ৷

7.PWD: সড়ক উন্নয়নে বাজেট বরাদ্দের 40 শতাংশ অর্থ কাটছাঁট পূর্ত দফতরের

সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে টাকা জোগান দিতে এবার পূর্ত দফতরের বরাদ্দ টাকায় কাটছাঁট করা হল ৷ জানা গিয়েছে, রাস্তা তৈরি এবং মেরামতির জন্য রবাদ্দ হওয়া 4,618 কোটি টাকার থেকে 2,750 কোটি টাকা কাটাছাঁট করা হয়েছে ৷ কাটছাঁট হওয়া টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে খরচ করবে রাজ্য ৷

8.NIRF 2021: দেশের সেরা তালিকায় বিশ্বভারতী 97 নম্বরে, নিন্দার ঝড় সর্বত্র

যত দিন যাচ্ছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শিক্ষার মান কমছে । গত দেড় বছরে বিশ্বভারতীতে রাজনীতি প্রবেশ করেছে । 2016 সালে এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর মান ছিল 11 নম্বরে । তারপর মান নেমে আসে 50 নম্বরে । আর এবার 97 ৷

9.Dilip Ghosh: উপনির্বাচন নিয়ে ফের মমতাকে কটাক্ষ দিলীপের

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্যরাজনীতি ৷ শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তাঁর পুরো মন্ত্রীসভাকে রাস্তায় নামিয়ে দিয়েছে বলে এদিন কটাক্ষ করেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ৷

10.Burdwan Kumartoli: সামনেই দুর্গাপুজো, অন্ধকারেই দিন কাটছে বর্ধমানের মৃৎশিল্পীদের

দুর্গাপুজোর আর মাত্র কয়েকটাদিন বাকি ৷ অথচ এখনও তেমন কোনও বড় প্রতিমা তৈরির অর্ডার পাননি বর্ধমানের মৃৎশিল্পীরা ৷ ফলে অনেকটাই হতাশ তাঁরা ৷ পরিবার-পরিজন নিয়ে সমস্যায় পড়েছেন শিল্পীরা ৷ এখন দেখার কতদিনে এই অবস্থার পরিবর্তন হয় ৷

1.Mamata Banerjee : ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতার মনোনয়ন জমা

আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপ-নির্বাচন ৷ গণনা 3 অক্টোবর ৷ তৃণমূলের প্রার্থী মমতার বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমের শ্রীজীব বিশ্বাস ও বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

2.Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

বিজেপির তারকা প্রচারের তালিকায় থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ থাকছেন হরদীপ সিং পুরি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদি, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । এমনকি রয়েছেন বাবুল সুপ্রিয়ও ৷

3.Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

চারটি ছোটগল্প নিয়ে অরুণাভ খাসনবিশ তৈরি করছেন নীতিশাস্ত্র ৷ এই ছবিতে দেখা যাবে ইমন চক্রবর্তী (Iman Chakraborty), মিথিলা (Rafiath Rashid Mithila) ও ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee) ৷

4.Mamata Banerjee : দুয়ারে সরকারে অংশ নিয়েছেন 3 কোটি মানুষ, টুইটে উচ্ছ্বসিত মমতা

গত 16 অগস্ট শুরু হয় দুয়ারে সরকার শিবির ৷ চলবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত ৷ এত মানুষকে এই শিবির থেকে সুবিধা দিতে পারায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

5.Manchester 5th Test: বাতিল নয়, স্থগিত হয়েছে টেস্ট ম্যাচ, দাবি সহ-সভাপতি রাজীব শুক্লার

ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট পুরোপুরি বাতিল করা হয়নি বলে দাবি করলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে ম্যাচে আয়োজন নিয়ে ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনা চলবে ৷ যদিও, সিরিজে ভারতকে 2-1 ফলাফলে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে ৷

6.ind vs eng : করোনার জেরে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, সিরিজ় জিতল ভারত

বেলা গড়াতেই শোনা যাচ্ছে, পঞ্চম টেস্ট খেলতে আগ্রহী নন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ সামনেই আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ ফলে এই অবস্থায় নাকি পঞ্চম টেস্ট খেলতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে পঞ্চম টেস্ট ৷

7.PWD: সড়ক উন্নয়নে বাজেট বরাদ্দের 40 শতাংশ অর্থ কাটছাঁট পূর্ত দফতরের

সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে টাকা জোগান দিতে এবার পূর্ত দফতরের বরাদ্দ টাকায় কাটছাঁট করা হল ৷ জানা গিয়েছে, রাস্তা তৈরি এবং মেরামতির জন্য রবাদ্দ হওয়া 4,618 কোটি টাকার থেকে 2,750 কোটি টাকা কাটাছাঁট করা হয়েছে ৷ কাটছাঁট হওয়া টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে খরচ করবে রাজ্য ৷

8.NIRF 2021: দেশের সেরা তালিকায় বিশ্বভারতী 97 নম্বরে, নিন্দার ঝড় সর্বত্র

যত দিন যাচ্ছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শিক্ষার মান কমছে । গত দেড় বছরে বিশ্বভারতীতে রাজনীতি প্রবেশ করেছে । 2016 সালে এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর মান ছিল 11 নম্বরে । তারপর মান নেমে আসে 50 নম্বরে । আর এবার 97 ৷

9.Dilip Ghosh: উপনির্বাচন নিয়ে ফের মমতাকে কটাক্ষ দিলীপের

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্যরাজনীতি ৷ শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তাঁর পুরো মন্ত্রীসভাকে রাস্তায় নামিয়ে দিয়েছে বলে এদিন কটাক্ষ করেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ৷

10.Burdwan Kumartoli: সামনেই দুর্গাপুজো, অন্ধকারেই দিন কাটছে বর্ধমানের মৃৎশিল্পীদের

দুর্গাপুজোর আর মাত্র কয়েকটাদিন বাকি ৷ অথচ এখনও তেমন কোনও বড় প্রতিমা তৈরির অর্ডার পাননি বর্ধমানের মৃৎশিল্পীরা ৷ ফলে অনেকটাই হতাশ তাঁরা ৷ পরিবার-পরিজন নিয়ে সমস্যায় পড়েছেন শিল্পীরা ৷ এখন দেখার কতদিনে এই অবস্থার পরিবর্তন হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.