ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকাল 5 টা - NEWS AT A 5 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ বিকাল 5 টা
টপ নিউজ় @ বিকাল 5 টা
author img

By

Published : Jun 9, 2021, 5:11 PM IST

1. 40 জন বিজেপি কর্মীকে খুনের কথা প্রধানমন্ত্রীকে জানালেন শুভেন্দু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী৷ বুধবার বেলা 11টা নাগাদ তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান৷ তার পর তাঁদের মধ্যে প্রায় 45 মিনিট বৈঠক হয়৷ পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান৷

2. টিকাকরণ নিয়ে নয়া পোর্টাল এখনই চালু করছে না রাজ্য

এখনই চালু হচ্ছে না রাজ্য়ের প্রস্তাবিত পোর্টাল ‘বেনভ্যাক্স’ ৷ করোনার টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য আমজনতাকে প্রদান করতেই এটি চালু করতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ কিন্তু কেন্দ্র 18 বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকের জন্য নিখরচায় টিকাকরণের কথা ঘোষণা করায় আপাতত বেনভ্য়াক্স চালু না করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য প্রশাসন ৷

3. নবান্নতে টিকায়েত-যশবন্তকে পাশে বসিয়ে মোদি হঠানোর ডাক মমতার

কৃষক আন্দোলনকে সামনে রেখে মোদি বিরোধিতায় সরব মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বুধবার কৃষক নেতাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন তিনি ৷ হাজির ছিলেন রাকেশ টিকায়েত ৷ মমতা জানান, কৃষক আন্দোলনের পাশে রয়েছে তাঁর দল ও সরকার ৷ আগামী দিনে এই ইস্যুকে সামনে রেখেই যে মোদি তথা বিজেপি-বিরোধীদের এককাট্টা করতে চাইছেন মমতা, এদিনের বৈঠকে তাও স্পষ্ট জানান তিনি ৷

4. Abhishek Banerjee : মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে অভিষেক

সোমবার রাজ্যজুড়ে বজ্রাঘাতে মোট 27 জনের মৃত্যু হয় ৷ বুধবার মুর্শিদাবাদে বজ্রাঘাতে 9 মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ স্বজনহারাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি ৷

5. বাড়ি ফিরলেন কোভিড মুক্ত প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এক সপ্তাহ সেফ হোমে থাকার পর সস্ত্রীক বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ গত 25 মে তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৷ কোভিড থেকে সুস্থ হয়ে

6. নারদ মামলা কি সরবে ভিনরাজ্যে ? হাইকোর্টে ফের শুরু শুনানি

নারদ মামলা (Narada Case) কি সরবে অন্য রাজ্যে ? সিবিআইয়ের এই আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়েছে ৷

7. Nusrat Jahan : নিখিলের সঙ্গে লিভ-ইন করেছি, বিয়ে হয়নি, বিচ্ছেদের প্রশ্নই ওঠে না : নুসরত

নিখিল জৈনের সঙ্গে লিভ-ইন করেছি, আমাদের বিয়ে হয়নি, তাই বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে জল্পনা যখন তুঙ্গে, তখন নীরবতা ভেঙে এ কথা বললেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷

8. উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ বিজেপিতে, ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে

এদিন প্রথমে তিনি হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের বাড়িতে ৷ তার পর তিনি বিজেপির সদর দফতরে যান ৷ সেখানে তিনি পীযূষ গয়ালের হাত ধরে বিজেপির সদস্য পদ নেন ৷

9. Juhi Chawla: কোলাহলে হারিয়ে গেল জরুরি বার্তা, 5জি নিয়ে ভিডিয়ো পোস্ট জুহির

কোলাহলে হারিয়ে গেল জরুরি বার্তা ৷ 5জি নিয়ে মামলা করে জরিমানা হওয়ার পর ভিডিয়ো পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন জুহি চাওলা (Juhi Chawla) ৷

10. ভাল আছেন দিলীপ কুমার, শিগগিরই হয়তো ফিরবেন বাড়িতে

ভাল আছেন দিলীপ কুমার (Dilip Kumar) ৷ তিন-চার দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷

1. 40 জন বিজেপি কর্মীকে খুনের কথা প্রধানমন্ত্রীকে জানালেন শুভেন্দু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী৷ বুধবার বেলা 11টা নাগাদ তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান৷ তার পর তাঁদের মধ্যে প্রায় 45 মিনিট বৈঠক হয়৷ পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান৷

2. টিকাকরণ নিয়ে নয়া পোর্টাল এখনই চালু করছে না রাজ্য

এখনই চালু হচ্ছে না রাজ্য়ের প্রস্তাবিত পোর্টাল ‘বেনভ্যাক্স’ ৷ করোনার টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য আমজনতাকে প্রদান করতেই এটি চালু করতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ কিন্তু কেন্দ্র 18 বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকের জন্য নিখরচায় টিকাকরণের কথা ঘোষণা করায় আপাতত বেনভ্য়াক্স চালু না করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য প্রশাসন ৷

3. নবান্নতে টিকায়েত-যশবন্তকে পাশে বসিয়ে মোদি হঠানোর ডাক মমতার

কৃষক আন্দোলনকে সামনে রেখে মোদি বিরোধিতায় সরব মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বুধবার কৃষক নেতাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন তিনি ৷ হাজির ছিলেন রাকেশ টিকায়েত ৷ মমতা জানান, কৃষক আন্দোলনের পাশে রয়েছে তাঁর দল ও সরকার ৷ আগামী দিনে এই ইস্যুকে সামনে রেখেই যে মোদি তথা বিজেপি-বিরোধীদের এককাট্টা করতে চাইছেন মমতা, এদিনের বৈঠকে তাও স্পষ্ট জানান তিনি ৷

4. Abhishek Banerjee : মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে অভিষেক

সোমবার রাজ্যজুড়ে বজ্রাঘাতে মোট 27 জনের মৃত্যু হয় ৷ বুধবার মুর্শিদাবাদে বজ্রাঘাতে 9 মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ স্বজনহারাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি ৷

5. বাড়ি ফিরলেন কোভিড মুক্ত প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এক সপ্তাহ সেফ হোমে থাকার পর সস্ত্রীক বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ গত 25 মে তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৷ কোভিড থেকে সুস্থ হয়ে

6. নারদ মামলা কি সরবে ভিনরাজ্যে ? হাইকোর্টে ফের শুরু শুনানি

নারদ মামলা (Narada Case) কি সরবে অন্য রাজ্যে ? সিবিআইয়ের এই আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়েছে ৷

7. Nusrat Jahan : নিখিলের সঙ্গে লিভ-ইন করেছি, বিয়ে হয়নি, বিচ্ছেদের প্রশ্নই ওঠে না : নুসরত

নিখিল জৈনের সঙ্গে লিভ-ইন করেছি, আমাদের বিয়ে হয়নি, তাই বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে জল্পনা যখন তুঙ্গে, তখন নীরবতা ভেঙে এ কথা বললেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷

8. উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ বিজেপিতে, ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে

এদিন প্রথমে তিনি হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের বাড়িতে ৷ তার পর তিনি বিজেপির সদর দফতরে যান ৷ সেখানে তিনি পীযূষ গয়ালের হাত ধরে বিজেপির সদস্য পদ নেন ৷

9. Juhi Chawla: কোলাহলে হারিয়ে গেল জরুরি বার্তা, 5জি নিয়ে ভিডিয়ো পোস্ট জুহির

কোলাহলে হারিয়ে গেল জরুরি বার্তা ৷ 5জি নিয়ে মামলা করে জরিমানা হওয়ার পর ভিডিয়ো পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন জুহি চাওলা (Juhi Chawla) ৷

10. ভাল আছেন দিলীপ কুমার, শিগগিরই হয়তো ফিরবেন বাড়িতে

ভাল আছেন দিলীপ কুমার (Dilip Kumar) ৷ তিন-চার দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.