ETV Bharat / bharat

SPO-দের খুনের হুমকি দিয়ে ঝাড়খণ্ডে পোস্টার মাওবাদীদের

ঝাড়খন্ডের লোহারডাঙা, পশ্চিম সিংভূম, গিরিধ, রাঁচির বিভিন্ন জায়গায় SPO-দের খুনের হুমকি দিয়ে একাধিক পোস্টার পড়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 19, 2020, 8:58 AM IST

রাঁচি(ঝাড়খণ্ড), 18 নভেম্বর : কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টার ৷ যেখানে রাজ্যের স্পেশাল পুলিশ অফিসারদের খুনের হুমকি দেওয়া হচ্ছে ৷

এর আগে 15 নভেম্বর জাগির ভগত নামে পুলিশের এক ইনফরমারকে খুন করে মাওবাদীরা ৷ এরপর তাদের তরফে একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয় ৷ মূলত মাওবাদী অধ্যুষিত লোহারডাঙা, পশ্চিম সিংভূম, গিরিধ, রাঁচিতে পুলিশ অফিসারদের খুনের হুমকি দিয়ে পোস্টার দিয়েছে তারা ৷

photo
পুলিশ আধিকারিকদের খুনের হুমকি দিয়ে ঝাড়খন্ডে পোস্টার মাওবাদীদের

রাজ্যে মোট 4 হাজার 500 জন স্পেশাল পুলিশ অফিসার রয়েছেন ৷ যাঁরা পুলিশকর্মীদের বিভিন্ন তথ্য দিয়ে মাওবাদী কার্যকলাপ বন্ধ করতে সাহায্য করেন ৷

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে দু'জন SPO খুন হয়েছেন মাওবাদীদের হাতে ৷ এর মধ্যে 2017 ও 2018 সালে একজন করে মারা গিয়েছেন ৷ অন্যদিকে 2019-এ SPO-দের খুন হওয়ার কোনও তথ্য নেই ৷

রাঁচি(ঝাড়খণ্ড), 18 নভেম্বর : কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টার ৷ যেখানে রাজ্যের স্পেশাল পুলিশ অফিসারদের খুনের হুমকি দেওয়া হচ্ছে ৷

এর আগে 15 নভেম্বর জাগির ভগত নামে পুলিশের এক ইনফরমারকে খুন করে মাওবাদীরা ৷ এরপর তাদের তরফে একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয় ৷ মূলত মাওবাদী অধ্যুষিত লোহারডাঙা, পশ্চিম সিংভূম, গিরিধ, রাঁচিতে পুলিশ অফিসারদের খুনের হুমকি দিয়ে পোস্টার দিয়েছে তারা ৷

photo
পুলিশ আধিকারিকদের খুনের হুমকি দিয়ে ঝাড়খন্ডে পোস্টার মাওবাদীদের

রাজ্যে মোট 4 হাজার 500 জন স্পেশাল পুলিশ অফিসার রয়েছেন ৷ যাঁরা পুলিশকর্মীদের বিভিন্ন তথ্য দিয়ে মাওবাদী কার্যকলাপ বন্ধ করতে সাহায্য করেন ৷

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে দু'জন SPO খুন হয়েছেন মাওবাদীদের হাতে ৷ এর মধ্যে 2017 ও 2018 সালে একজন করে মারা গিয়েছেন ৷ অন্যদিকে 2019-এ SPO-দের খুন হওয়ার কোনও তথ্য নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.