ETV Bharat / sports

কলিঙ্গভূমে কঠিন লড়াইয়ে মোহনবাগান ! বিনামূল্যে দেখুন সবুজ-মেরুনের ম্যাচ

ওড়িশা এফসি’র সামনে সবুজ-মেরুন ৷ জয়ের ধারা বজায় রাখতে পারবে বাগান ? কোথায় বিনামূল্যে দেখবেন দিমিত্রি পেত্রোতোস, জেমি ম্যাকলারেনদের খেলা ? জেনে নিন ৷

Mohun Bagan Super Giant
বিনামূল্যে দেখুন সবুজ-মেরুনের ম্যাচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 6, 2024, 7:31 PM IST

ভুবনেশ্বর, 6 নভেম্বর: জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট । ছন্দে ফিরেছে দল । প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছে প্রতিটি ম্যাচে । হায়দরাবাদ উড়িয়ে জয়ের হ্যাটট্রিক সেরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ এবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে হোসে মোলিনার ছেলেরা ৷ কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করাই পাখির চোখ মেরিনার্সদের ৷

গ্রেগ স্টুয়ার্টকে নিয়েও অনিশ্চয়তা কাটছে মোহনবাগানে (Mohun Bagan Super Giant) । আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি রবিবার থেকে শুরু করেছে সবুজ-মেরুন । স্টুয়ার্টের চোটের জায়গা এমআরআই হয়েছে । রিপোর্টে দেখা গিয়েছে আশঙ্কার কিছু নেই । ফলে রিহ্যাব করেছেন ।

ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে রাশ আলগা করতে নারাজ তিনি । প্র্যাকটিসে ফিজিক্যাল কন্ডিশনিংয়ের পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিস, সেটপিস এবং দু’দলে ভাগ করে খেলা, সবই চলছে । পুরো দল ছন্দে রয়েছে । এই অবস্থায় ওড়িশা এফসিকে হারিয়ে শীর্ষে ওঠাই পাখির চোখ সবুজ-মেরুনের ।

হায়দরাবাদ ম্যাচ জিতে মোলিনা এবার সামনের দিকে তাকাতে চাইছেন । কোচ বলছেন, খেলোয়াড়দের বোঝাপড়া বাড়লে ক্ষুরধার আরও হবে মোহনবাগানের খেলা ৷ শেষ কয়েকটি ম্যাচে সবজ-মেরুনের খেলা ফের চাঙ্গা করেছে সমর্থকদের ৷ হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করার পর সেই ধারা বজায় রাখতে পারবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ‘দ্য কলিঙ্গ ওয়ারিয়র্স’ ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের সময়:

রবিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ ৷ খেলা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

ভুবনেশ্বর, 6 নভেম্বর: জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট । ছন্দে ফিরেছে দল । প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছে প্রতিটি ম্যাচে । হায়দরাবাদ উড়িয়ে জয়ের হ্যাটট্রিক সেরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ এবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে হোসে মোলিনার ছেলেরা ৷ কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করাই পাখির চোখ মেরিনার্সদের ৷

গ্রেগ স্টুয়ার্টকে নিয়েও অনিশ্চয়তা কাটছে মোহনবাগানে (Mohun Bagan Super Giant) । আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি রবিবার থেকে শুরু করেছে সবুজ-মেরুন । স্টুয়ার্টের চোটের জায়গা এমআরআই হয়েছে । রিপোর্টে দেখা গিয়েছে আশঙ্কার কিছু নেই । ফলে রিহ্যাব করেছেন ।

ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে রাশ আলগা করতে নারাজ তিনি । প্র্যাকটিসে ফিজিক্যাল কন্ডিশনিংয়ের পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিস, সেটপিস এবং দু’দলে ভাগ করে খেলা, সবই চলছে । পুরো দল ছন্দে রয়েছে । এই অবস্থায় ওড়িশা এফসিকে হারিয়ে শীর্ষে ওঠাই পাখির চোখ সবুজ-মেরুনের ।

হায়দরাবাদ ম্যাচ জিতে মোলিনা এবার সামনের দিকে তাকাতে চাইছেন । কোচ বলছেন, খেলোয়াড়দের বোঝাপড়া বাড়লে ক্ষুরধার আরও হবে মোহনবাগানের খেলা ৷ শেষ কয়েকটি ম্যাচে সবজ-মেরুনের খেলা ফের চাঙ্গা করেছে সমর্থকদের ৷ হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করার পর সেই ধারা বজায় রাখতে পারবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ‘দ্য কলিঙ্গ ওয়ারিয়র্স’ ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের সময়:

রবিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ ৷ খেলা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.