ETV Bharat / bharat

Chhattisgarh Assembly Polls: প্রথম দফার ভোটপর্ব চলাকালীন ছত্তিশগড়ে মাওবাদী হামলা, আহত এক জওয়ান - মাওবাদী হামলা

ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে মঙ্গলবার একাধিক জায়গায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সংঘর্ষের ঘটনা ঘটে ৷

ETV Bharat
ছত্তিশগড়ে বিধানসভা ভোটে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 4:21 PM IST

Updated : Nov 7, 2023, 10:57 PM IST

কাঙ্কের (ছত্তিশগড়), 7 নভেম্বর: বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মঙ্গলবার একাধিক মাওবাদী হামলা ও সংঘর্ষের ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড় ৷ এদিন ভোটপর্ব চলাকালীন তিনটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের ৷ একটি জায়গায় মাওবাদীরা আইইডি ব্লাস্ট করায় ৷ সরকারি ভাবে জানানো হয়েছে, এদিন সুকমায় প্রথমে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদিরা, জখম হন সিআরপিএফ এর এক কোবরা কমান্ডো ৷ সুকমা এমনিতেও মাওবাদী প্রভাবিত এলাকা বলে পরিচিত ৷

এদিন রাজ্যের একাধিক জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয় ৷ কঙ্কের জেলার একটি স্থান থেকে সংঘর্ষের পর একটি একে-47 রাইফেলও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী ৷ এখানে সংঘর্ষে কয়েকজন মাওবাদী আহত হয়েছে বলেও মনে করা হচ্ছে ৷ এদিন বন্দে পুলিশ স্টেশনের অন্তর্গত পানাভর গ্রামে দুপুর 1টা নাগাদ এই সংঘর্ষের ঘটনা ঘটে ৷ অন্তগড় বিধানসভার অন্তর্গত এই বন্দে এলাকা ৷ এখানে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইও হয় ৷

এদিন দু'পক্ষের মধ্যে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে নারায়ণপুর জেলার ওর্চা পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় ৷ তবে এই দুই সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য আহত হননি ৷ উল্লেখ্য, সোমবার অন্তগড় বিধানসভার অন্তর্গত ছোটেবেথিয়া এলাকায় একটি আইইডি বিস্ফোরণে দুই ভোটকর্মী ও এক বিএসএফ জওয়ান আহত হন ৷ মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটায় বলে খবর ৷

আরও পড়ুন: মাওবাদী হামলার জন্য ছত্তিশগড়ে ভোটের দিনেই কংগ্রেসকে দায়ী করলেন মোদি

90 আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা কেন্দ্রে এবার 2 দফায় নির্বাচন ৷ প্রথম দফার ভোটগ্রহণ হয় মঙ্গলবার ৷ এদিন ভোটগ্রহণ হয় 20টি বিধানসভা আসনে ৷ পরের দফার ভোট আগামী 17 নভেম্বর ৷ ফল ঘোষণা 3 ডিসেম্বর ৷ মোট প্রার্থীর সংখ্যা 223 জন ৷ এদিন প্রথম দফায় মূলত মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে নির্বাচন হয় ৷ বেশকিছু জায়গায় এদিন মাওবাদী নাশকতার ঘটনা ঘটলেও, কোনও ভোটারের হতাহতের খবর নেই ৷

কাঙ্কের (ছত্তিশগড়), 7 নভেম্বর: বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মঙ্গলবার একাধিক মাওবাদী হামলা ও সংঘর্ষের ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড় ৷ এদিন ভোটপর্ব চলাকালীন তিনটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের ৷ একটি জায়গায় মাওবাদীরা আইইডি ব্লাস্ট করায় ৷ সরকারি ভাবে জানানো হয়েছে, এদিন সুকমায় প্রথমে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদিরা, জখম হন সিআরপিএফ এর এক কোবরা কমান্ডো ৷ সুকমা এমনিতেও মাওবাদী প্রভাবিত এলাকা বলে পরিচিত ৷

এদিন রাজ্যের একাধিক জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয় ৷ কঙ্কের জেলার একটি স্থান থেকে সংঘর্ষের পর একটি একে-47 রাইফেলও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী ৷ এখানে সংঘর্ষে কয়েকজন মাওবাদী আহত হয়েছে বলেও মনে করা হচ্ছে ৷ এদিন বন্দে পুলিশ স্টেশনের অন্তর্গত পানাভর গ্রামে দুপুর 1টা নাগাদ এই সংঘর্ষের ঘটনা ঘটে ৷ অন্তগড় বিধানসভার অন্তর্গত এই বন্দে এলাকা ৷ এখানে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইও হয় ৷

এদিন দু'পক্ষের মধ্যে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে নারায়ণপুর জেলার ওর্চা পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় ৷ তবে এই দুই সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য আহত হননি ৷ উল্লেখ্য, সোমবার অন্তগড় বিধানসভার অন্তর্গত ছোটেবেথিয়া এলাকায় একটি আইইডি বিস্ফোরণে দুই ভোটকর্মী ও এক বিএসএফ জওয়ান আহত হন ৷ মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটায় বলে খবর ৷

আরও পড়ুন: মাওবাদী হামলার জন্য ছত্তিশগড়ে ভোটের দিনেই কংগ্রেসকে দায়ী করলেন মোদি

90 আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা কেন্দ্রে এবার 2 দফায় নির্বাচন ৷ প্রথম দফার ভোটগ্রহণ হয় মঙ্গলবার ৷ এদিন ভোটগ্রহণ হয় 20টি বিধানসভা আসনে ৷ পরের দফার ভোট আগামী 17 নভেম্বর ৷ ফল ঘোষণা 3 ডিসেম্বর ৷ মোট প্রার্থীর সংখ্যা 223 জন ৷ এদিন প্রথম দফায় মূলত মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে নির্বাচন হয় ৷ বেশকিছু জায়গায় এদিন মাওবাদী নাশকতার ঘটনা ঘটলেও, কোনও ভোটারের হতাহতের খবর নেই ৷

Last Updated : Nov 7, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.