ETV Bharat / bharat

Independence Day 2023: 'প্রাকৃতিক দুর্যোগ অকল্পনীয় সংকট সৃষ্টি করেছে', স্বাধীনতা দিবসে উদ্বেগ প্রকাশ মোদির

PM Modi Expresses Concern over Natural Calamity: স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের বৃষ্টিপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, অকল্পনীয় সংকট সৃষ্টি করেছে প্রাকৃতিক দুর্যোগ ৷

Independence Day 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 15, 2023, 12:57 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের ভাষণে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 77তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি ভারী বৃষ্টিপাতের জন্য বিভিন্ন রাজ্যের বিপর্যয়ের কথা তুলে ধরেন ৷

প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার বলেন, "...এ বার প্রাকৃতিক দুর্যোগ দেশের বেশ কিছু অংশে অকল্পনীয় সংকট তৈরি করেছে । যারা এই দুর্যোগের সম্মুখীন হয়েছেন, আমি সেই সমস্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি....৷"

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, কেন্দ্র এবং রাজ্য উভয়ই সংকটের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করবে যাতে তারা আবার তাদের জীবন শুরু করতে পারে । তাঁর কথায়, "আমি এটা সম্পর্কে আপনাদের আশ্বস্ত করছি ৷"

ভারী বৃষ্টিপাত উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের মানুষের জনজীবন বিপর্যস্ত করেছে ৷ যার ফলে বহু মৃত্যু ও ধ্বংসের সাক্ষী হয়েছে এই রাজ্যগুলি । দেশের আবহাওয়া বিভাগ হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কয়েকটি অংশে আগামী 24 ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ৷ আবহাওয়া দফতর উভয় পার্বত্য রাজ্যের জন্য 'রেড অ্যালার্ট' জারি করেছে ৷ যা ধীরে ধীরে কমলা সতর্কতায় নামিয়ে আনা হবে ।

হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোমবার জানিয়েছেন যে, এলাকায় ভূমিধস এবং অবিরাম বৃষ্টিপাতের কারণে গত 24 ঘণ্টার মধ্যে 50 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । ধ্বংসাবশেষের নিচে আরও 20 জনেরও বেশি লোক আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন: আগামী 5 বছরে তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতি হবে দেশ, স্বাধীনতা দিবসে 'গ্যারান্টি' মোদির

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার আকাশপথে রাজ্যের বন্যাকবলিত এলাকার পরিদর্শন করেন এবং ঋষিকেশ জেলার গঙ্গা নদীর ক্রমবর্ধমান জলস্তর নিয়ে পর্যালোচনা করেছেন । পরিদর্শনের পর ধামি বলেন যে, রাজ্যে অবিরাম বৃষ্টির কারণে গত 48 ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সে জন্য কেদারনাথ যাত্রা আগামী দুই দিনের জন্য বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি ।

সোমবার সকালে 24 ঘণ্টার ব্যবধানে সারা দেশের মধ্যে উত্তরাখণ্ডের ঋষিকেশে রেকর্ড বৃষ্টি হয়েছে । রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি জায়গায় ভূমিধস এবং আকস্মিক বন্যা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

এ দিকে, দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজঘাটে মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর টানা দশম স্বাধীনতা দিবস । 2014 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্বাধীনতা দিবসের ভাষণ দিয়ে আসছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এটিই তাঁর শেষ স্বাধীনতা দিবসের ভাষণ ।

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের ভাষণে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 77তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি ভারী বৃষ্টিপাতের জন্য বিভিন্ন রাজ্যের বিপর্যয়ের কথা তুলে ধরেন ৷

প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার বলেন, "...এ বার প্রাকৃতিক দুর্যোগ দেশের বেশ কিছু অংশে অকল্পনীয় সংকট তৈরি করেছে । যারা এই দুর্যোগের সম্মুখীন হয়েছেন, আমি সেই সমস্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি....৷"

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, কেন্দ্র এবং রাজ্য উভয়ই সংকটের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করবে যাতে তারা আবার তাদের জীবন শুরু করতে পারে । তাঁর কথায়, "আমি এটা সম্পর্কে আপনাদের আশ্বস্ত করছি ৷"

ভারী বৃষ্টিপাত উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের মানুষের জনজীবন বিপর্যস্ত করেছে ৷ যার ফলে বহু মৃত্যু ও ধ্বংসের সাক্ষী হয়েছে এই রাজ্যগুলি । দেশের আবহাওয়া বিভাগ হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কয়েকটি অংশে আগামী 24 ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ৷ আবহাওয়া দফতর উভয় পার্বত্য রাজ্যের জন্য 'রেড অ্যালার্ট' জারি করেছে ৷ যা ধীরে ধীরে কমলা সতর্কতায় নামিয়ে আনা হবে ।

হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোমবার জানিয়েছেন যে, এলাকায় ভূমিধস এবং অবিরাম বৃষ্টিপাতের কারণে গত 24 ঘণ্টার মধ্যে 50 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । ধ্বংসাবশেষের নিচে আরও 20 জনেরও বেশি লোক আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন: আগামী 5 বছরে তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতি হবে দেশ, স্বাধীনতা দিবসে 'গ্যারান্টি' মোদির

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার আকাশপথে রাজ্যের বন্যাকবলিত এলাকার পরিদর্শন করেন এবং ঋষিকেশ জেলার গঙ্গা নদীর ক্রমবর্ধমান জলস্তর নিয়ে পর্যালোচনা করেছেন । পরিদর্শনের পর ধামি বলেন যে, রাজ্যে অবিরাম বৃষ্টির কারণে গত 48 ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সে জন্য কেদারনাথ যাত্রা আগামী দুই দিনের জন্য বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি ।

সোমবার সকালে 24 ঘণ্টার ব্যবধানে সারা দেশের মধ্যে উত্তরাখণ্ডের ঋষিকেশে রেকর্ড বৃষ্টি হয়েছে । রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি জায়গায় ভূমিধস এবং আকস্মিক বন্যা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

এ দিকে, দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজঘাটে মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর টানা দশম স্বাধীনতা দিবস । 2014 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্বাধীনতা দিবসের ভাষণ দিয়ে আসছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এটিই তাঁর শেষ স্বাধীনতা দিবসের ভাষণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.