ETV Bharat / bharat

রামনবমীতে করোনা বিধি মানুন, অনুরোধ প্রধানমন্ত্রীর

মোদি টুইট করেন, "রামনবমীতে সবার মঙ্গলকামনা করি ৷ দেশের সমস্ত মানুষের প্রতি পুরুষোত্তম রামের করুণা বর্ষিত হোক ৷ জয় শ্রী রাম ৷"

narendra-modi-urges-people-to-follow-covid-guidelines-on-ram-nabami
narendra-modi-urges-people-to-follow-covid-guidelines-on-ram-nabami
author img

By

Published : Apr 21, 2021, 9:36 AM IST

Updated : Apr 21, 2021, 10:06 AM IST

নয়াদিল্লি, 21 এপ্রিল : আজ রামনবমী ৷ রামনবমীর শুভেচ্ছা জানিয়ে উৎসবে সাধারণ মানুষকে করোনার বিধি মানতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার মোদি টুইট করেন, "রাম নবমীতে সবার মঙ্গলকামনা করি ৷ দেশের সমস্ত মানুষের প্রতি পুরুষোত্তম রামের করুণা বর্ষিত হোক ৷ জয় শ্রী রাম ৷"

পরে আরও একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ লেখেন, "আজ রামনবমী ৷ আমাদের সকলের প্রতি পুরুষোত্তম রামের একমাত্র বার্তা, সকলে যেন নিজেদের কর্তব্য পালন করি নিষ্ঠার সঙ্গে ৷ করোনার এই পরিস্থিতিতে করোনা থেকে বাঁচতে যা যা উপায় আছে, আমরা যেন সেই সমস্ত পালন করি ৷ 'দবাই ভি কড়াই ভি'- এই মন্ত্র মনে রাখবেন ৷ "

আরও পড়ুন: দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে : মোদি

গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে করোনা বিধি মানতে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন, ‘‘দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে ৷’’ বুধবার রামনবমীর দিনেও একই বার্তা দিলেন ৷

নয়াদিল্লি, 21 এপ্রিল : আজ রামনবমী ৷ রামনবমীর শুভেচ্ছা জানিয়ে উৎসবে সাধারণ মানুষকে করোনার বিধি মানতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার মোদি টুইট করেন, "রাম নবমীতে সবার মঙ্গলকামনা করি ৷ দেশের সমস্ত মানুষের প্রতি পুরুষোত্তম রামের করুণা বর্ষিত হোক ৷ জয় শ্রী রাম ৷"

পরে আরও একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ লেখেন, "আজ রামনবমী ৷ আমাদের সকলের প্রতি পুরুষোত্তম রামের একমাত্র বার্তা, সকলে যেন নিজেদের কর্তব্য পালন করি নিষ্ঠার সঙ্গে ৷ করোনার এই পরিস্থিতিতে করোনা থেকে বাঁচতে যা যা উপায় আছে, আমরা যেন সেই সমস্ত পালন করি ৷ 'দবাই ভি কড়াই ভি'- এই মন্ত্র মনে রাখবেন ৷ "

আরও পড়ুন: দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে : মোদি

গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে করোনা বিধি মানতে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন, ‘‘দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে ৷’’ বুধবার রামনবমীর দিনেও একই বার্তা দিলেন ৷

Last Updated : Apr 21, 2021, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.