নয়া দিল্লি, 6 জুলাই : আজ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (shyama prasad mukherjee) জন্মদিন ৷ শ্যামাপ্রসাদের 120তম জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷
মঙ্গলবার সকালে টুইটারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করেন মোদি ৷ জন্মজয়ন্তীতে প্রয়াত পূর্বসূরী নেতাকে প্রণাম জানিয়ে লেখেন, তিনি ছিলেন গোটা দেশের অনুপ্রেরণা ৷
আরও পড়ুন: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিশন গড়ার দাবিতে হাইকোর্টে মামলা
-
I bow to Dr. Syama Prasad Mookerjee on his Jayanti. His lofty ideals motivate millions across our nation. Dr. Mookerjee devoted his life towards India’s unity and progress. He also distinguished himself as a remarkable scholar and intellectual.
— Narendra Modi (@narendramodi) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I bow to Dr. Syama Prasad Mookerjee on his Jayanti. His lofty ideals motivate millions across our nation. Dr. Mookerjee devoted his life towards India’s unity and progress. He also distinguished himself as a remarkable scholar and intellectual.
— Narendra Modi (@narendramodi) July 6, 2021I bow to Dr. Syama Prasad Mookerjee on his Jayanti. His lofty ideals motivate millions across our nation. Dr. Mookerjee devoted his life towards India’s unity and progress. He also distinguished himself as a remarkable scholar and intellectual.
— Narendra Modi (@narendramodi) July 6, 2021
নরেন্দ্র মোদি টুইট করেন, "জন্মজয়ন্তীতে আমি প্রণাম জানাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ৷ তাঁর দীর্ঘ অবয়ব দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ঐক্য ও প্রগতির পথের দিশারী ৷ তিনি নিজেকে একজন পণ্ডিত ও বুদ্ধিজীবী হিসেবেও বিশিষ্ট করে তুলে ধরেছিলেন ৷"