ETV Bharat / bharat

Nainital Situation Review: জোশীমঠের পর কী নৈনিতালের পালা? পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

author img

By

Published : Jan 14, 2023, 11:33 AM IST

জোশীমঠের মতো কী নৈনিতালের অবস্থা হতে চলেছে ৷ এবার এই প্রশ্নই উঠছে ৷ কারণ সেখানেও দেখা দিয়েছে ফাটল ৷ নৈনিতালের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাট (Ajay Bhatt visit Nainital) ৷

cracks in Nainital mall road
নৈনিতাল

নৈনিতাল, 14 জানুয়ারি: জোশীমঠের মতো বিপর্যয় নেমে আসার সম্ভাবনা নৈনিতালেও ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাট (Union Minister of State for Defense Ajay Bhatt ) ৷ শুক্রবার তিনি নৈনিতাল সফরে যান ৷ সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এই আশঙ্কার কথা জানান ৷ কিন্তু তিনি এটাও আশ্বস্ত করেছেন, কেন্দ্রীয় সরকার নৈনিতালে ভূমিধস প্রতিরোধে সবরকম ব্যবস্থা গ্রহণ করছে ৷ নৈনিতাল শহরের বেশ কিছু এলাকায় ইতিমধ্যে জমিতে ফাটল দেখা দিয়েছে ৷ সে বিষয়েও গভীর মনোযোগ দিচ্ছে কেন্দ্র বলে অজয় ​​ভাট জানান ।

নৈনিতালের পরিস্থিতি পর্যালোচনা: কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নৈনিতালে গিয়ে শহরের সংবেদনশীল এবং অতি সংবেদনশীল এলাকায় ভূমিধসের বিষয়ে জেলার সমস্ত বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন (review meeting) । গত কয়েক বছর ধরে নৈনিতালের লোয়ার মল রোডে ফাটলগুলি (cracks in Nainital mall road) দেখা দিয়েছে । সেটিকে তিনি উদ্বেগজনক সমস্যা হিসাবে তুলে ধরেন ৷ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেনও তিনি । আধিকারিকদের ভূমিধস-কবলিত এলাকার স্থায়ী সমাধানের বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ভূমিধস আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: অজয় ​​ভাট ঐতিহাসিক বেড স্ট্যান্ডকে ফাটল ধরার থেকে রক্ষার কথা বলেন ৷ বৈঠকের সময় তিনি বিভাগীয় আধিকারিকদের এলাকা পরিদর্শন করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ এমনকী কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, মোদি সরকার জোশীমঠের ভূমিধসের কবলে পড়া এলাকায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ৷ এর থেকে ভূমিধসের কারণগুলি অনুমান করা যাবে বলে তিনি জানান ৷ এর ফলে নৈনিতালে যদি একইরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে মোকাবিলা করতে সুবিধা হবে বলে তাঁর মত ।

নৈনিতাল নিয়ে সতর্কতা অবলম্বন: অজয় ভাট আরও জানান, আগের করা সমীক্ষা এবং বর্তমানে বিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতে নৈনিতালের এলাকাযগুলিতে কাজ করা হবে । তিনি এদিন তুলে ধরেন যে জোশীমঠ-সহ হিমালয় অঞ্চলের পাহাড়গুলি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে । এর কারণেই এই ধরনের দুর্যোগ পাহাড়ে ব্যাপক আকার ধারণ করছে । পরিবেশগত উন্নয়নের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যখন পার্বত্য অঞ্চলের শহরগুলোর কাঠামোগত উন্নয়নের উপর মনোযোগ দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান ৷

জোশীমঠ নিয়ে তৎপর কেন্দ্র: জোশীমঠের পরিস্থিতি সম্পর্কে অজয় ভাট জানান, কেন্দ্র এবং উত্তরাখণ্ডের সরকার জোশীমঠের প্রতিটি নাগরিককে সুরক্ষিত রাখতে যথাসাধ্য চেষ্টা করছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোশীমঠে ভূমিধসের ঘটনা সম্পর্কে প্রতি মুহূর্তের তথ্য নিচ্ছেন । তিনি নৈনিতালের বালিয়া নালা এবং চায়না পিক পাহাড়ে দীর্ঘস্থায়ী ভূমিধসের দিকেও নজর রাখছেন (Balia Nala Landslide Affected area in Nainital) । নৈনিতালের সমস্যা মোকাবিলায় কর্ম পরিকল্পনা করা হচ্ছে ।

আরও পড়ুন: জোশীমঠে ক্ষতিপূরণ রাজ্যের, পরিবার পিছু মিলবে 1.5 লক্ষ টাকা

নৈনিতাল, 14 জানুয়ারি: জোশীমঠের মতো বিপর্যয় নেমে আসার সম্ভাবনা নৈনিতালেও ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাট (Union Minister of State for Defense Ajay Bhatt ) ৷ শুক্রবার তিনি নৈনিতাল সফরে যান ৷ সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এই আশঙ্কার কথা জানান ৷ কিন্তু তিনি এটাও আশ্বস্ত করেছেন, কেন্দ্রীয় সরকার নৈনিতালে ভূমিধস প্রতিরোধে সবরকম ব্যবস্থা গ্রহণ করছে ৷ নৈনিতাল শহরের বেশ কিছু এলাকায় ইতিমধ্যে জমিতে ফাটল দেখা দিয়েছে ৷ সে বিষয়েও গভীর মনোযোগ দিচ্ছে কেন্দ্র বলে অজয় ​​ভাট জানান ।

নৈনিতালের পরিস্থিতি পর্যালোচনা: কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নৈনিতালে গিয়ে শহরের সংবেদনশীল এবং অতি সংবেদনশীল এলাকায় ভূমিধসের বিষয়ে জেলার সমস্ত বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন (review meeting) । গত কয়েক বছর ধরে নৈনিতালের লোয়ার মল রোডে ফাটলগুলি (cracks in Nainital mall road) দেখা দিয়েছে । সেটিকে তিনি উদ্বেগজনক সমস্যা হিসাবে তুলে ধরেন ৷ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেনও তিনি । আধিকারিকদের ভূমিধস-কবলিত এলাকার স্থায়ী সমাধানের বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ভূমিধস আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: অজয় ​​ভাট ঐতিহাসিক বেড স্ট্যান্ডকে ফাটল ধরার থেকে রক্ষার কথা বলেন ৷ বৈঠকের সময় তিনি বিভাগীয় আধিকারিকদের এলাকা পরিদর্শন করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ এমনকী কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, মোদি সরকার জোশীমঠের ভূমিধসের কবলে পড়া এলাকায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ৷ এর থেকে ভূমিধসের কারণগুলি অনুমান করা যাবে বলে তিনি জানান ৷ এর ফলে নৈনিতালে যদি একইরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে মোকাবিলা করতে সুবিধা হবে বলে তাঁর মত ।

নৈনিতাল নিয়ে সতর্কতা অবলম্বন: অজয় ভাট আরও জানান, আগের করা সমীক্ষা এবং বর্তমানে বিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতে নৈনিতালের এলাকাযগুলিতে কাজ করা হবে । তিনি এদিন তুলে ধরেন যে জোশীমঠ-সহ হিমালয় অঞ্চলের পাহাড়গুলি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে । এর কারণেই এই ধরনের দুর্যোগ পাহাড়ে ব্যাপক আকার ধারণ করছে । পরিবেশগত উন্নয়নের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যখন পার্বত্য অঞ্চলের শহরগুলোর কাঠামোগত উন্নয়নের উপর মনোযোগ দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান ৷

জোশীমঠ নিয়ে তৎপর কেন্দ্র: জোশীমঠের পরিস্থিতি সম্পর্কে অজয় ভাট জানান, কেন্দ্র এবং উত্তরাখণ্ডের সরকার জোশীমঠের প্রতিটি নাগরিককে সুরক্ষিত রাখতে যথাসাধ্য চেষ্টা করছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোশীমঠে ভূমিধসের ঘটনা সম্পর্কে প্রতি মুহূর্তের তথ্য নিচ্ছেন । তিনি নৈনিতালের বালিয়া নালা এবং চায়না পিক পাহাড়ে দীর্ঘস্থায়ী ভূমিধসের দিকেও নজর রাখছেন (Balia Nala Landslide Affected area in Nainital) । নৈনিতালের সমস্যা মোকাবিলায় কর্ম পরিকল্পনা করা হচ্ছে ।

আরও পড়ুন: জোশীমঠে ক্ষতিপূরণ রাজ্যের, পরিবার পিছু মিলবে 1.5 লক্ষ টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.