ETV Bharat / bharat

Manipur CM N Biren Singh: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ই, সাসপেন্স কাটিয়ে ঘোষণা বিজেপির - মণিপুরের মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বারও মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং-ই (Manipur CM N Biren Singh)৷ সাসপেন্স কাটিয়ে জানাল বিজেপি (N Biren Singh gets second term as Manipur CM) ৷ আজ এ কথা ঘোষণা করেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman announces Manipur CM's name)৷

N Biren Singh gets second term as Manipur CM: Nirmala Sitharaman
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ই, সাসপেন্স কাটিয়ে ঘোষণা বিজেপির
author img

By

Published : Mar 20, 2022, 6:10 PM IST

ইম্ফল, 20 মার্চ: দ্বিতীয়বারের জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং (Manipur CM N Biren Singh)৷ নির্বাচনের ফলপ্রকাশের 10 দিন পর বিজেপির তরফে ঘোষণা করা হল উত্তর-পূর্বের এই রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীর নাম (New Manipur CM)৷ আজ মণিপুরের পরিষদীয় দল এন বীরেন সিং-কেই (N Biren Singh gets second term as Manipur CM) তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে ৷ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman announces Manipur CM's name)৷

এন বীরেন সিং-এর সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন বিশ্বজিৎ সিং ও যুমনাম খেমচন্দ ৷ তাঁরা তিনজনই শনিবার দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে ৷ আজ রবিবার মণিপুরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন ও কিরেণ রিজিজু এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ইম্ফলে যান ৷ সেখানে গিয়ে তাঁরা ঘোষণা করেন, দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসানো হচ্ছে এন বীরেন সিং-কে ৷

আরও পড়ুন: Goa-Manipur Exit Poll 2022 : গোয়ায় এগিয়ে কংগ্রেস, মণিপুর বিজেপির

নির্বাচনের আগে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা না করলেও 61 বছরের প্রাক্তন ফুটবলার ও সাংবাদিক এন বীরেন সিং-ই দলের প্রচারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ 2017 সালেও মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়েছিল এন তাঁকে ৷

এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি ৷ 60টি আসনের মধ্যে তাদের ঝুলিতে এসেছে 32টি আসন ৷

আরও পড়ুন: আরও গভীরতর হচ্ছে মণিপুরের রাজনৈতিক সংকট

ইম্ফল, 20 মার্চ: দ্বিতীয়বারের জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং (Manipur CM N Biren Singh)৷ নির্বাচনের ফলপ্রকাশের 10 দিন পর বিজেপির তরফে ঘোষণা করা হল উত্তর-পূর্বের এই রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীর নাম (New Manipur CM)৷ আজ মণিপুরের পরিষদীয় দল এন বীরেন সিং-কেই (N Biren Singh gets second term as Manipur CM) তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে ৷ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman announces Manipur CM's name)৷

এন বীরেন সিং-এর সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন বিশ্বজিৎ সিং ও যুমনাম খেমচন্দ ৷ তাঁরা তিনজনই শনিবার দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে ৷ আজ রবিবার মণিপুরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন ও কিরেণ রিজিজু এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ইম্ফলে যান ৷ সেখানে গিয়ে তাঁরা ঘোষণা করেন, দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসানো হচ্ছে এন বীরেন সিং-কে ৷

আরও পড়ুন: Goa-Manipur Exit Poll 2022 : গোয়ায় এগিয়ে কংগ্রেস, মণিপুর বিজেপির

নির্বাচনের আগে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা না করলেও 61 বছরের প্রাক্তন ফুটবলার ও সাংবাদিক এন বীরেন সিং-ই দলের প্রচারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ 2017 সালেও মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়েছিল এন তাঁকে ৷

এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি ৷ 60টি আসনের মধ্যে তাদের ঝুলিতে এসেছে 32টি আসন ৷

আরও পড়ুন: আরও গভীরতর হচ্ছে মণিপুরের রাজনৈতিক সংকট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.