নয়াদিল্লি, 9 ডিসেম্বর : রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটল দিল্লির রোহিনী আদালতে (Mysterious Explosion took place at Rohini Court in Delhi today) ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে বিস্ফোরণের কারণ এখনও অধরা ৷ দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল 10টা 40 মিনিট নাগাদ তাঁদের কাছে বিস্ফোরণের বিষয়ে ফোন হয়েছিল ৷ তার পর ঘটনাস্থলে সাতটি ইঞ্জিন পাঠানো হয় ৷ জানা গিয়েছে যে আদালতের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷
দিল্লি পুলিশের ডিসিপি প্রণব তয়াল জানিয়েছেন, একটি ল্যাপটপ ব্যাগ থেকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে জানা গিয়েছে, বিস্ফোরণের মাত্রা কম ছিল, তাই ক্ষয়ক্ষতি কম হয়েছে ৷
এই ঘটনার জেরে রীতিমতো হইচই পড়ে যায় রোহিনী আদালতে ৷ বন্ধ হয়ে যায় শুনানি ৷ আইনজীবী, আদালতের কর্মী ও বিচারপ্রার্থীরা এদিক-ওদিক ছুটোছুটি করতে শুরু করেন ৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (police begins probe) ৷ ল্যাপটপে বিস্ফোরণ নাকি এর পিছনে নাশকতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ যিনি আহত হয়েছিলেন, ল্যাপটপ তাঁর কি না, সেটাও যাচাই করে দেখছে পুলিশ ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে চলতি বছর সেপ্টেম্বরের 24 তারিখ এই রোহিনী আদালতেই গুলি চলেছিল ৷ তাতে নিহত হন জিতেন্দ্র সিং মান ওরফে গোগি নামে এক দুষ্কৃতী ৷ তার সেই একই আদালতে বিস্ফোরণ ঘটায়, স্বাভাবিক নিরাপত্তা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷