ETV Bharat / bharat

Mumbai corona : এই প্রথম করোনায় মৃত্যুহীন মুম্বই - Mumbai records zero death

গত চব্বিশ ঘণ্টায় এই শহরে করোনা পরীক্ষা হয়েছে প্রায় 28 হাজার 600 জনের ৷ বর্তমানে এখানে কোনও কনটেনমেন্ট জোন না থাকলেও সিল করা রয়েছে 50টি বহুতল ৷

Mumbai corona
এই প্রথম করোনায় মৃত্যুহীন মুম্বই
author img

By

Published : Oct 17, 2021, 10:30 PM IST

মুম্বই, 17 অক্টোবর : 2020 সালের প্রথম দিকে দেশে করোনা সংক্রমণ আছড়ে পড়ার পর প্রায় প্রথম থেকেই সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এগিয়ে ছিল মহারাষ্ট্র ৷ কোভিড আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণও হারিয়েছেন এই রাজ্যে ৷ মহারাষ্ট্রে সংক্রমণের দিক দিয়ে এক সময় শীর্ষে এসে গিয়েছিল মুম্বইয়ের নাম ৷ সেই মুম্বইয়েই এবার কোভিডে মৃত্যুর সংখ্যা নেমে এল শূন্যে ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের দরফে রবিবার প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় বাণিজ্য নগরীতে একজন করোনা আক্রান্তেরও মৃত্যু হয়নি ৷

তবে মৃত্যু না হলেও, গত চব্বিশ ঘণ্টায় এখানে করোনা আক্রান্ত হয়েছেন আরও 367 জন ৷ মুম্বইতে করোনা সংক্রমণের হারও নিম্নমুখী ৷ বর্তমানে তা দাঁড়িয়েছে 1.27 শতাংশে ৷ অন্যদিকে, করোনা থেকে সুস্থতার হার 97 শতাংশ ৷ বর্তমানে মহারাষ্ট্রের রাজধানীতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 5 হাজার 30 জন ৷

আরও পড়ুন : Corona in Bengal : পুজো মিটতেই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 600 ছাড়াল, বাড়ল মৃত্যুও

গত চব্বিশ ঘণ্টায় এই শহরে করোনা পরীক্ষা হয়েছে প্রায় 28 হাজার 600 জনের ৷ বর্তমানে এখানে কোনও কনটেনমেন্ট জোন না থাকলেও সিল করা রয়েছে 50টি বহুতল ৷ তথ্য বলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এই শহরে দৈনিক সংক্রমণ 11 হাজারে পৌঁছে গিয়েছিল ৷ পাল্লা দিয়ে বেড়েছিল দৈনিক মৃত্যুর সংখ্যাও ৷ মুম্বইয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 7 লক্ষ 50 হাজার 808 জন ৷ মৃত্যু হয়েছে 16 হাজার 180 জনের ৷

মুম্বই, 17 অক্টোবর : 2020 সালের প্রথম দিকে দেশে করোনা সংক্রমণ আছড়ে পড়ার পর প্রায় প্রথম থেকেই সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এগিয়ে ছিল মহারাষ্ট্র ৷ কোভিড আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণও হারিয়েছেন এই রাজ্যে ৷ মহারাষ্ট্রে সংক্রমণের দিক দিয়ে এক সময় শীর্ষে এসে গিয়েছিল মুম্বইয়ের নাম ৷ সেই মুম্বইয়েই এবার কোভিডে মৃত্যুর সংখ্যা নেমে এল শূন্যে ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের দরফে রবিবার প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় বাণিজ্য নগরীতে একজন করোনা আক্রান্তেরও মৃত্যু হয়নি ৷

তবে মৃত্যু না হলেও, গত চব্বিশ ঘণ্টায় এখানে করোনা আক্রান্ত হয়েছেন আরও 367 জন ৷ মুম্বইতে করোনা সংক্রমণের হারও নিম্নমুখী ৷ বর্তমানে তা দাঁড়িয়েছে 1.27 শতাংশে ৷ অন্যদিকে, করোনা থেকে সুস্থতার হার 97 শতাংশ ৷ বর্তমানে মহারাষ্ট্রের রাজধানীতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 5 হাজার 30 জন ৷

আরও পড়ুন : Corona in Bengal : পুজো মিটতেই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 600 ছাড়াল, বাড়ল মৃত্যুও

গত চব্বিশ ঘণ্টায় এই শহরে করোনা পরীক্ষা হয়েছে প্রায় 28 হাজার 600 জনের ৷ বর্তমানে এখানে কোনও কনটেনমেন্ট জোন না থাকলেও সিল করা রয়েছে 50টি বহুতল ৷ তথ্য বলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এই শহরে দৈনিক সংক্রমণ 11 হাজারে পৌঁছে গিয়েছিল ৷ পাল্লা দিয়ে বেড়েছিল দৈনিক মৃত্যুর সংখ্যাও ৷ মুম্বইয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 7 লক্ষ 50 হাজার 808 জন ৷ মৃত্যু হয়েছে 16 হাজার 180 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.