ETV Bharat / bharat

মুম্বই পুলিশের হেফাজতে কুখ্যাত দুষ্কৃতী রবি পূজারি

বেঙ্গালুরু আদালত কুখ্যাত দুষ্কৃতী রবি পূজারিকে মুম্বই পুলিশের হেফাজতে হস্তান্তরিত করল । ২০১৬ সালে ঘাজালি হোটেলে গুলি চালানোর ঘটনায় যোগসূত্রের কারণে এই দুষ্কৃতী কর্নাটক জেলে ছিল ।

গ্রেপ্তার রবি পূজারি
গ্রেপ্তার রবি পূজারি
author img

By

Published : Feb 21, 2021, 4:47 PM IST

মুম্বই ( মহারাষ্ট্র ), 21 ফেব্রুয়ারি : দীর্ঘ এক বছরের যুদ্ধের পর শনিবার বেঙ্গালুরু আদালত কুখ্যাত দুষ্কৃতী রবি পূজারিকে মুম্বই পুলিশের হেফাজতে হস্তান্তরিত করল ।

মহারাষ্ট্রের যুগ্ম কমিশনার (অপরাধ শাখা) মিলিন্দ ভারাম্বে বলেছেন যে, কুখ্যাত দুষ্কৃতী রবি পূজারিকে মুম্বই পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছিল । 2016 সালে ঘাজালি হোটেলে গুলি চালানোর ঘটনায় যোগসূত্রের কারণে এই দুষ্কৃতী কর্নাটক জেলে ছিল ।

" পরবর্তী কিছুদিনের জন্য , পুজারিকে কর্নাটক থেকে মুম্বই আনা হয়েছে । নাভি মুম্বই ও থানে ছাড়াও মুম্বইতে তার বিরুদ্ধে প্রায় 49 টি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে । এক বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তাকে আমাদের হেফাজতে নেওয়ার জন্য , এবং অবশেষে 2016 সালে ঘাজালি হোটেলে গুলি চালানোর ঘটনার মধ্যে দিয়ে সেটা সফল হল " বললেন ভারাম্বে ।

খুন ও জোর জুলুমের মত একটার পর একটা জঘন্য অপরাধের বিভিন্ন ঘটনায় ফেরার ছিল পুজারি, এই কারণেই সেনেগাল থেকে ফেব্রুয়ারি 2020 তে তাকে বেঙ্গালুরুতে হস্তান্তরিত করা হয় । আন্ডারওয়াল্ড ডন ছোটা রাজনের সাথে বিচ্ছেদ হওয়ার পর এই কুখ্যাত দুষ্কৃতী জামিনের জন্য ঝাঁপিয়ে পড়ে । এরপর 2019 সালে সেনেগালে গ্রেপ্তার হয় এবং সেখান থেকে সাউথ আফ্রিকায় পালিয়ে গিয়ে ড্রাগ পাচার ও জোর জুলুমের মত জঘন্য অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে ।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর ,রবি পুজারি সাউথ আফ্রিকার একটি প্রত্যন্ত গ্রামে অ্যান্টনি ফার্নান্ডেজ নামে একজন বুর্কিনা ফাসো পাসপোর্ট ধারকের মিথ্যা পরিচয়ে গা ঢাকা দিয়েছিল ।

মুম্বই ( মহারাষ্ট্র ), 21 ফেব্রুয়ারি : দীর্ঘ এক বছরের যুদ্ধের পর শনিবার বেঙ্গালুরু আদালত কুখ্যাত দুষ্কৃতী রবি পূজারিকে মুম্বই পুলিশের হেফাজতে হস্তান্তরিত করল ।

মহারাষ্ট্রের যুগ্ম কমিশনার (অপরাধ শাখা) মিলিন্দ ভারাম্বে বলেছেন যে, কুখ্যাত দুষ্কৃতী রবি পূজারিকে মুম্বই পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছিল । 2016 সালে ঘাজালি হোটেলে গুলি চালানোর ঘটনায় যোগসূত্রের কারণে এই দুষ্কৃতী কর্নাটক জেলে ছিল ।

" পরবর্তী কিছুদিনের জন্য , পুজারিকে কর্নাটক থেকে মুম্বই আনা হয়েছে । নাভি মুম্বই ও থানে ছাড়াও মুম্বইতে তার বিরুদ্ধে প্রায় 49 টি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে । এক বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তাকে আমাদের হেফাজতে নেওয়ার জন্য , এবং অবশেষে 2016 সালে ঘাজালি হোটেলে গুলি চালানোর ঘটনার মধ্যে দিয়ে সেটা সফল হল " বললেন ভারাম্বে ।

খুন ও জোর জুলুমের মত একটার পর একটা জঘন্য অপরাধের বিভিন্ন ঘটনায় ফেরার ছিল পুজারি, এই কারণেই সেনেগাল থেকে ফেব্রুয়ারি 2020 তে তাকে বেঙ্গালুরুতে হস্তান্তরিত করা হয় । আন্ডারওয়াল্ড ডন ছোটা রাজনের সাথে বিচ্ছেদ হওয়ার পর এই কুখ্যাত দুষ্কৃতী জামিনের জন্য ঝাঁপিয়ে পড়ে । এরপর 2019 সালে সেনেগালে গ্রেপ্তার হয় এবং সেখান থেকে সাউথ আফ্রিকায় পালিয়ে গিয়ে ড্রাগ পাচার ও জোর জুলুমের মত জঘন্য অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে ।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর ,রবি পুজারি সাউথ আফ্রিকার একটি প্রত্যন্ত গ্রামে অ্যান্টনি ফার্নান্ডেজ নামে একজন বুর্কিনা ফাসো পাসপোর্ট ধারকের মিথ্যা পরিচয়ে গা ঢাকা দিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.