আমেদাবাদ, 2 জানুয়ারি: মায়ের বিরুদ্ধে রুজু হল খুনের অভিযোগ (Mother Killed Daughter) ৷ মাত্র দু'মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের আমেদাবাদের (Ahmedabad) শাহিবাগ থানা এলাকায় (Shahibaug police station) ৷ এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারী পুলিশকর্মীরও ৷ ইতিমধ্য়েই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ সূত্রের খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ (CCTV Camera footage) দেখেই ধৃত মহিলার কীর্তি জানতে পারেন তদন্তকারীরা ৷ তাঁদের দাবি, ওই মহিলার মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল ৷ আর সেই কারণেই তিনি মেয়েকে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন ৷ এই অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সকলের অলক্ষ্যে সেই হাসপাতালেরই চারতলা থেকে মেয়েকে নীচে ফেলে দেন মা ! কিন্তু, সেই ঘটনা নজরদারি ক্য়ামেরায় বন্দি হয় যায় !
1 জানুয়ারি, 2023 ৷ হাসপাতালের বাইরে প্রতিক্ষালয়ে ঘুমিয়ে ছিলেন আসিম মিঞা ৷ ভোর পাঁচটা নাগাদ স্ত্রী ফারজানা বানুর ডাকে ঘুম ভাঙে তাঁর ৷ ফারজানা তাঁর স্বামীকে জানান, তাঁদের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ! এরপর স্ত্রী'কে সঙ্গে নিয়ে হাসপাতাল-সহ আশপাশের সমস্ত এলাকা তন্ন তন্ন করে খোঁজেন আসিম ৷ কিন্তু, মেয়ের খোঁজ পাননি তিনি ৷ বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি ৷ মেয়ের নামে একটি স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়ারি করেন তিনি ৷ এরপর তদন্তে নামে পুলিশ ৷ হাসপাতালের সংশ্লিষ্ট সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ আর তাতেই ধরা পড়ে যান ফারজানা ৷
আরও পড়ুন: রিলস করতে করতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
পুলিশের আধিকারিকরা দেখেন, 1 জানুয়ারি ভোর 4টে 30 মিনিট নাগাদ ফারজানা নিজেই তাঁর মেয়েকে নিয়ে হাসপাতালের বাইরে যাচ্ছেন ৷ সেই সময় শিশুটি তাঁর কোলে ছিল ৷ আর ওই সিসিটিভি ফুটেজ ছিল হাসপাতালের চারতলার বারান্দার ৷ ফারজানা যখন ফিরে আসেন, তখন আর তাঁর কোলে তাঁর মেয়ে ছিল না !
এরপরই ফারজানাকে আটক করে পুলিশ ৷ লাগাতার জেরার মুখে ভেঙে পড়েন তিনি ৷ স্বীকার করেন, তাঁর মেয়ে কোথাও হারিয়ে যায়নি ৷ তিনি নিজেই মেয়েকে চারতলার বারান্দা থেকে নীচে ছু়ড়ে ফেলেছেন ৷ আর তাতেই মৃত্যু হয়েছে একরত্তির ৷ কারণ, তাঁর মেয়ে জন্ম থেকেই অসুস্থ ৷ তার সেবা করতে করতে ফারজানা হতাশ হয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন ৷ তার জেরেই এমন নৃশংস পদক্ষেপ করেন তিনি ! এই স্বীকারোক্তির পরই ঘাতক মাকে গ্রেফতার করে পুলিশ ৷ স্ত্রীর এমন আচরণে হতভম্ব হয়ে গিয়েছেন সদ্য সন্তান হারানো আসিম মিঞা ৷