ETV Bharat / bharat

Fake Certificate: জাল জন্ম শংসাপত্র দেখিয়ে ছেলেকে ভর্তি দেরাদুনের মিলিটারি কলেজে, গ্রেফতার নদিয়ার মহিলা

author img

By

Published : Feb 5, 2023, 3:13 PM IST

জাল জন্ম শংসাপত্রের (Fake Certificate) ভিত্তিতে ছেলেকে রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে (RIMC) ভর্তি করানোর অভিযোগ উঠল নদিয়ার এক মহিলার বিরুদ্ধে ৷ তাঁকে দেরাদুন থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Fake Certificate ETV Bharat
জাল জন্ম শংসাপত্র

দেরাদুন, 5 জানুয়ারি: জাল জন্ম শংসাপত্র (Fake Certificate) দেখিয়ে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে (আরআইএমসি) ছেলেকে ভর্তি করানোর অভিযোগে গ্রেফতার করা হল নদিয়ার এক মহিলাকে (Dehradun RIMC)৷ আরআইএমসিতে ভর্তির জন্য ছেলের ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ক্যান্ট থানার পুলিশ । ধৃতকে আদালতে তোলা হলে তাঁকে জেল হেফাজতে পাঠান বিচারক ।

জন্ম শংসাপত্রে কারচুপি: এই ঘটনায় আরআইএমসির লেফটেন্যান্ট কর্নেল অ্যাডমিনিস্ট্রেশন সন্দীপ শংকর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । অভিযোগে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা ক্যাডেট অক্ষত মিশ্র মেধার ভিত্তিতে 2023 সালের 24 জানুয়ারি আরআইএমসি-তে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল । ক্যাডেটের সার্টিফিকেট যাচাই করা হলে দেখা যায় যে, তার বাবা-মায়ের জমা দেওয়া জন্মনিবন্ধন শংসাপত্রে কারচুপি করা হয়েছে ।

আরআইএমসি-তে দুবার আবেদন নদিয়ার অক্ষতের: ক্যাডেট অক্ষত মিশ্র আরআইএমসিতে ভর্তির জন্য এর আগে দুবার আবেদন করেছিল ৷ প্রথমবার 2021 সালের জুলাই মাসে আবেদন করেছিল সে, তখন তার জন্ম শংসাপত্রে বলা ছিল যে, তার জন্ম 2008 সালের 25 নভেম্বর ৷ যখন সেই শংসাপত্র পরীক্ষা করা হয় তখন দেখা যায়, শংসাপত্রটি ছিল লখনউয়ের নগর পঞ্চায়েতের তৈরি করা ৷

আরও পড়ুন: ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক মোবাইল নম্বর বদলে 10 লক্ষ টাকার প্রতারণা

দ্বিতীয় আবেদনে জন্মের তারিখ ভিন্ন: কিন্তু 2022 সালের এপ্রিলে যখন সে দ্বিতীয়বার আবেদন করে, তখন তার জন্ম শংসাপত্রে লেখা ছিল যে তার জন্ম 2010 সালের 23 জানুয়ারি ৷ সেই শংসাপত্রটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেওয়া । দুটি ভর্তির ফর্মেই ক্যাডেট অক্ষত মিশ্রের মা মালবিকা মিশ্রের স্বাক্ষর ছিল ।

জেল হেফাজতে অভিযুক্ত: ক্যান্ট থানার ইনচার্জ বিনয় কুমার বলেছেন যে, নদিয়ার বাসিন্দা মালবিকা মিশ্র তাঁর ছেলের জন্ম শংসাপত্রে জাল নথি তৈরি করেছিলেন এবং জালিয়াতি করে দেরাদুনের আরআইএমসি স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছিলেন । এই অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয় । তাকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

দেরাদুন, 5 জানুয়ারি: জাল জন্ম শংসাপত্র (Fake Certificate) দেখিয়ে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে (আরআইএমসি) ছেলেকে ভর্তি করানোর অভিযোগে গ্রেফতার করা হল নদিয়ার এক মহিলাকে (Dehradun RIMC)৷ আরআইএমসিতে ভর্তির জন্য ছেলের ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ক্যান্ট থানার পুলিশ । ধৃতকে আদালতে তোলা হলে তাঁকে জেল হেফাজতে পাঠান বিচারক ।

জন্ম শংসাপত্রে কারচুপি: এই ঘটনায় আরআইএমসির লেফটেন্যান্ট কর্নেল অ্যাডমিনিস্ট্রেশন সন্দীপ শংকর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । অভিযোগে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা ক্যাডেট অক্ষত মিশ্র মেধার ভিত্তিতে 2023 সালের 24 জানুয়ারি আরআইএমসি-তে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল । ক্যাডেটের সার্টিফিকেট যাচাই করা হলে দেখা যায় যে, তার বাবা-মায়ের জমা দেওয়া জন্মনিবন্ধন শংসাপত্রে কারচুপি করা হয়েছে ।

আরআইএমসি-তে দুবার আবেদন নদিয়ার অক্ষতের: ক্যাডেট অক্ষত মিশ্র আরআইএমসিতে ভর্তির জন্য এর আগে দুবার আবেদন করেছিল ৷ প্রথমবার 2021 সালের জুলাই মাসে আবেদন করেছিল সে, তখন তার জন্ম শংসাপত্রে বলা ছিল যে, তার জন্ম 2008 সালের 25 নভেম্বর ৷ যখন সেই শংসাপত্র পরীক্ষা করা হয় তখন দেখা যায়, শংসাপত্রটি ছিল লখনউয়ের নগর পঞ্চায়েতের তৈরি করা ৷

আরও পড়ুন: ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক মোবাইল নম্বর বদলে 10 লক্ষ টাকার প্রতারণা

দ্বিতীয় আবেদনে জন্মের তারিখ ভিন্ন: কিন্তু 2022 সালের এপ্রিলে যখন সে দ্বিতীয়বার আবেদন করে, তখন তার জন্ম শংসাপত্রে লেখা ছিল যে তার জন্ম 2010 সালের 23 জানুয়ারি ৷ সেই শংসাপত্রটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেওয়া । দুটি ভর্তির ফর্মেই ক্যাডেট অক্ষত মিশ্রের মা মালবিকা মিশ্রের স্বাক্ষর ছিল ।

জেল হেফাজতে অভিযুক্ত: ক্যান্ট থানার ইনচার্জ বিনয় কুমার বলেছেন যে, নদিয়ার বাসিন্দা মালবিকা মিশ্র তাঁর ছেলের জন্ম শংসাপত্রে জাল নথি তৈরি করেছিলেন এবং জালিয়াতি করে দেরাদুনের আরআইএমসি স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছিলেন । এই অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয় । তাকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.