ETV Bharat / bharat

বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা-শিশুর, অভিযোগ দায়ের বিদ্যুৎ বণ্টন সংস্থার বিরুদ্ধে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 5:03 PM IST

Mother and daughter electrocuted in Bengaluru: বেঙ্গালুরুতে ফুটপাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও 9 মাসের মেয়ের ৷ আহত হয়েছেন মহিলার স্বামীও ৷ ঘটনার পরেই এফআইআর দায়ের বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে ৷

Mother and daughter electrocuted in Bengaluru
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও 9 মাসের মেয়ের

বেঙ্গালুরু, 19 নভেম্বর: বেঙ্গালুরুর ফুটপাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 9 মাসের শিশুকন্যা ও মায়ের। ঘটনায় জখম হয়েছেন শিশুটির বাবাও ৷ তিনি হাসপাতালে চিকিসাধীন রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে বেঙ্গালুরুর কাদুগদিতে। মৃত তরুণী মায়ের নাম সৌন্দর্যা (23) ৷ ঘটনায় বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই ৷

জানা গিয়েছে, এ কে গোপালান কলোনির বাসিন্দা সৌন্দর্যা এবং সন্তোষ ৷ মেয়েকে নিয়ে দীপাবলির ছুটিতে চেন্নাই গিয়েছিলেন তাঁরা ৷ রবিবার বেঙ্গালুরুতে ফিরছিলেন। সে সময় রাস্তার ধারে ফুটপাথে অসাবধনাবশত একটি ইলেকট্রিক তার পড়েছিল ৷ অন্ধকারে সেটি না দেখতে পেয়ে ভুলবশত সেই তারে পা দেন সৌন্দর্য ৷ এর জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয় মা ও কোলে থাকা 9 মাস বয়সি মেয়ে ৷ পাশেই ছিলেন সন্তোষ ৷ তিনি এরপর তাঁর স্ত্রী ও কন্যাকে বাঁচানোর চেষ্টা করেন ৷ তবে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি ৷ মা ও মেয়েকে উদ্ধার করতে গিয়ে সন্তোষের হাত বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তিনি গুরুতর আহত হন ৷ এরপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় ।

এই ঘটনায় অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়র চেতন, জুনিয়র ইঞ্জিনিয়র রাজন্না এবং স্টেশন অপারেটর মঞ্জুনাথকে কাদুগদি থানায় ঢেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কাদুগদি থানায় আইপিসি ধারা 304-এ (অবহেলায় মৃত্যু ঘটানো)-এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। হোয়াইট ফিল্ড ডিভিশনের ডিসিপি শিবকুমার গুনারে বলেন ,"সৌন্দর্যা তামিলনাড়ু থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন ৷ সকাল 6 টার দিকে তাঁর সন্তানকে নিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন ৷ অন্ধকারে ফুটপাথে একটি ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের পা দেন। এই ঘটনায় বিদ্যুৎ সংস্থার আধিকারিক ও কর্মীদের আটক করা হয়েছে । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. পুজোর জিনিস কিনতে গিয়ে ফ্রিজে হাত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর; দেহ নিয়ে বিক্ষোভ
  2. শনির রাতে বিদ্যুত দফতরে মেরামতি, রবির ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মা ও ছেলে

বেঙ্গালুরু, 19 নভেম্বর: বেঙ্গালুরুর ফুটপাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 9 মাসের শিশুকন্যা ও মায়ের। ঘটনায় জখম হয়েছেন শিশুটির বাবাও ৷ তিনি হাসপাতালে চিকিসাধীন রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে বেঙ্গালুরুর কাদুগদিতে। মৃত তরুণী মায়ের নাম সৌন্দর্যা (23) ৷ ঘটনায় বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই ৷

জানা গিয়েছে, এ কে গোপালান কলোনির বাসিন্দা সৌন্দর্যা এবং সন্তোষ ৷ মেয়েকে নিয়ে দীপাবলির ছুটিতে চেন্নাই গিয়েছিলেন তাঁরা ৷ রবিবার বেঙ্গালুরুতে ফিরছিলেন। সে সময় রাস্তার ধারে ফুটপাথে অসাবধনাবশত একটি ইলেকট্রিক তার পড়েছিল ৷ অন্ধকারে সেটি না দেখতে পেয়ে ভুলবশত সেই তারে পা দেন সৌন্দর্য ৷ এর জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয় মা ও কোলে থাকা 9 মাস বয়সি মেয়ে ৷ পাশেই ছিলেন সন্তোষ ৷ তিনি এরপর তাঁর স্ত্রী ও কন্যাকে বাঁচানোর চেষ্টা করেন ৷ তবে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি ৷ মা ও মেয়েকে উদ্ধার করতে গিয়ে সন্তোষের হাত বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তিনি গুরুতর আহত হন ৷ এরপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় ।

এই ঘটনায় অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়র চেতন, জুনিয়র ইঞ্জিনিয়র রাজন্না এবং স্টেশন অপারেটর মঞ্জুনাথকে কাদুগদি থানায় ঢেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কাদুগদি থানায় আইপিসি ধারা 304-এ (অবহেলায় মৃত্যু ঘটানো)-এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। হোয়াইট ফিল্ড ডিভিশনের ডিসিপি শিবকুমার গুনারে বলেন ,"সৌন্দর্যা তামিলনাড়ু থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন ৷ সকাল 6 টার দিকে তাঁর সন্তানকে নিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন ৷ অন্ধকারে ফুটপাথে একটি ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের পা দেন। এই ঘটনায় বিদ্যুৎ সংস্থার আধিকারিক ও কর্মীদের আটক করা হয়েছে । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. পুজোর জিনিস কিনতে গিয়ে ফ্রিজে হাত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর; দেহ নিয়ে বিক্ষোভ
  2. শনির রাতে বিদ্যুত দফতরে মেরামতি, রবির ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মা ও ছেলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.