পাটনা, 4 জানুয়ারি : বিহারে (Coronavirus in Bihar news) ডাক্তারদের উপর করোনার (Bihar doctors Covid positive) থাবা আরও প্রকট হল ৷ কোভিড 19-এ আক্রান্ত হলেন আরও 72 জন ডাক্তার (more NMCH doctors infected)৷ এতে উদ্বেগ ছড়িয়েছে স্বাস্থ্য পরিষেবার আধিকারিকদের মধ্যে ৷
নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nalanda Medical College and Hospital news) সুপার বিনোদ কুমার সিং জানিয়েছেন, হাসপাতালের আরও 72 জন ডাক্তারের কোভিড রিপোর্ট পজিটিভ (more doctors test covid positive) এসেছে ৷ জানুয়ারির 1 ও 2 তারিখ ওই হাসপাতালেরই 87 জন ডাক্তার ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷ 3 জানুয়ারি সেই তালিকায় জুড়ল আরও 72 জনের নাম (72 more doctors covid positive) ৷ সবমিলিয়ে গত চার দিনে মোট 159 জন ডাক্তারের কোভিড ধরা পড়েছে ৷
আরও পড়ুন: Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী
27 ও 28 ডিসেম্বর পাটনায় ইন্ডিয়ান মেডিক্যাল কলেজের দু দিনের 96তম জাতীয় বার্ষিক কনফারেন্সের (IMA conference in Patna) আয়োজন করা হয়েছিল ৷ কোভিড পজিটিভ হওয়া ডাক্তারদের অধিকাংশই সেই কনফারেন্সে (96th national annual conference) যোগ দিয়েছিলেন ৷
নালন্দা হাসপাতালে একের পর ডাক্তাররা করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন ৷ আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ করে তাঁদের করোনা পরীক্ষা করানোর চেষ্টা চলছে ৷
আইএমএ-র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নানা গণ্যমান্য ব্যক্তি ৷ ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ৷ ফলে চিন্তা আরও বেড়েছে প্রশাসনের ৷ আইএমএ-র হিসেব বলছে, গত বছরের শুরুর দিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাসে যে রাজ্যগুলির অধিক সংখ্যক ডাক্তারের মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে বিহার ছিল অন্যতম ৷