ETV Bharat / bharat

Modi Biden Bilateral Meet: ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করায় জোর, বাইডেনের দৃষ্টিভঙ্গির প্রশংসা মোদির - Biden Modi meeting

গত বছর নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন ৷ 2019 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন শেষবার মার্কিন সফরে গিয়েছিলেন মোদি ৷ এদিন প্রোটোকল মেনে হোয়াইট হাউজ়ের কার্যকরী প্রধান ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান ৷

Modi Biden Bilateral Meet
বাইডেনের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউজ়ে পৌঁছলেন মোদি
author img

By

Published : Sep 24, 2021, 9:26 PM IST

Updated : Sep 24, 2021, 10:29 PM IST

ওয়াশিংটন ডিসি, 24 সেপ্টেম্বর : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ ভার্চুয়ালি এর আগে দু'জনে বৈঠক করেছেন ৷ চলতি বছর মার্চে কোয়াড সামিটে, এপ্রিলে জলবায়ু পরিবর্তন এবং জুনে জি-7 সামিটে ভার্চুয়ালি বৈঠক হয়েছে মোদি-বাইডেনের ৷ আজ মোদি-বাইডেনের মুখোমুখি বৈঠকে মূলত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে ৷ কোভিড-19 মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনে বাইডেনের প্রশংসা করেছেন মোদি ৷

বৈঠকের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেন, "শতাব্দীর তৃতীয় শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যা ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে ৷"

তারপর বাইডেন বলেন, " বিশ্বের দুই বড় গণতান্ত্রিক দেশ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব যত দিন যাবে তত আরও শক্তিশালী হবে ৷ মোদি ও আমি কোভিড মহামারী মোকাবিলা ও নিরাপত্তার বিষয়ে কথা বলব ৷ কোভিড মহামারী রোখাই আমাদের বড় চ্যালেঞ্জ ৷ আমি বিশ্বাস করি, ভারত-মার্কিন বন্ধুত্ব বিশ্বের যে কোনও সমস্যার সমাধান করতে পারবে ৷ 2006 সালে আমি যখন ভাইস-প্রেসিডেন্ট ছিলাম, তখন বলেছিলাম 2020 সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও কাছাকাছি আসবে ৷"

কোভিড-19 মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনে বাইডেনের প্রশংসা করে মোদি বলেন, "আজ আমাদের সামনে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার দারুণ সুযোগ রয়েছে ৷ আমরা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারি ৷ বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে ৷ প্রযুক্তির বিকাশ মানবতার স্বার্থে ব্যবহার করতে হবে ৷" গ্লোবাল ওয়ার্মিং রুখতে একসঙ্গে কাজ করার বার্তা দেন মোদি ৷

গত বছর নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন ৷ 2019 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন শেষবার মার্কিন সফরে গিয়েছিলেন মোদি ৷ এদিন প্রোটোকল মেনে হোয়াইট হাউজ়ের কার্যকরী প্রধান ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান ৷ এই বৈঠকের আগেই বাইডেন একটি টুইট করেন ৷ টুইটে মার্কিন প্রেসিডেন্ট জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে, কোভিড প্যানডেমিক থেকে জলবায়ু পরিবর্তন একাধিক বিষয়ে একত্রে মোকাবিলা করার জন্য প্রস্তুত তিনি ৷

  • This morning I’m hosting Indian Prime Minister Narendra Modi at the White House for a bilateral meeting. I look forward to strengthening the deep ties between our two nations, working to uphold a free and open Indo-Pacific, and tackling everything from COVID-19 to climate change.

    — President Biden (@POTUS) September 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কমলা হ্যারিসকে তাঁর দাদুর স্মৃতি উপহার মোদির

ওয়াশিংটন ডিসি, 24 সেপ্টেম্বর : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ ভার্চুয়ালি এর আগে দু'জনে বৈঠক করেছেন ৷ চলতি বছর মার্চে কোয়াড সামিটে, এপ্রিলে জলবায়ু পরিবর্তন এবং জুনে জি-7 সামিটে ভার্চুয়ালি বৈঠক হয়েছে মোদি-বাইডেনের ৷ আজ মোদি-বাইডেনের মুখোমুখি বৈঠকে মূলত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে ৷ কোভিড-19 মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনে বাইডেনের প্রশংসা করেছেন মোদি ৷

বৈঠকের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেন, "শতাব্দীর তৃতীয় শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যা ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে ৷"

তারপর বাইডেন বলেন, " বিশ্বের দুই বড় গণতান্ত্রিক দেশ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব যত দিন যাবে তত আরও শক্তিশালী হবে ৷ মোদি ও আমি কোভিড মহামারী মোকাবিলা ও নিরাপত্তার বিষয়ে কথা বলব ৷ কোভিড মহামারী রোখাই আমাদের বড় চ্যালেঞ্জ ৷ আমি বিশ্বাস করি, ভারত-মার্কিন বন্ধুত্ব বিশ্বের যে কোনও সমস্যার সমাধান করতে পারবে ৷ 2006 সালে আমি যখন ভাইস-প্রেসিডেন্ট ছিলাম, তখন বলেছিলাম 2020 সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও কাছাকাছি আসবে ৷"

কোভিড-19 মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনে বাইডেনের প্রশংসা করে মোদি বলেন, "আজ আমাদের সামনে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার দারুণ সুযোগ রয়েছে ৷ আমরা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারি ৷ বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে ৷ প্রযুক্তির বিকাশ মানবতার স্বার্থে ব্যবহার করতে হবে ৷" গ্লোবাল ওয়ার্মিং রুখতে একসঙ্গে কাজ করার বার্তা দেন মোদি ৷

গত বছর নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন ৷ 2019 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন শেষবার মার্কিন সফরে গিয়েছিলেন মোদি ৷ এদিন প্রোটোকল মেনে হোয়াইট হাউজ়ের কার্যকরী প্রধান ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান ৷ এই বৈঠকের আগেই বাইডেন একটি টুইট করেন ৷ টুইটে মার্কিন প্রেসিডেন্ট জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে, কোভিড প্যানডেমিক থেকে জলবায়ু পরিবর্তন একাধিক বিষয়ে একত্রে মোকাবিলা করার জন্য প্রস্তুত তিনি ৷

  • This morning I’m hosting Indian Prime Minister Narendra Modi at the White House for a bilateral meeting. I look forward to strengthening the deep ties between our two nations, working to uphold a free and open Indo-Pacific, and tackling everything from COVID-19 to climate change.

    — President Biden (@POTUS) September 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কমলা হ্যারিসকে তাঁর দাদুর স্মৃতি উপহার মোদির

Last Updated : Sep 24, 2021, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.