ETV Bharat / bharat

Minor Girl Molested in Jaipur: জয়পুরে নাবালিকাকে মারধর এবং তার স্বামীকে মূত্রপান করানোর অভিযোগ - জয়পুর

জয়পুরে নাবালিকাকে মারধরের অভিযোগ (Minor Girl Molests) ৷ প্রতিবাদ করা তাঁর স্বামীকেও মারধর করা হয় ৷ সেই সঙ্গে মূত্রপান করানো হয় বলেও অভিযোগ করা হয়েছে (Miscreants Force Man to Drink Urine in Jaipur) ৷ অভিযুক্তরা তাঁর নাক ও কান কেটে দিয়েছে বলেও অভিযোগ ৷

minor-girl-molests-and-her-husband-beaten-by-accused-in-jaipur
minor-girl-molests-and-her-husband-beaten-by-accused-in-jaipur
author img

By

Published : Nov 9, 2022, 11:12 AM IST

Updated : Nov 9, 2022, 11:42 AM IST

জয়পুর, 9 নভেম্বর: জয়পুরের রামনগরীয়ার নারায়াণা এলাকায় এক নাবালিকা (Minor Girl Molests) এবং তাঁর স্বামীকে মারধর ও নিগ্রহের অভিযোগ ৷ নাবালিকাকে আটকে রেখে মারধর এবং তাঁর স্বামীকে মূত্রপান করানো হয় বলে অভিযোগ (Miscreants Force Man to Drink Urine in Jaipur) উঠেছে স্থানীয় রামজিলাল গোটিয়া-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ৷ নির্যাতিতার স্বামীর নাক ও কানও কেটে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি গত 31 অক্টোবর ঘটলেও, সম্প্রতি নাবালিকার মা পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

রামনগরীয়া থানার পুলিশ জানিয়েছে, নারায়াণা এলাকার বাসিন্দা ওই বিধবা মহিলা গত 31 অক্টোবর তাঁর বাড়িতে ফিরছিলেন ৷ সঙ্গে তাঁর মেয়ে এবং জামাই ছিলেন ৷ বাড়ির কাছে স্থানীয় রামজিলাল গোটেয়া এবং তাঁর দলবল পথ আটকে দাঁড়ায় এবং নাবালিকাকে আটকে রেখে মারধর শুরু করে (Minor Girl Molested in Jaipur) ৷ ঘটনায় ওই নাবালিকার স্বামী প্রতিবাদ করলে, অভিুযুক্তরা তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে ওই যুবককে মূত্রপান করায় অভিযুক্তরা ৷ এর পর কান ও নাক কেটে দেওয়া হয় ৷ আর পুলিশে জানালে, প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: জুয়া খেলা ও মদ্যপানের প্রতিবাদ, শ্লীলতাহানি-মারধরের অভিযোগ শান্তিপুরে

প্রাণনাশের হুমকি দেওয়ায় গত 7 দিনে আক্রান্তরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি ৷ কিন্তু, পরিবারের বাকি সদস্যদের কথায় গতকাল রামনগরীয়া থানায় গিয়ে নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অন্যদিকে, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে সূত্রের খবর ৷ পুলিশ রামজিলাল গোটিয়া-সহ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ আক্রান্তদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে ৷

জয়পুর, 9 নভেম্বর: জয়পুরের রামনগরীয়ার নারায়াণা এলাকায় এক নাবালিকা (Minor Girl Molests) এবং তাঁর স্বামীকে মারধর ও নিগ্রহের অভিযোগ ৷ নাবালিকাকে আটকে রেখে মারধর এবং তাঁর স্বামীকে মূত্রপান করানো হয় বলে অভিযোগ (Miscreants Force Man to Drink Urine in Jaipur) উঠেছে স্থানীয় রামজিলাল গোটিয়া-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ৷ নির্যাতিতার স্বামীর নাক ও কানও কেটে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি গত 31 অক্টোবর ঘটলেও, সম্প্রতি নাবালিকার মা পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

রামনগরীয়া থানার পুলিশ জানিয়েছে, নারায়াণা এলাকার বাসিন্দা ওই বিধবা মহিলা গত 31 অক্টোবর তাঁর বাড়িতে ফিরছিলেন ৷ সঙ্গে তাঁর মেয়ে এবং জামাই ছিলেন ৷ বাড়ির কাছে স্থানীয় রামজিলাল গোটেয়া এবং তাঁর দলবল পথ আটকে দাঁড়ায় এবং নাবালিকাকে আটকে রেখে মারধর শুরু করে (Minor Girl Molested in Jaipur) ৷ ঘটনায় ওই নাবালিকার স্বামী প্রতিবাদ করলে, অভিুযুক্তরা তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে ওই যুবককে মূত্রপান করায় অভিযুক্তরা ৷ এর পর কান ও নাক কেটে দেওয়া হয় ৷ আর পুলিশে জানালে, প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: জুয়া খেলা ও মদ্যপানের প্রতিবাদ, শ্লীলতাহানি-মারধরের অভিযোগ শান্তিপুরে

প্রাণনাশের হুমকি দেওয়ায় গত 7 দিনে আক্রান্তরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি ৷ কিন্তু, পরিবারের বাকি সদস্যদের কথায় গতকাল রামনগরীয়া থানায় গিয়ে নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অন্যদিকে, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে সূত্রের খবর ৷ পুলিশ রামজিলাল গোটিয়া-সহ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ আক্রান্তদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে ৷

Last Updated : Nov 9, 2022, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.