নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: উইকিপিডিয়া পেজে আরশদীপ সিংকে (Arshdeep Singh) খালিস্তানি হিসাবে উল্লেখ করার ঘটনায়, ভারতে সংস্থার এক্সিকিউটিভকে তলব করল তথ্য প্রযুক্তি মন্ত্রক ৷ কেন ভারতীয় তরুণ পেসারের নামের পাশে খালিস্তানি সংগঠনের সদস্য লেখা হয়েছে, তার ব্যাখ্যা চাওয়া হবে উইকিপিডিয়া কর্তৃপক্ষের কাছে (MEITY Summons Wikipedia India) ৷ এমনটাই সূত্রের খবর ৷ এর জন্য মন্ত্রকের তরফে উইকিপিডিয়া কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর ৷
এর জন্য শীর্ষস্থানীয় আধিকারিকদের নিয়ে একটি প্যানেল তৈরি করা হচ্ছে ৷ সম্ভবত সেই প্যানেলের নেতৃত্বে থাকবেন স্বয়ং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) সচিব অলকেশ কুমার শর্মা ৷ সেই প্যানেল ভারতে উইকিপিডিয়ার কর্তাদের সঙ্গে কথা বলবেন ৷ যেখানে প্রশ্ন করা হতে পারে, এই ধরনের তথ্য যোগ করার ক্ষেত্রে কীভাবে কর্তৃপক্ষ অনুমতি দিল ৷ অনুমতি দেওয়ার আগে উইকিপিডিয়ার তরফে তথ্য যাচাই করা হয়েছিল কি না, তাও জানতে চাইবেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের ওই বিশেষ প্যানেলের সদস্যরা ৷
সূত্রের খবর, মন্ত্রকের তরফে বিষয়টিকে গুরুতর হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ কারণ, একজন তরুণ যিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাঁর সম্পর্কে এমন ভুয়ো তথ্য উইকিপিয়ার মতো সাইটে দেওয়া হলে, তা ভুল বার্তা দেবে দেশবাসীর কাছে ৷ আর এই সব তথ্যের উপর সবসময় প্রতিবেশী দেশগুলির তরফে নজর রাখা হয় ৷ তারা জাতীয় সংহতি এবং শান্তি বিঘ্নিত করতে এই তথ্যগুলিকে হাতিয়ার করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে ৷
আরও পড়ুন: টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনির মেসেজ পেয়েছেন, বিস্ফোরক কোহলি
প্রায় 15 মিনিটের জন্য আরশদীপ সিংকে নিয়ে বিতর্কিত সেই তথ্য উইকিপিডিয়ায় স্থায়ী হয়েছিল ৷ রাত প্রায় সাড়ে 12টা নাগাদ আরশদীপকে উইকিপিডিয়ায় খালিস্তানি সদস্য বলে উল্লেখ করা হয় ৷ প্রসঙ্গত, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আসিফ আলির ক্যাচ তাঁর হাত থেকে পড়ে যায় ৷ এমনকি ম্যাচও হারতে হয় ভারতকে ৷ তার পরেই কেউ বা কারা রোষের জেরে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে, আরশদীপের হাত থেকে ক্যাচ পড়ার বিষয়টিকে গুরুতরভাবে দেখতে নারাজ ভারতীয় দল ৷ সাংবাদিক বৈঠকে এসে সেটাই জানিয়েছেন বিরাট কোহলি ৷ যেখানে করুণ বাঁ-হাতি পেসারের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, যে কোনও দিন, যে কারও সঙ্গে এটা হতে পারে ৷